ঢাকায় ব্রুনাইয়ের সুলতানকে লাল গালিচা সংবর্ধনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ আজ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌছেছেন। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ।

সুলতানকে বহনকারী একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট দুপুর ২টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান।

শনিবার সন্ধ্যায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন ব্রুনাইয়ের সুলতান। পরে তিনি বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

ব্রুনাইয়ের সুলতানের এটাই প্রথম বাংলাদেশে সফর। ঢাকা সফরকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সফর শেষে রবিবার সুলতান ঢাকা ত্যাগ করবেন।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশ থেকে ওষুধ সামগ্রী ও জাহাজ কিনতে চায় এস্তোনিয়া

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ থেকে ওষুধ সামগ্রী ও জাহাজ আমদানি করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পূর্ব ইউরোপের উন্নত ও ধনী দেশ এস্তোনিয়া। গত শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দীকী এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসুলার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান।

এস্তোনিয়ার চাহিদা অনুযায়ী বাংলাদেশ যেকোনো পরিমাণের ওষুধ সামগ্রী ও জাহাজ রপ্তানির ব্যাপারে প্রস্তুত বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ ও উন্নত জাহাজের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদার কথা এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি খাতে উন্নত প্রযুক্তিসম্পন্ন দেশ এস্তোনিয়ার সাহায্য চেয়েছে বাংলাদেশ।

এছাড়াও বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে এস্তোনিয়ার সমর্থন চেয়েছে। রোহিঙ্গা প্রত্যবাসনে সবসময় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে প্রস্তাবিত নিয়মিত কূটনৈতিক সংলাপ অনুষ্ঠানের বিষয়ে উভয় পক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আল্লামা সিদ্দীকী এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকট ভবিষ্যতে তাঁর বাংলাদেশ সফরের আগ্রহের কথা জানান। রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।

স্টকমার্কেটবিডি.কম///

শেয়ারবাজারের ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয় করমুক্তই থাকছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয়করের ক্ষেত্রে যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো স্পষ্টীকরণ করে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে একটি আয়কর পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে সরকারি সিকিউরিটিজের পাশাপাশি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয়কে করযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয় আগের মতো করমুক্তই থাকছে।

এনবিআরের জারি করা পরিপত্রে বলা হয়েছে, অর্থ আইন ২০২২-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ৩২ ধারার ৭ উপধারাটি বিলোপ করা হয়েছে। ফলে এখন থেকে সরকারি সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক কোম্পানির স্টকস ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয় করযোগ্য আয় হিসেবে গণ্য হবে এবং প্রযোজ্য হারে করারোপ করা হবে।

মূলত আয়কর পরিপত্রের এ বিষয়টি নিয়ে শেয়ারবাজার সংশ্লিষ্টদের মধ্যে সব ধরনের মূলধনি আয়কে করের আওতায় আনা হয়েছে বলে গুঞ্জন ওঠে। তবে এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়কে ২০১৫ সালে জারি করা এসআরওর মাধ্যমে করমুক্ত রাখা হয়েছে। এ এসআরও এখনো বলবৎ থাকায় ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়ের বিপরীতে কর দিতে হবে না।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়কে করমুক্ত রাখা সংক্রান্ত এসআরওটি এখনো বলবৎ রয়েছে। ফলে আগের মতোই ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়ের বিপরীতে কোনো কর দিতে হবে না বলে আমরা আশা করছি।

স্টকমার্কেটবিডি.কম///

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও শেয়ার বরাদ্দ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফিক্সড প্রাইস পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ শেয়ার বরাদ্দ দেয়া হয়।

তথ্য অনুসারে, চার্টার্ড লাইফের আইপিও শেয়ারের বিপরীতে ২২ দশমিক ৩৫ গুণ আবেদন জমা হয়। প্রো-রাটার ভিত্তিতে এ শেয়ার বরাদ্দের পর প্রত্যেক নিবাসী বাংলাদেশী বিনিয়োগকারী ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে পেয়েছেন ৩০ থেকে ৩১টি করে শেয়ার। আর প্রবাসী বাংলাদেশীরা পেয়েছেন ৮৯ থেকে ৯০টি শেয়ার।

এর আগে চলতি বছরের ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চার্টার্ড লাইফের আইপিও আবেদন জমা নেয়া হয়। চলতি বছরের ৬ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। উল্লেখ্য, কোম্পানিটিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইন পরিপালনের স্বার্থে কমিশন রুলস ২০১৫-এর রুল ৩(২)(পি) থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ব্লাকআউটের অনিয়মকারীদের বরখাস্ত করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ৪ অক্টোবরের ব্লাকআউট পুরোটাই ‘ম্যান ফল্ট’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার রাতে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আসলে এটা ম্যান ফল্ট। আমি মনে করি এটা হিউম্যান ফল্ট।

আমাদের যে ব্লাকআউটটা হয়েছে সেটাতে বিপিডিবি লোড ম্যানেজমেন্ট করতে গিয়ে ফেল করেছে। লোডের যে ডিমান্ড ছিল এবং যে উৎপাদন ছিল তাতে ডিমান্ড উৎপাদনের থেকে বেশি ছিল। ডেসকো থেকে আরম্ভ করে সবাইকে বলা হয়েছিল তোমরা কাটডাউন করো, না হলে তোমরা বাধাগ্রস্ত হবা, ফ্রিকুএন্সিতে আরো বেশি ডিস্টার্ব হবে, সেটাই হয়েছে। ওরা কথা শোনেনি ওরা কন্টিনিউ করেছে, ব্লাকআউট হয়ে গেছে।

এ কারণে কতোগুলো মানুষকে আমরা আইডেন্টিফাই করেছি, যারা নির্দেশনা শোনেনি তাদেরকে আমরা স্যাক করব। রবিবারের মধ্যে এগুলোর ব্যবস্থা নেব। এটা ম্যান ফল্ট, এটা কোনো টেকনিক্যাল ফল্ট না। ’

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইর পিই রেশিও কমেছে ০.৮০ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০ থেকে ১৩ অক্টোবর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৮০ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৯৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৮৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১২ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে (২ থেকে ৬ অক্টোবর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৯১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৯৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৭ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৫ লাখ টাকার।

ইষ্টার্ণ হাউজিং লিমিটেড ২১৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১৬৩ কোটি ৮ লাখ , ইন্দো বাংলা ফার্মার ১২২ কোটি ২৮ লাখ,, জেএমআই হসপিটাল রিকুইজিটি ১১২ কোটি ৩৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১০৮ কোটি ৯৯ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১০৮ কোটি ৬১ লাখ, সী পার্লসের ১০৫ কোটি ৯৭ লাখ, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ৯৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ লাখ ৫২ হাজার ২৫০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৫০ কোটি টাকা কোটি টাকা বেড়েছে। এসপ্তাহে সেখানে লেনদেন ও সূচক কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮.৪৪ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১২০৮ কোটি ২৩ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩১৯ কোটি ৭৬ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৮.৪৪ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৯৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫৩.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩০৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৩.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪১৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টির শেয়ার ও ইউনিটের দর। আর ১১টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৫০ কোটি টাকা বা ৪৮.৩৬ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///