এপিআইয়ের জন্য জমি কিনবে ইবনে সিনা

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের এপিআই প্রকল্পের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

কোম্পানিটি একটিভ ফার্মাসিটিক্যালস ইনগ্রিডেন্ট (এপিআই) প্রকল্পের জন্য মুন্সিগঞ্জের বিএসসিআইসি এলাকায় এই জমি কিনবে।

১.৫২ একর এই জমির দর ধরা হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৮০১ টাকা। যা নিজস্ব তহবিল থেকে ১০ কিস্তিতে প্রদান করবে কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইবনে সিনার শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

ibnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ২২ অক্টোবর।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯.০৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য (ন্যাভ) দাঁড়িয়েছে ৪২.৭৯ টাকা। এই বছর এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৪.৮২ টাকা।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৩৭.৫০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আইপিওতে আসতে চায় আমান সিমেন্ট

amanস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে আসতে ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করেছে আমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমান সিমেন্ট লিমিটেড।

সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে সই করেন আমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রহমান।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক,আমান সিমেন্টের পরিচালক শফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম,তরিকুল ইসলাম, রবিউল হক, গ্রুপ অর্থ পরিচালক মোক্তার হোসেন তালুকদার, আইসিবি ক্যাপিটালের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো: ফজলুল হক এবং আবু ডালিম মোহাম্মদ ফজলুল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, আমান সিমেন্ট কোম্পানিটি ফেসভ্যালুতে শেয়ারবাজারে আসবে। আমান গ্রুপের আামন ফিড ইতিমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। আর আমান কটন বুক বিল্ডিংয়ের মাধ্যমে বিএসইসির বিডিং অনুমোদন পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

বিশ্ব ব্যাংকের নিকট ২৫ কোটি ডলার সহায়তা চায় বাংলাদেশ

worldবিশেষ প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিতে ২৫ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ইআরডিতে চিঠি দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের সঙ্গে ইআরডি আলোচনা করে এই অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ‘চলতি বছরের ২৫ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত, এই একমাসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। এরমধ্যে নারী-শিশুই বেশি। এছাড়া অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা ১৬ থেকে ১৭ হাজার হলেও সন্তানকে এখনও দুধ পান করাচ্ছেন এমন মাসহ নারীর সংখ্যা দাঁড়াচ্ছে ৭০ হাজার।’ তিনি জানান, ‘সরকারের পক্ষ থেকে আমরা সাধ্যমতো রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। আশ্রয় নেওয়া অনেকে আছেন, যারা বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।’

রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ এখনও ভালো করা সম্ভব হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী উদ্বেগের সঙ্গে জানান, ‘সেখানে তারা মানবেতর জীবনযাপন করছে। তাই যেকোনও সময় যেকোনও রোগ মহামারি আকার ধারণ করতে পারে। এটি ঠেকাতেই আগে থেকেই এর প্রতিরোধ প্রয়োজন। এ জন্যই এই অর্থ সহায়তা প্রয়োজন।’ তিনি বলেন, ‘আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কক্সবাজারের আশপাশের জেলা থেকে অনেক স্বাস্থ্যকর্মী এনে ক্যাম্পে নিয়োগ দিয়েছি। সেখানে অনেকগুলো মেডিক্যাল টিম কাজ করছে।’ প্রয়োজন হলে আরও মেডিক্যাল টিম গঠন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডুইং বিজনেস সূচকে অবস্থান উন্নীত করতে ‘এনসিএমআইডি’ গঠন

bidaনিজস্ব প্রতিবেদক :

২০২১ সালের মধ্যে বিশ্ব ব্যাংকের ব্যবসা পরিচালনার স্বাচ্ছন্দ্য সূচক বা ‘এ্যাজ অব ডুইং বিজনেস’ সূচকে বাংলাদেশের অবস্থান উন্নীত করে প্রথম ৯৯ টি দেশের মধ্যে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ গত ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে ১৫ সদস্য বিশিষ্ট ‘ন্যাশনাল কমিটি ফর মনিটরিং ইমপ্লিমেন্টেশন অব ডুইং বিজনেস রিফরমস (এনসিএমআইডি)’ নামে একটি জাতীয় কমিটি গঠন করেছে। একইসঙ্গে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ‘ন্যাশনাল কমিটি ফর মনিটরিং ইমপ্লিমেন্টেশন অব ডুইং বিজনেস রিফরমস (এনসিএমআইডি)’ কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপালন করবেন মন্ত্রী পরিষদ সচিব। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-তে স্থাপিত ডুইং বিজনেস সংস্কার সচিবালয় (ডিবিআরসিএস) এই কমিটিকে যাবতীয় সহায়তা প্রদান করবে। এই কমিটি প্রয়োজনে সরকারী এবং বেসরকারী খাত থেকে উপযুক্ত ব্যক্তিকে পরবর্তিতে সদস্য করতে পারবে। জাতীয় পর্যায়ের এই কমিটি ডুইং বিজনেস মেমরেন্ডাম-২০১৭ এবং পরবর্তিতে গৃহিত কর্মপরিকল্পনার আলোকে নেয়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সংকার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা, সংকার কার্যক্রম বাস্তবায়নের বাধাসমূহ দূর করাসহ এসংক্রান্ত প্রয়োজনীয় অন্যান্য কাজ সম্পাদনের দায়িত্বপ্রাপ্ত।

২০০৬ সাল থেকে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ডুইং বিজনেস সূচক প্রকাশ করে আসছে। বর্তমানে ১৯০টি দেশের মধ্যে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭৬তম। ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত দেশ হতে গেলে দেশে বিনিয়োগ বান্ধব এমন একটি অবস্থা সৃষ্টি করা আবশ্যক, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে ব্যবসা-বাণিজ্য করতে পারবে, যে অবস্থা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তুলবে। এ চিন্তা থেকেই বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য সরকারের এই প্রচেষ্টা।

এ্যাজ অব ডুয়িং বিজনেসে বাংলাদেশ বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে ১৭৬তম। আগামী ৫ বছরের মধ্যে এই সংখ্যাকে আমরা ডাবল ডিজিট বা একশর নীচে নামিয়ে আনতে চাই। এলক্ষ্যে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। আর এই লক্ষ্যকে আরও তরান্বিত করতে সরকার ‘এনসিএমআইডি’ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কমিটির মাধ্যমে অচিরেই লক্ষ্যমাত্রা অর্জন বা উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবো বলে আমরা দৃঢ আশাবাদী।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিএসআরএমের একীভূতকরণের অনুমতি দিল হাইকোর্ট

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলসের সাথে বিএসআরএম আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির একীভূতকরণের অনুমতি দিয়েছে উচ্চ আদালত। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে বিএসআরএম স্টিল কোম্পানি দুইটির একীভূতকরণের বিষয়ে ডিএসইতে সংবাদ প্রকাশ করে।

জানা গেছে, ২০১৬ সালে কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ন্যাশনাল ব্যাংক
  2. শাহজালাল ব্যাংক
  3. বিবিএস ক্যাবলস
  4. যমুনা ব্যাংক
  5. আইএফআইসি ব্যাংক
  6. বিবিএস
  7. স্কয়ার ফার্মা
  8. লংকাবাংলা ফাইন্যান্স
  9. এক্সিম ব্যাংক
  10. উত্তরা ব্যাংক।

লেনদেন সামান্য বাড়লেও সুচকের বড় পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে ৬৬৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল রবিবার ছিল ৬৬২ কোটি ১ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.০৭ পয়েন্ট কমে পয়েন্টে অবস্থান করছে ৬১০৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.৬০ কমে ১৩৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৩.৮৪ কমে ২১৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনকৃত ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৮০ টির ও অপরিবর্তিত ছিল ৪২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ব্যাংক, বিবিএস ক্যাবলস, যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বিবিএস, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ও উত্তরা ব্যাংক।

এদিকে, সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৮ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল রবিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৫১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয় ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ও ন্যাশনাল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুবরামানিয়ান

indiaস্টকমার্কেট ডেস্ক :

ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুবরামানিয়ান আরো এক বছরের জন্য তাঁর বর্তমান দায়িত্ব পালন করবেন। ১৬ অক্টোবর তাঁর চলতি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বলে এক টুইট বার্তায় জানিয়েছে ভারতের অর্থ মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ২০১৪ সালে তাঁকে অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মধুমতি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

modumotiস্টকমার্কেট ডেস্ক :

মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে যথাক্রমে হুমায়ূন কবীর ও শেখ সালাহ্উদ্দিন পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় এই নিয়োগ অনুমোদিত হয়।

হুমায়ূন কবীর জেস্ট অ্যাগ্রো ফুড প্রসেসিং, ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ (পোলার আইসক্রিম), নর্দান হ্যাচারিজসহ (দেশি মিট) বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করে আসছেন। তিনি গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতিসহ গুলশান ক্লাব ও কুর্মিটোলা গলফ্ ক্লাবের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিবহন ও শিপিং ব্যবসায় শেখ সালাহ্উদ্দিনের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি ফার্দিন ফিশিং, আজমীর নেভিগেশন ও খুলনা শিপিং লাইন্সের স্বত্বাধিকারী। খুলনার নৌপরিবহন মালিক গ্রুপের সভাপতি শেখ সালাহ্উদ্দিন।

স্টকমার্কেটবিডি.কম/