কেয়া কসমেটিকসের ১.৩৫ কোটি শেয়ার বিক্রি সম্পন্ন

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ১ কোটি ৩৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিসেস ফিরোজা বেগম নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১ কোটি ৩৫ লাখ শেয়ার বেচলেন। তার নিকট কোম্পানিটির মোট ৪,৬১,১৪,৯৩২টি শেয়ার রয়েছে।

এই উদ্দ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/

থ্রিজি’র সুবিধা না দিয়েই ফোরজি!

4Gস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘ফোরজি সম্বলিত হ্যান্ডসেটের অপর্যাপ্ততা, ফোরজি সিম পরিবর্তন, বিটিএস (বেজ ট্রান্সসিভার স্টেশন) তৈরিসহ অসংখ্য সমস্যার সমাধান না করে ২১ ফেব্রুয়ারি থেকে ফোরজি চালুর ঘোষণা গ্রাহকদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ।

তিনি আরও বলেন, ‘ঘোষণায় ফোরজি কিন্তু বাস্তবে এটি থ্রিজি।’

বুধবার বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, ‘১৩ ফেব্রুয়ারি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ফোরজি তরঙ্গ নিলাম অনুষ্ঠিত করে। তাতে বর্তমানে সক্রিয় অপারেটর রাষ্ট্র মালিকানাধীন টেলিটকসহ চারটির মধ্যে অংশ নিয়েছে দুটি অপারেটর। রবি মার্জার করায় তার তরঙ্গ সব অপারেটরের চাইতে বেশি ৩৬ দশমিক ৪ মেগাহার্টজ থাকায় নিলামে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে।

গ্রামীণফোন ১৮০০ ব্যান্ডের পাঁচ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এতে গ্রামীণফোনের তরঙ্গের পরিমাণ দাঁড়ালো ৩৭ মেগাহার্টজ। বাংলালিংক ১৮০০ ব্যান্ডের ৫ দশমিক ৬ মেগাহার্টজ এবং ২১০০ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এতে বাংলালিংকের তরঙ্গের পরিমাণ দাঁড়ালো ৩০ দশমিক ৬ মেগাহার্টজ। তরঙ্গের প্রতিযোগিতায় রবির চাইতে গ্রামীণফোনের শূন্য দশমিক ৬ মেগাহার্টজ বেশি।

মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের প্রশ্ন এতদিন ধরে রবি ৩৬ দশমিক ৪ মেগাহার্টজ দিয়ে যে থ্রিজি সেবা গ্রাহকদের দিয়েছে সেটার মান কি থ্রিজি পর্যায়ে ছিল? এ পরিমাণ তরঙ্গ ইন্টারনেটের গতি ছিল সর্বোচ্চ ৫ এমবিপিএস। ফোরজির জন্য গতি নির্ধারণ করা হয়েছে ২০ এমবিপিএস। যেখানে এতদিন এ তরঙ্গ দিয়ে গড়ে ৬ এমবিপিএস গতিই আনা গেলো না সেখানে একই পরিমাণ তরঙ্গ দিয়ে বর্তমান বিটিএস ব্যবহার করে কীভাবে ইন্টারনেটের মান বাড়াবে ফোরজি?’

তিনি উল্লেখ করেন, তরঙ্গ বিক্রি করে সরকার পাঁচ হাজার ৪২৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে যা কি-না জনগণের কাছ থেকেই পরোক্ষভাবে আদায় করা হয়েছে। তারপরও নিয়ন্ত্রণ কমিশন ও অপারেটররা গ্রাহকদের মিথ্যা তথ্য ও আশ্বাস দিচ্ছে যা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক।

কারণ ২০ এমবিপিএস গতি পেতে প্রয়োজন ৬০ মেগাহার্টজ তরঙ্গের। বর্তমান বিশ্বে ১৮০টি দেশে ফোরজি চালু আছে। তাতে গড় গতি ১৬ দশমিক ৬ এমবিপিএস। সবচেয়ে গতি বেশি সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ায়, যথাক্রমে ৪৬ দশমিক ৬৪ ও ৪৫ দশমিক ৮৫ এমবিপিএস। এছাড়া নরওয়ে ও হাঙ্গেরিতে ৪২ এমবিপিএস। বাংলাদেশের প্রান্তিকপর্যায়ে ইন্টারনেটের বর্তমান গতি ২ দশমিক ১ এমবিপিএস।

স্টকমার্কেটবিডি.কম/

ইপিজেডে শ্রমিকদের ইউনিয়ন বিষয়ে জানতে চায় ইইউ

meeting-স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেডে শ্রমিকদের ইউনিয়ন করতে দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ গ্রহণ করছে, জানতে চেয়েছেন সফররত ইউরোপিয়ান সংসদীয় প্রতিনিধি দলের প্রতিনিধিরা।

