পর্যটন খাতে বিনিয়োগ নিশ্চিত করতে হবে : পর্যটন প্রতিমন্ত্রী

mahbub-aliস্টকমার্কেটবিডি ডেস্ক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

আজ বৃহষ্পতিবার ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় ৮ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিশ্ব পর্যটন দিবস ২০১৯ কে সামনে রেখে আয়োজিত মেলাটি ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মাহবুব আলী বলেন, সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশের পর্যটন শিল্প এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে ইতোমধ্যেই বাংলাদেশে দেশে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত হয়েছে। দেশী-বিদেশী সকল বিনিয়োগকারীকে পর্যটন খাতে বিনিয়োগের আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের পর্যটন শিল্প ইতিবাচক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পর্যটন শিল্পকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করে এর উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করতে শেখ হাসিনার সরকার ইতোমধ্যেই বেশ কিছু যুগান্তকারী কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছেন। আরো কিছু পরিকল্পনা রয়েছে যা বাস্তবায়ন হলে বাংলাদেশের পর্যটন শিল্পে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি পর্যটন খাত দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত এ পরিণত হবে। বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সরকার অত্যন্ত আন্তরিক।

অনুষ্ঠানে বিমসটেক-এর মহাসচিব শহিদুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত টিনা পি সোয়েমার্নো, নেপালের রাষ্ট্রদূত ড. বাসুদেব মিশ্র, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভূবন চন্দ্র বিশ্বাস, মেলার আয়োজক মহিউদ্দিন হেলাল প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন জেলায় গোডাউন স্থাপন করা হবে : শিল্পমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, কোরবানির মৌসুমসহ বছরজুড়ে কাঁচা চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন জেলায় গোডাউন স্থাপন করা হবে। এ জন্য দ্রুত প্রকল্প গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীন গৃহীত প্রকল্পসমূহের আগস্ট ২০১৯ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

শিল্প সচিব মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শিল্প মন্ত্রী বক্তৃতায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করার জন্য বিসিককে পরামর্শ দেন।

তিনি বলেন, বাস্তবানের অভিজ্ঞতা আছে এমন প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজ দিতে হবে। জমি অধিগ্রহণের কারণে কোন প্রকল্পের কাজ যাতে দেরি না হয় সে বিষয়ে সচেতন থাকার জন্য প্রকল্প পরিচালকের প্রতি নির্দেশ প্রদান করেন শিল্পমন্ত্রী । রাসায়নিক পণ্য সংরক্ষনের জন্য রাসায়নিক পণ্য সংরক্ষণের জন্য ৩টি রাসায়নিক গুদাম নির্মানের কাজ দ্রুতত দৃশ্যমান করার জন্য নির্দেশনা দিয়ে তিনি বলেন, একাজে দেরি হলে কোন কারণ গ্রহণযোগ্য হবে না।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন শিল্প প্রতিষ্ঠানহসমূহের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত থাকা প্রয়োজন। তিনি মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানে ষষ্ঠ গ্রেড হতে উচ্চতর গ্রেডে বদলি মন্ত্রী পর্যায়ে নিষ্পন্ন করার নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন ১৪টি চিনিকলের জন্য বর্জ্য শোধনাগার প্রকল্প নির্মাণের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে ।

প্রতিমন্ত্রী বলেন, হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী কারিগর গড়ে তুলতে বিটাক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দক্ষ নারী কারিগর সৃষ্টির প্রকল্পটি আগামীতে অব্যাহত রাখার জন্য পরিকল্পনা কমিশনের সাথে দ্রুত যোগাযোগের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চিনিকলসমূহকে লাভজনক করতে বহুমুখী পণ্য উৎপাদনের কোন বিকল্প নেই।

সভায় জানানো হয়, অত্যন্ত সম্ভাবনাময় চামড়া শিল্পের উন্নয়নে ৫০ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

গোল্ডেন হারভেস্টের কোম্পানিতে ১২৯ কোটি টাকা বিনিয়োগ

goldenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের দুই সহযোগী প্রতিষ্ঠানের যৌথ মালিকানাধীন কোম্পানি কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেডে (সিসিবিএল) বিনিয়োগ করবে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসি। সম্প্রতি এ বিষয়ে আইএফসির সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে।

সিসিবিএলের দুই অংশীদার হচ্ছে গোল্ডেন হারভেস্ট আইসক্রিম লিমিটেড ও গোল্ডেন হারভেস্ট ফুডস লিমিটেড।

সিসিবিএল মূলত দেশব্যাপী কোল্ডস্টোরেজ চেইন চালু করবে গোল্ডেন। স্থাপন করবে তাপ-নিয়ন্ত্রিত গুদাম। গড়ে তুলবে তাপনিয়ন্ত্রিত যানের একটি বহর, যা দিয়ে দেশের ১৬টি স্থানে পণ্য আনা-নেওয়া করা হবে।

সিসিবিএলে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ ও হারভেস্ট আইসক্রিমের বিনিয়োগ ১ কোটি ৫২ লাখ ডলার, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৯ কোটি টাকা। অন্যদিকে এই প্রকল্পে আইএফসি ৬৫ লাখ ডলার বা প্রায় ৫৫ কোটি টাকা বিনিয়োগ করবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয় : মশিউর রহমান

new takaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ স‌ংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন প্রসঙ্গে ড. মশিউর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে বৈঠকে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের কিছু তথ্য দেয়া হয়। সেই তথ্য দেখে মনে হচ্ছে সব খবর সঠিক নয়। ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।

ড. মশিউর রহমান বলেন, আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সে বিষয়ে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে শুদ্ধি অভিযান এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করবে মিনহার ফিসারিজ

Reliance-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স  ইন্স্যুরেন্স লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিনহার ফিসারিজ নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ২৪ লাখ ৫২ হাজার ১৯৯ হাজার শেয়ার বিক্রয় করবে। তার হাতে মোট ৬৪ লাখ ৫২ হাজার ১৯৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ন্যশনাল টিউবস
  2. গ্রামীনফোন লিমিটেড
  3. ন্যাশনাল পলিমার
  4. সিঙ্গার বিডি
  5. ফরচুজ সুজ
  6. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  8. মুন্নু সিরামিকস
  9. ব্যাংক এশিয়া
  10. ভিএফএস লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও বড় উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩১৮ কোটি ৪৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে। আর ডিএসই সূচক ২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে –ন্যশনাল টিউবস, গ্রামীনফোন লিমিটেড, ন্যাশনাল পলিমার, সিঙ্গার বিডি, ফরচুজ সুজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মুন্নু সিরামিকস, ব্যাংক এশিয়া ও ভিএফএস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১০২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০৩টির এবং অপরিবত রয়েছে ৩৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল বুধবার থেকে ১৭ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে ডরিন পাওয়ার ও সিঙ্গার বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাতিল টাকার টুকরো নিয়ে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের বাতিল নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরার (শ্রেডেড ও পাঞ্চড) কোনো ব্যবহারিক কিংবা বিনিময়মূল্য নেই। তাই এ নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র) জী এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশদূষণ রোধে বাংলাদেশ ব্যাংক বাতিল নোট পুড়িয়ে ধ্বংসের কাজ সীমিত করে তা বিনষ্টকরণে শ্রেডেড পদ্ধতি (ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করা) অনুসরণ করছে। বাতিল নোটের শ্রেডেড ও পাঞ্চডকৃত ছোট ছোট টুকরা আবর্জনা হিসেবে স্থানীয় সিটি করপোরেশন বা পৌরসভার মাধ্যমে অপসারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্তটি চলতি বছরের ৩০ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানোর জন্য সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে অনুরোধ জানানো হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে বাতিল করা নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরাগুলো সিটি করপোরেশন বা পৌরসভার ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থানে তাদের (সিটি করপোরেশন ও পৌরসভার) নিজস্ব ব্যবস্থাপনায় ফেলার কথা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ সেপ্টেম্বর বগুড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের বাতিল করা নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরা পৌরসভার আবর্জনা ফেলার নির্ধারিত স্থানে না ফেলে অন্য জায়গায় ফেলেছে, যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। যার ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টির পাশাপাশি নানা ধরনের প্রশ্ন উঠেছে। এগুলো বাতিল নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা। এগুলোর কোনো ব্যবহারিক কিংবা বিনিময়মূল্য নেই। তাই এ নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

তিতাসের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়ায় তিতাসের সাবেক এমডিসহ চারজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশনের এক বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয় বলে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, শিগগিরই মামলা করবেন অনুসন্ধান কর্মকর্তা। অভিযোগটির অনুসন্ধান দলে ছিলেন উপ-পরিচালক মো. মনজুর আলম ও উপসহকারী পরিচালক মো. শাজাহান মিরাজ।

তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মশিউর রহমান, গাজীপুর অঞ্চলের সাবেক ব্যবস্থাপক (বর্তমানে ব্যবস্থাপক, পাইপলাইন ডিজাইন বিভাগ) প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, ছাব্বেরের স্ত্রী রুমানা রিসাত জামান ও ঠিকাদারি প্রতিষ্ঠান এসবি কনস্ট্রাকশনের মালিক মো. সাইফুল ইসলামকে এ মামলায় আসামি করা হবে বলে দুদক সূত্রে জানা যায়।

তিতাসের এমডি প্রকৌশলী মীর মশিউর রহমান, ঠিকাদার সাইফুল ইসলাম, প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী পরস্পর যোগসাজশে ৪০ কোটি ৩৬ হাজার ৫৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে দুদকের অনুসন্ধানে জানা যায়।
প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরীর স্ত্রী রুমানা রিসাত জামানের মালিকানাধীন ওয়াস্ট কেম ইন্টারন্যাশনালের ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা গেছে, ২০১৬ সালের ৩ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাবটিতে ২৮ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৬৭১ টাকা নগদে ও স্থানান্তরের মাধ্যমে জমা হয়েছে।

নগদ ও স্থানান্তরের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে ২৮ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৪৩৬ টাকা। হিসাববিবরণী পর্যালোচনায় আরও দেখা যায়, হিসাবগুলোয় জমা হওয়া টাকার অধিকাংশই জমা হয়েছে গাজীপুরের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াস্ট কেমের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।

স্টকমার্কেটবিডি.কম/

স্ট্যান্ডার্ড সিরামিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

standaerdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়।

এর জবাবে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম