‘নগদ’র সেবা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই : ডাক ডিজি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ডাক বিভাগ ও ‘নগদ’-কে জড়িয়ে বিভ্রান্তিমূলক অপ্রচার না করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেন, ‘নগদ’ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব আয়ের অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা, যা মাত্র আড়াই বছরে দেশের প্রায় সাড়ে ৫ কোটি মানুষকে আর্থিক লেনদেনের মধ্যে এনেছে।

তিনি বলেন, ২০১৭ সালে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের সঙ্গে ডাক বিভাগের চুক্তি হয় এবং তার ভিত্তিতে ‘নগদ’ সেবা দিয়ে যাচ্ছে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ‘নগদ’র মালিকানা এবং ডাক বিভাগের সঙ্গে অংশীদারত্বের বিষয়টি নিয়ে অহেতুক মানুষকে বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই।

মো. সিরাজ উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে অংশীদারত্বের জায়গা থেকে ডাক বিভাগ এবং ‘নগদ’ (থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড) কর্তৃপক্ষ এখন মালিকানার পর্যায়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। দুই পক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ডাক বিভাগ ৫১ শতাংশ এবং ‘নগদ’ ৪৯ শতাংশের মালিক হচ্ছে। বিষয়টি এখন রাষ্ট্রের আইন অনুসারে অনুমোদনের অপেক্ষায়।

আশা করি, কেউ এ বিষয়টি নিয়ে মনগড়া তথ্য পরিবেশন করে মানুষকে অহেতুক বিভ্রান্ত করবেন না- যোগ করেন তিনি।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শতবর্ষী রাষ্ট্রীয় ডাক বিভাগের নবীন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’। মাত্র আড়াই বছরে প্রতিষ্ঠানটির অভাবনীয় সাফল্য অনেকের মধ্যে ঈর্ষার জন্ম দিয়েছে, সে কারণে অনেকেই নগদকে নিয়ে চক্রান্ত করছেন। যার প্রমাণ হিসেবে বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া তদন্ত প্রতিবেদন বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে।

“একমাত্র ‘নগদ’ দেশের এমএফএস বাজারের একচেটিয়াত্ব ভাঙতে সক্ষম হয়েছে। সে কারণে অনেকে ‘নগদ’র বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমরা আশা করব, এমন হীন ও অপচেষ্টা থেকে সবাই বিরত থাকবেন। রাষ্ট্রীয় একটি সেবার সুন্দর অগ্রযাত্রার জন্য আমরা যেকোনো গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে প্রস্তুত। মনে রাখবেন, রাষ্ট্রীয় সেবার বিরুদ্ধে যেকোনো ধরনের গুজব ও মিথ্যা রটানো একটি রাষ্ট্রীয় গুরুতর অপরাধ।”

মো. সিরাজ উদ্দিন বলেন, ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট নিয়েও অনেক গণমাধ্যমে কিছু সংবাদ এসেছে। আমি বলছি, ‘নগদ’ সব সময়ই ডাক বিভাগের অনুমোদন নিয়েই নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলে। আমি মনে করি, এটি একটি চলমান প্রক্রিয়া। এই চিঠির কারণে কারও বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।

বিভ্রান্ত না হয়ে গ্রাহকদের ডাক বিভাগের সেবা ‘নগদ’র পাশে থাকার আহ্বান জানিয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সম্প্রতি কয়েকটি ই-কমার্স প্লাটফর্মের ত্রুটির কারণে কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং এ তথ্যগুলো যথাযথ কর্তৃপক্ষ ও আইনশৃ্ঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পর্যালোচনার পরে অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। অনাকাঙ্ক্ষিত সাময়িক এ দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) বাস্তবায়নে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যকার এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোঃ ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার, সাউথ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেন্স বিভাগের প্রধান এস. এম. ইকবাল মেহেদী, জনসংযোগ বিভাগের প্রধান মোঃ আসাদুল্লাহিল গালিবসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সেবার মাধ্যমে সাউথ বাংলা ব্যাংকের সকল শাখা ও উপশাখার মাধ্যমে অনলাইনে ভ্যাট, ট্যাক্স, পাসপোর্ট ফিসহ সরকারি রাজস্ব ও ফি পরিশোধ করা যাবে।

এবিষয়ে সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশের এক নতুন অধ্যায় অটোমেটেড চালান সিস্টেম। করোনাকালীন পরিস্থিতির মধ্যে এ ধরনের ব্যবস্থা সত্যি এক যুগান্তকারী পদক্ষেপ। যা একদিকে সরকারের রাজস্ব বাড়াতে সাহায্য করবে, অন্যদিকে দুর্নীতি রোধ ও গ্রাহক ভোগান্তি কমাবে। আর এই অটোমেশন অবশ্যই মনিটরিংয়ে জোরালো ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে আমহেদ জামাল বলেন, আগে সরকারি কয়েকটি ব্যাংক এই সেবা প্রদান করতো। এখন বেসরকারি ব্যাংক যুক্ত হওয়ায় কিছু লাভবান হওয়ার সুযোগ রয়েছে। একইসঙ্গে সেবা প্রদানের কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই অটোমেশন সিস্টেম অর্থমন্ত্রণালয়ের চেষ্টায় স্থাপন করা সম্ভব হয়েছে, বাংলাদেশ ব্যাংক সরকারের হয়ে এই কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

খোলা চিনি প্রতি কেজি ৭৪, প্যাকেট ৭৫ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারে চিনির দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ দাম নির্ধারণ করা হয়।

দেশের বাজারে প্রতি কেজি ৬০ টাকা থেকে ৬৫ টাকার মধ্যে ছিল চিনির দাম। তবে গত আগস্টের শুরু থেকে চিনির দাম বাড়তে থাকে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামন বলেন, চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠে গিয়েছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতি কেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি করতে হবে।

চিনি বিপণনকারী কোম্পানি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে খোলা চিনি ৭৮ থেকে ৮০ টাকা এবং প্যাকেট চিনি ৮২ টাকা কেজি দরে বেচাকেনা হচ্ছে। এক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম ১৩ শতাংশ আর বছরের ব্যবধানে ২৬ শতাংশ বেড়েছে। চিনির দামে ঊর্ধ্বমুখী প্রবণতায় চিনিযুক্ত অন্যান্য খাবার বিশেষ করে বেকারি ও মিষ্টিজাতীয় পণ্যের দামও বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৪৭ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৪৭ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, সপ্তম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, নবম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট এবং ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর, ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর আর ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর আর ২৫ দফার ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর হতে ১২ নভেম্বর, ২৭ দফায় ১৪ নভেম্বর হতে ২৬ নভেম্বর, ২৮ দফায় ২৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর, ২৯ দফায় ১১ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর, ৩০ দফায় ২৭ ডিসেম্বর হতে ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি, ৩২ দফায় ২৮ জানুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি, ৩৩ দফায় ১১ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি ও ৩৪ দফায় ২৬ ফেব্রুয়ারি ১২ মার্চ, ৩৫ দফায় ১৩ মার্চ হতে ২৫ মার্চ, ৩৬ দফায় ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল ও ৩৭ দফায় ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল, ৩৮ দফায় ২৮ এপ্রিল থেকে ১১ মে, ৩৯ দফায় ১২ মে থেকে ২৭ মে, ৪০ দফায় ২৮ মে থেকে ১০ জুন, ৪১ দফায় ১১ জুন থেকে ২৫ জুন, ৪২ দফায় ২৭ জুন ১১ জুলাই, ৪৩ দফায় ১২ জুলাই থেকে ২৬ জুলাই, ৪৪ দফায় ২৭ জুলাই থেকে ১০ আগষ্ট, ৪৫ দফায় ১১ আগষ্ট থেকে ২৫ আগষ্ট, ৪৬ দফায় আগামী ২৬ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর ও ৪৭ দফায় আগামী ১০ সেপ্টেম্বর হতে ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এস

পোশাক শ্রমিকদের টিকার জন্য ১৯ রাষ্ট্রদূতকে চিঠি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক

পোশাক শ্রমিকদের জন্য টিকা সহযোগিতা চেয়ে উন্নত দেশ এবং আঞ্চলিক সংগঠন প্রতিনিধিদের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজিএমইএ জানায়, বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ হাইকমিশন, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, জার্মানি, জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, ইউরোপীয় ইউনিয়ন, স্পেন, সুইডেন, ডেনমার্ক, কাতার এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান ও রাষ্ট্রদূতদের কাছে এর আগেও চিঠি দেওয়া হয়েছিল। শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এজন্য ক্রেতা দেশে ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সহায়তা চেয়েছি। রাষ্ট্রদূতদের আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে। যাতে পোশাক খাত সংশ্লিষ্টদের কভিড-১৯ টিকা কার্যক্রমে সহায়তা করা হয়। এছাড়াও দ্রুত করোনা পরীক্ষার কিট চাওয়া হয়েছে।

বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গত জুন মাস থেকে তৈরি পোশাক শ্রমিকদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। তা অব্যাহত রয়েছে। কারখানায় শ্রমিক-কর্মকর্তাদের টিকা দেওয়া হলে সে সংক্রান্ত তথ্য বিজিএমইএ অবহিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা; ২য় বেক্স ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৮১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্স ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭১ কোটি ৫২ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড ৬৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ৬৮ কোটি ৩৬ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪৬ কোটি ৯ লাখ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪৫ কোটি ৬০ লাখ, বিবিএস ক্যাবলের ৪৫ কোটি ৩৭ লাখ, সাইফ পাওয়ারটেকের ৪৪ কোটি ৮১ লাখ, ন্যাশনাল টিউবসের ৪০ কোটি ৪৩ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন হয়েছে ৪০ কোটি ৮ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. স্কয়ার ফার্মা
  2. বেক্স ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. বিএটিবিসি
  5. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  6. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  7. বিবিএস ক্যাবল
  8. সাইফ পাওয়ারটেক
  9. ন্যাশনাল টিউবস
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দিনশেষে সূচকের উত্থানে বেড়েছে লেনদেনও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্থ কার্যদিন বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭২৫৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৯২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬৪৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৯৬ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৫৫৫ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৭টির, আর দর অপরিবর্তিত আছে ২২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বিবিএস ক্যাবল, সাইফ পাওয়ারটেক, ন্যাশনাল টিউবস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬৫.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৪৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১১৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৬ কোটি ৭৩ লাখ টাকা। । গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা চায় এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি খাতে ঋণ কেন বাড়ছে না পর্যালোচনা করতে হবে। অনিচ্ছাকৃত খেলাপিদের সহায়তা দিতে হবে। একই সঙ্গে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর মতবিনিময় সভায় এমন দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. জসিস উদ্দিন।

বৃহস্পতিবার রাজধানীর বনানীর দি শেরাটন হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার, এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ অনেকেই বক্তব্য দেন। সরকারি-বেসরকারি ৩২টি ব্যাংকের এমডি এতে উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই। এজন্য প্রণোদনার ঋণ ঠিক মতো বিতরণের পাশাপাশি সহজ শর্তে জামানতবিহীন ঋণ দিতে হবে। এসএমই খাতে ৫ থেকে ৭ বছর মেয়াদি ঋণের ব্যবস্থা করতে হবে। শিল্প ঋণ পুন:তফসিলে ডাউনপেমেন্টের হার সর্বোচ্চ ১ থেকে ২ শতাংশ নির্ধারণ করলে দেশের শিল্পায়ন সহজ হবে। সভা থেকে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের আয়করের হার সাড়ে ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার দাবি জানান তিনি।

আলী রেজা ইফতেখার বলেন, খোলাপি ঋণ সবার জন্য ক্ষতির কারণ। ইচ্ছাকৃত খেলাপিদের থেকে অর্থ আদায়ে প্রয়োজনে এফবিসিসিআই থেকে ব্যাংকগুলোকে সহায়তা করতে হবে। তিনি বলেন, প্রণোদনার ঋণ কোনো অনুদান না, এটা ঋণ। ব্যাংকগুলোকেই এ টাকা ফেরত আনতে হবে। ফলে ব্যাংকগুলো দেখেশুনে ঋণ দেবে এটাই স্বাভাবিক। আর বড় ঋণ যতো সহজে দেওয়া যায় এসএমই ঋণ ততো সহজে দেওয়া যায় না। এছাড়া এসএমইসহ সব ঋণে ৯ শতাংশ সুদ নির্ধারণের পর খরচ বিবেচনায় অনেকে এ খাতে ঋণ দিতে হয়তো অনীহা দেখাচ্ছে।এরপরও প্রণোদনার আতায় প্রায় ৮০ শতাংশ ঋণ বিতরণ হয়েছে। এটা সন্তোষজনক।

স্টকমার্কেটবিডি.কম/

দেড় বছর পর ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট চালু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে ঢাকা-কুয়েতের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্য ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি।

কুয়েত এয়ারওয়েজের ওয়েব সাইটে বুধবার (৮ সেপ্টেম্বর) বলা হয়েছে, সংস্থাটি ঢাকা-কুয়েত ফ্লাইট পরিচালনা করবে সপ্তাহে ৫ দিন। আর বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে প্রথম ফ্লাইটটি কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

দীর্ঘদিন কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল করোনা মহামারির কারণে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা নিষিদ্ধ দেশগুলোর সঙ্গে সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছিল কুয়েত মন্ত্রিসভা। কিন্তু স্বাস্থ্যবিধি নির্দেশনা এবং বিমানবন্দরের যাত্রী উঠা নামার ধারণ ক্ষমতা সীমিত থাকায় পিছিয়ে দেওয়া হয়েছিল নিষিদ্ধ পাঁচ দেশের সঙ্গে বিমান চলাচল।

বাংলাদেশ থেকে দেশটিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান ও কুয়েত এয়ারওয়েজ। দুইটি এয়ারলাইন্স সোমবার ৭৫ জন, মঙ্গলবার ১৫০ জন, বুধবার ১৪৩ জন, বৃহস্পতিবার ৭৫ জন এবং রবিবার ১০০ জন করে যাত্রী বহন করতে পারবে। তবে সরাসরি ফ্লাইটের টিকিটের উচ্চমূল্যের কারণে স্বস্তিতে নেই প্রবাসীরা।

এদিকে সরাসরি ফ্লাইট চালু না হলেও তুর্কি, সৌদি, বাহরাইন হয়ে কুয়েতে ফিরছেন আটকে পড়া অনেক প্রবাসী। সেক্ষেত্রে তাদের কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমোনি অ্যাপসে নিবন্ধন করতে হচ্ছে। তাছাড়া প্রবেশের ৭২ ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ বহন করতে হচ্ছে এবং আগত যাত্রীদের স্লোনিক অ্যাপসের মাধ্যমে সাত দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হচ্ছে।

অন্যদিকে দীর্ঘদিন ফ্লাইট বন্ধের ফলে ছুটিতে গিয়ে বিভিন্ন দেশের তিন লাখ ৯০ হাজার কুয়েতে প্রবাসী নিজ দেশে আটকা পড়ায় আকামা বাতিল হয়েছে। কুয়েত সরকার অনলাইনে আকামা নবায়নের সুযোগ দিলেও স্পন্সর আকামা নবায়নে ব্যর্থ হয়েছেন অনেকে।

স্টকমার্কেটবিডি.কম/