বুধবার সচিবালয়ে কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর সঙ্গে বৈঠকে ইউরোপীয় সংসদীয় প্রতিনিধি দলের নেতার এ প্রশ্ন তোলেন। দলের নেতা জিন ল্যাম্ববার্টের নেতৃত্বে প্রতিনিধিরা শ্রম আইন সম্পর্কেও জানতে চান।

পরে সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়ে প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেন, ইপিজেডের বিষয়টি দেখভাল করে প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে ৮০ দশকে ইপিজেড প্রতিষ্ঠার সময় মালিকদের চাপে ইউনিয়ন করা অধিকার ব্যতিরেকে আইন করা হয়। এটি সংশোধন করে ইউনিয়ন করার অধিকার রেখে অচিরেই আইন করা হবে। যে কোনো কারখানার ৩০ শতাংশ শ্রমিক চাইলেই তারা ইউনিয়ন করতে পারবে। বর্তমানে দেশে প্রায় সাড়ে ৮ হাজার কারখানায় ইউনিয়ন রয়েছে। তবে দেশে কারাখানা রয়েছে কয়েক লাখ।

শ্রম আইন সম্পর্কে ইইউ ও আইএমও ইউরোপীয় মান চায়। এটি বাংলাদেশ সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন চুন্নু। তিনি বলেন, বাস্তবতা মেনে বাংলাদেশে কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন দ্বিচারী ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে। তারা সব বিষয়ে তাদের মানে চায়। অন্যদিকে প্রতিযোগিতার দোহাই দিয়ে দিনে দিনে বাংলাদেশি পণ্যের দাম কমিয়ে দিচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. লংকা বাংলা ফাইন্যান্স
  2. ইউনিক হোটেল
  3. ব্র্যাক ব্যাংক
  4. বেক্স ফার্মা
  5. ফু ওয়াং ফুড
  6. মুন্নু সিরামিকস
  7. কেয়া কসমেটিকস
  8. মার্কেন্টাইল ব্যাংক
  9. স্কয়ার ফার্মা
  10. প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

৭ শতাংশ সুদে ঋণ দেবে ২৪ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারিখাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য জাপান সরকারের অর্থায়নে ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে ২৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপকের সঙ্গে ২৪ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী ব্যাংকগুলো ৩ শতাংশ সুদে ঋণ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে বিনিয়োগ করতে পারবে।

বাংলাদেশ সরকার ও জাইকার ‘ফরেন পাইরেক্ট ইনভেস্ট প্রমোশন প্রজেক্ট (বিডি-পি৮৬)’ চুক্তির আওতায় ৭ হাজার ১০৯ জাপানি ইয়েন বা ৪৬১ কোটি ৬২ লাখ টাকা বাংলাদেশকে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ব্যাংক গ্রাহকদের মধ্যে এ ঋণ বিতরণ করবে। দেশের অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক প্রতিষ্ঠাতারা এ ঋণ নিতে অগ্রাধিকার পাবেন। ৫ থেকে ১০ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড দুই বছর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির। এসময় তিনি বিদেশি বিনিয়োগে অংশীদার হওয়ায় জাপান সরকারকে ধন্যবাদ জানান। এই বিনিয়োগে বহু মানুষের কর্মসংস্থান হবে জানিয়ে গর্ভনর বলেন, সরকার দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এবিবি’র চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, নির্বাহী পরিচালক আহমেদ জামাল, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শেয়ারবাজার বিকাশে ভেঞ্চার ক্যাপিটাল অন্যতম একটি প্রোডাক্ট : খায়রুল হোসেন

pic000স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার বিকাশে ভেঞ্চার ক্যাপিটাল অন্যতম একটি প্রোডাক্ট। চল‌তি বছ‌রই শেয়ারবাজা‌রে ছোট মূলধনীয় প্র‌তিষ্ঠা‌নের জন্য পৃথক স্মল ক্যাপ ইন‌ডেক্স করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারের এক‌টি হোটেলে ভেঞ্চার ক্যাপিটালের ওপর প্রশিক্ষণ কর্মশালার উ‌দ্বোধনকা‌লে তি‌নি এ কথা জানান।

বিএসইসি চেয়ারম্যান খায়রুল হোসেন ব‌লেন, চল‌তি বছ‌র শেয়ারবাজা‌রে ছোট মূলধনীয় প্র‌তিষ্ঠা‌নের জন্য আলাদা ইন‌ডেক্স হ‌বে। ৩০ কো‌টি টাকার নি‌চে মূলধন র‌য়ে‌ছে তারাই থাক‌বে এ ইন‌ডে‌ক্সে। এসব প্র‌তিষ্ঠা‌নের

মূলধন যখন ৩০ কো‌টি টাকার ওপ‌রে যা‌বে তখন তারা মূল মা‌র্কে‌টে চ‌লে যা‌বে।

খায়রুল হোসেন ব‌লেন, শেয়ারবাজারে ভেঞ্চার ক্যাপিটালের মতো কোম্পানি বড় ধরনের ভূমিকা পালন করবে। বাংলাদেশে এই ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইকুইটি এবং ইমপ্যাক্ট ফান্ড নিয়ে কাজ শুরু হয়েছে। এ নিয়ে বিএসইসি আইনকানুন করতে যাচ্ছে বলেও জানান তিনি।

তি‌নি ব‌লেন, দে‌শের শিল্পায়‌নে অল্টারনেটিভ ইন‌ভেস্ট‌মেন্ট বা বিকল্প বিনিয়োগ বড় ভূ‌মিকা রা‌খে। পার্শ্ববর্তী দে‌শ ভারত ও পা‌কিস্তান অল্টারনেটিভ ইন‌ভেস্ট‌মেন্ট ফা‌ন্ডের ক্ষে‌ত্রে এ‌গি‌য়ে গে‌লেও আমরা অ‌নেক পি‌ছি‌য়ে আ‌ছি।

ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে তিনি বলেন, শেয়ারবাজার বিকাশে ভেঞ্চার ক্যাপিটাল অন্যতম একটি প্রোডাক্ট। এর মাধ্যমে নতুন উদ্যোক্তাদের আইডিয়াকে বাস্তবে রূপদান করা সম্ভব।

তি‌নি ব‌লেন, অ‌নে‌ক উ‌দ্যোক্তার উ‌দ্ভাব‌নী আই‌ডিয়া আ‌ছে। প্র‌তিষ্ঠান‌কে লাভজনক করার দক্ষতা আ‌ছে। কিন্তু প্র‌য়োজনীয় অর্থায়‌নের অভা‌বে উ‌দ্যোগ নি‌তে পার‌ছে না। তা‌দেরকে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্য‌মে এ‌গি‌য়ে নি‌তে হ‌বে।

বি‌শ্বের অ‌নেক বড় বড় প্র‌তিষ্ঠান ভেঞ্চার ক্যাপিটালে উ‌ঠে এ‌সে‌ছে। ইন্টেল, ফিডেক্স, ফেসবুকসহ অ‌নেক প্র‌তিষ্ঠা‌ন আজ‌কে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্য‌মে আজ প্র‌তিষ্ঠিত।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) ওয়ালি-উল-মারুফ মতিন, সিএমজেএফ এর সভাপতি হাসান ইমাম রু‌বেল। অনুষ্ঠা‌ন প‌রিচালনা ক‌রেন মসলিন ক্যাপিটা‌লের হেড অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন কর্মকর্তা সানজিদা পারভীন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে ৬২১ ও সিএসইতে ২৬ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ ৬২১ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন সেখানে সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৫০ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬২১ কোটি ১৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৫০৩ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৫টির। আর দর অপরিবর্তিত আছে ৩৫টির।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –লংকা বাংলা ফাইন্যান্স, ইউনিক হোটেল, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, ফু ওয়াং ফুড, মুন্নু সিরামিকস, কেয়া কসমেটিকস, মার্কেন্টাইল ব্যাংক, স্কয়ার ফার্মা ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩৮৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৭৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৬ কোটি ৩২ লাখ টাকা। গতকাল মঙ্গবার লেনদেন হয়েছিল ৩৫ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স ও কেয়া কসমেটিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শ্যামপুর সুগার মিলসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Shyampur Sugar Mills Limited_company_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৮ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ৫৬.৬ টাকা এবং গতকাল মঙ্গলবার এ শেয়ারের দর দাঁড়ায় ৬৭.৮ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে শ্যামপুর সুগার মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সায়হাম টেক্সটাইলের ঋণমান ‘এএ-’ ও ‘এসটি-২’

saihamস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এএ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন হালনাগাদ ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এ্যাকটিভ ফাইনের ৪৩ হাজার ৫০০টি শেয়ার কেনার ঘোষণা

activeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এ্যাকটিভ ফাইন কেমিক্যাল লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৪৩ হাজার ৫০০টি শেয়ার কেনার ঘোষণা করেছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোহাম্মদ আফজাল নামে এই পরিচালক কোম্পানিটির ৪৩ হাজার ৫০০টি শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম