বিমানের দ্বিতীয় ড্রিমলাইনার এসে পৌঁছলো

Bimanস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘হংস বলাকা’। ড্রিমলাইনার নামে পরিচিত এই বোয়িং গত রাতে এখানে এসে পৌঁছেছে। ১৫তম বিমান হিসেবে এটি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হল।

এর আগে গত ১৯ আগস্ট বিমানের প্রথম ড্রিমলাইনার ‘আকাশবীণা’ ঢাকায় আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ সেপ্টেম্বর বিমানটি উদ্বোধন করেন।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ আজ বাসসকে জানান, ‘হংস বলাকা নামের নতুন বিমানটি স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল বোইং ফ্যাক্টরি থেকে বিমানটি টানা ১৫ ঘন্টার উড্ডয়ন শেষে বাংলাদেশে পৌঁছেছে।’

৭৮৭-৮ বোইংয়ে ২৭১টি আসন রয়েছে। এটি অন্যান্য বিমানের চেয়ে ২০ শতাংশ জ্বালানী সাশ্রয়ী। বিমানটি ঘন্টায় ৬৫০ মাইল বেগে একটানা ১৬ ঘন্টা চলতে সক্ষম।

এর যাত্রীরা সর্বোচ্চ ৪৩ হাজার ফুট উঁচুতে ওয়াইফাই সেবা পাবেন। এতে করে যাত্রীরা বিমানে বসেই ইন্টারনেট ব্যবহার করতে এবং বিশ্বের যে কোন প্রান্তে তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

২০০৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন ১০টি বিমান কেনার জন্য বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২১০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে।

বোইং ইতোমধ্যেই ছয়টি ৭৭৭-৩০০ইআর ও দুটি ৭৩৭-৮০০ ও একটি ড্রিমলাইনার বিমানের কাছে হস্তান্তর করেছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উন্নয়নের ধারাবাহিকতায় আজ বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ করে দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রবিবার জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভালোমতো কিছু করতে হলে লম্বা সময়ের প্রয়োজন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারবাহিকতায় আজ বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। আগে বছরব্যাপী রফতানি নীতিমালা ছিল। পরে সেটা দীর্ঘমেয়াদি করেছি। একটা কাজ ভালোমতো করতে হলে তো লম্বা সময়ের প্রয়োজন হয়।’

তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য আমরা অনেক সুযোগ করে দিয়েছি। তাদের জন্য আমার দরজা সব সময়ই খোলা থাকে। কোনো প্রটোকল নেই, কিছু নেই। কোনো সমস্যা হলে তারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন।

অনুষ্ঠানে ৫৬টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৫-১৬ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের ওপর সরকার বিশেষ গুরুত্ব দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে প্রধান লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন। রফতানি কীভাবে বাড়াতে পারি সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

চীনা পণ্যে শুল্ক বাতিলে যুক্তরাষ্ট্রের সম্মত

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি তৃতীয়বারের মতো চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে শুরু হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনের সাইড লাইনে ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি ঝিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ বাতিল করতে সম্মত হয়েছেন বলে জানা যায়। তবে এ বিষয়ে আগামী ৯০ দিন মধ্যে উভয়পক্ষকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে।

গত সপ্তাহে চীনের আরো প্রায় ২৬৭ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন অন্যায্য বাণিজ্য করছে। যুক্তরাষ্ট্রে বিপুল রপ্তানি করলেও চীনের বাজারে মার্কিন পণ্য প্রবেশ সীমিত।

এদিকে, চীন পাল্টা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। চীনা পণ্যে শুল্কারোপের প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যেও শুল্কারোপের হুমকি দিয়েছিল বেইজিং। বিশ্লেষকরা ইতোমধ্যেই তাদের পারস্পরিক বাড়তি শুল্ক আরোপের নীতিকে বাণিজ্য যুদ্ধ বলেও উল্লেখ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এ

মিথুন নিটিং ও তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মিথুন নিটিং মিলস ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৫ ডিভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানী গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে এই সভা অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানি দুটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

জিপিএইচ ইস্পাতের ২০১৮ সনের ঋণমান প্রকাশ

gphস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী জিপিএইচ ইস্পাত লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ ও স্বল্পমেয়াদি এসটি-২ এসেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

  1. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ
  2. ইউনাইটেড পাওয়ার
  3. সায়হাম কটন
  4. কাট্টালী টেক্সটাইল
  5. এ্যাডভেন্ট ফার্মা
  6. ভিএফএস থ্রেডস
  7. খুলনা পাওয়ার
  8. ফরচুন সুজ
  9. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  10. প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

ডিএসইতে ৫৭৬ ও সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ কমেয়েছে। দিনশেষে সেখানে সূচক ছিল মিশ্রাবস্থায়। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৯টির। আর দর অপরিবর্তিত আছে ৭৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, সায়হাম কটন, কাট্টালী টেক্সটাইল, এ্যাডভেন্ট ফার্মা, ভিএফএস থ্রেডস, খুলনা পাওয়ার, ফরচুন সুজ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২২৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কাট্টালী টেক্সটাইল ও সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ বিওতে জমা

ibnস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের ঘোষিত লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন), ব্যাংক ট্রান্সফার, রেমিট্রান্স এবং ওয়ারেেন্টসের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে রবিবার এ তথ্য জানা গেছে।

এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরে ইবনে সিনা ফার্মা লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে । কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২২ সে্পেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউএস-বাংলার সকল রুটের টিকিটে ৪৮ শতাংশ ছাড়

usaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিজয় দিবস উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটের টিকিটের ওপর ৪৮ শতাংশ মূল্য ছাড় দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। শীতকালীন ভ্রমণকে আরও বেশি স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে মূল্যছাড়ের এই বিশেষ অফার দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা।

বিশেষ অফারটি বাংলাদেশের অভ্যন্তরীণ সকল গন্তব্য ও বাংলাদেশ থেকে ইউএস-বাংলার যে সব আন্তর্জাতিক গন্তব্য বিশেষ করে কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু, মাসকাট, দোহা রুটের জন্য করা হয়েছে। বিজনেস ও ইকোনমি দুই শ্রেণির ভাড়ার ওপর অফারটি প্রযোজ্য হবে। বিস্তারিত জানতে ইউএস-বাংলার সব সেলস অফিস, ট্রাভেল এজেন্ট অথবা ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করতে হবে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম জানান, ইউএস-বাংলার সব সেলস অফিস ও ট্রাভেল এজেন্ট থেকে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সাশ্রয়ীমূল্যের এই টিকিট কেনা যাবে। ১ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২০ মে পর্যন্ত ভ্রমণ করা যাবে। মূল্যছাড় মূলত ভাড়ার ওপর নির্ধারিত হবে। যথারীতি সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ প্রযোজ্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

সালমান এফ রহমানের শেয়ারবাজারে বিনিয়োগ ২৫০ কোটি টাকা

salmanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের (সালমান ফজলুর রহমান) আয়ের বড় উৎস শেয়ারবাজার। শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়, এমন কোম্পানিতে তাঁর বিনিয়োগ রয়েছে ২৫০ কোটি ৮৪ লাখ টাকার বেশি।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১ আসনে মনোনয়ন পাওয়া সালমান এফ রহমান নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এসব তথ্য জানিয়েছেন।

হলফনামায় সালমান এফ রহমান ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচটি খাতে তাঁর আয় দেখিয়েছেন। এর মধ্যে তাঁর সবচেয়ে বেশি আয় হয় বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানির বোনাস শেয়ার ও আইএফআইসি ব্যাংকের বোনাস শেয়ার বাবদ ৪ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার টাকা। শেয়ারবাজার ও ব্যাংক আমানতের লভ্যাংশ থেকে তাঁর আয় ৪ কোটি ২৫ লাখ ৮৭ হাজার টাকা। এ ছাড়া চাকরি (সম্মানী ভাতা) থেকে ৪১ লাখ ৯২ হাজার টাকা, ব্যবসা থেকে ৬ লাখ টাকা, বাড়ি, দোকান বা অন্যান্য ভাড়া থেকে তাঁর আয় ৩ লাখ ৯৯ হাজার টাকা।

২০১৭ সালের মার্চে প্রকাশিত চীনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবালের তালিকায় বিশ্বের ২ হাজার ২৫৭ জন ধনী ব্যক্তির মধ্যে তাঁর অবস্থান ছিল ১ হাজার ৬৮৫তম। হুরুন গ্লোবালের তথ্য অনুযায়ী সালমান এফ রহমানের সম্পদের পরিমাণ ১৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার কোটি টাকার বেশি। হলফনামায় অসত্য তথ্য থাকলে নির্বাচন কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারে।

হলফনামায় সালমান এফ রহমান উল্লেখ করেছেন, ‘আমি একক বা যৌথভাবে আমার ওপর নির্ভরশীল কোনো সদস্য অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হওয়ার সুবাদে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করিনি।’

স্থাবর সম্পত্তির মধ্যে হলফনামা অনুযায়ী সালমান এফ রহমানের নগদ টাকা রয়েছে ২ কোটি ১০ লাখ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা। তাঁর স্ত্রীর নগদ ৬০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৪৫ লাখ ৫১ হাজার টাকা এবং ১ লাখ ৮০ হাজার টাকার সোনার অলংকার রয়েছে। এ ছাড়া সালমানের ৩৪ লাখ টাকার গাড়ি, ১৫ লাখ ৫ হাজার টাকার সোনা ও মূল্যবান ধাতু রয়েছে। তিনি আত্মীয়স্বজন ও বিভিন্ন কোম্পানিতে বিনা সুদে ২০ কোটি ১৭ লাখ ৮২ হাজার টাকা ধার দিয়েছেন। তাঁর স্ত্রীও আত্মীয়স্বজন ও বিভিন্ন কোম্পানিকে বিনা সুদে ধার দিয়েছেন ১২ কোটি ৯৬ লাখ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী অস্থাবর সম্পত্তির মধ্যে সালমানের ২ কোটি ৩ লাখ ও তাঁর স্ত্রীর ৩ কোটি ৭৩ লাখ টাকার অকৃষিজমি রয়েছে। এ ছাড়া নিজের ৮ লাখ ৫৩ হাজার টাকার দালান রয়েছে। স্ত্রীর নামে ভবন নির্মাণের ক্ষেত্রে ২৫ কোটি ১৯ লাখ ৭১ হাজার টাকার সম্পদ দেখানো হয়েছে।

সালমান এফ রহমান দেখিয়েছেন, তাঁর ৮৩ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকা দায়দেনা রয়েছে। তাঁর স্ত্রী ৪৪ লাখ ২ হাজার টাকার দেনাদার সালমান রহমানের কাছেই। তাঁর স্ত্রী বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো হোল্ডিংয়ের কাছেও দেনাদার ১২ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা।

সালমান এফ রহমান ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশ নিয়ে বিএনপির সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার কাছে হেরে যান।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি