ড. মইনুলসহ এনবিআরের ৬ কমিশনার বদলি

NBRস্টকমার্কেটবিডি ডেস্ক:

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানসহ ৬ কমিশনারকে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানকে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষায় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) কমিশনার মো. মাসুদ সাদিককে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনায় বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (কমিশনার) জাকিয়া সুলতানাকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) বদলি করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর কমিশনার ড. মো. সহিদুল ইসলামকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে ঢাকা শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার এসএম হুমায়ুন কবিরকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) বদলি করা হয়েছে।

এর বাইরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার কমিশনার কেএম অহিদুল আলমকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য (টেকনিক্যাল) এবং পরবর্তী পদায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্য আদেশে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম-এর অতিরিক্ত কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে পদোন্নতি দিয়ে মোংলা কাস্টমস হাউসে কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আইডিএলসি গ্রোথ ফান্ড ইউনিটে আবেদন শুরু মঙ্গলবার

idlcস্টকমার্কেটবিডি ডেস্ক:

আইডিএলসি গ্রোথ ফান্ড ইউনিটে আবেদন শুরু হবে ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে। চলবে এর পরের ৪৫ কার্যদিবস পর্যন্ত। মেয়াদহীন এই মিউচ্যুয়াল ফান্ডটিকে শেয়ারবাজার থেকে ইউনিট বিক্রি করে টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। সংশ্লিষ্ট সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলতি মিউচ্যুয়াল ফান্ডটিকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তার অংশ ১০ কোটি টাকা। আর বাকি ৪০ কোটি টাকার ইউনিট বিক্রি করা হবে বিনিয়োগকারীদের কাছে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

এটি শুরু হবে ২৭ ফেব্রুয়ারি, চলবে পরবর্তী ৪৫ দিন। তবে এর আগে নির্ধারিত টাকার ইউনিটি বিক্রি শেষ হয়ে গেলে এ মেয়াদে আর বিক্রি হবে না। তবে ফান্ড ম্যানেজার চাইলে বিএসইসি’র অনুমোদন সাপেক্ষে ফান্ডের আকার বড় করে আরও ইউনিট বিক্রি করতে পারবে।

ফান্ডটির এজেন্ট হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস্ লিমিটেড। এর উদ্যোক্তা প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

আর সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া ফান্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ঋণখেলাপি ও ব্যাংক লুটকারীদের বিচার হবে : আইনমন্ত্রী

(JPEG Image, 153 × 90 pixels)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঋণখেলাপি ও ব্যাংক লুটসহ আর্থিক অনিয়মকারীদের বিচার করা হবে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের বিচারকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে মোট ৩৫ জন বিচারক অংশ নেন।

আইনমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা বেআইনিভাবে দেশের সম্পদ লুট করেছে তাদের কাউকে মাফ করবেন না। এজন্য আপনাদের যত ধরনের সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে তাই দেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, যারা ঋণখেলাপি ও আর্থিক খাতে অনিয়ম করছে তাদের শাস্তির আওতায় আনা হবে। যারা নির্দোষ তাদের যাতে কোনো রকম হয়রানি করা না হয়।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

‘ঢাকাসহ সব মহানগরীর শিল্প প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিক জোনে যেতে হবে’

9e6e2e4e171a82e53059d12a2b4fd60d-5a8e5a1213477স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের ৩৭তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকাসহ সব মহানগরীর শিল্প কারখানাগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তর করবে সরকার।

আজ রবিবার সচিবালয়ে এক সভা শেষে টাস্কফোর্সর প্রধান নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, “ঢাকাসহ আটটি বিভাগে বড় বড় শহরে যেখানে শিল্পাঞ্চল আছে সেখানে যাতে নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দিচ্ছি।

“যে শিল্প প্রতিষ্ঠানগুলো শহরের মধ্যে আছে সেগুলোকে ইকনোমিক জোনগুলোতে (বিশেষ অর্থনৈতিক অঞ্চল) নিয়ে যাব, ১১০টি ইকনোমিক জোন রয়েছে। ঢাকাসহ সব মহানগরীর শিল্প প্রতিষ্ঠানগুলোকে অর্থনৈতিক জোনে যেতে হবে, যেভাবে হাজারিবাগ থেকে ট্যানারি সাভারে নিয়ে গেছি।”

প্রায় পাঁচ দশকের টানাপড়েন ও আইনি লড়াইয়ের পর ঢাকার হাজারীবাগ থেকে চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের কাজ শুরু হয় গতবছর। গত নবেম্বরের তথ্য অনুযায়ী, ৩৫ শতাংশ ট্যানারি সাভারে চামড়া শিল্প নগরীতে স্থানান্তরিত হয়েছে।

সাভার চামড়া শিল্প নগরীতে ইপিটি সমস্যার সমাধানে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান নৌমন্ত্রী।

“ইটিপির কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন যারা কাজ করছে তাদের বিল না নেওয়া হয় সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি।”

ঢাকার চারপাশের নদীগুলোতে স্থাপিত পিলারের মধ্যে এক হাজার ১৫৪টি নিয়ে আপত্তি পাওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, পুনঃজরিপ করে ৭৬২টি পিলার পুনঃস্থাপন করা হয়েছে, বাকিগুলোও করা হবে।

“জরিপ কাজ শেষ না হওয়া পর্যন্ত নদীর তীরে কেউ যাতে কোনো স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হবে।”

যারা নদী দখল-দুষণ করছে তারা আইন মেনে না চললে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জেল-জরিমানা করা হবে বলে জানান নৌমন্ত্রী।

তিনি বলেন, নদীর তীর অবৈধ দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএর অধীনে কিছু লোক নিয়োগ দেওয়া হবে, যাতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো যায়।

ঢাকার ১৩টি খাল উদ্ধারে কাজ শুরুর কথা জানিয়ে নৌমন্ত্রী বলেন, ইতোমধ্যে কিছু কাজ শেষ হয়েছে। কিন্তু দেখা গেছে, অভিযানের পরেও নতুন করে খালগুলোকে ভরাট করে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে।

“আমরা টাস্কফোর্স কমিটির মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শন করব।… টিমের সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে, খালগুলোকে উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছাড়াও টাস্কফোর্সর সদস্যরা ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ

janata-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রবিবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ট্রাস্ট ব্যাংকের নতুন এমডি ফারুক মঈনউদ্দীন

trust-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক মঈনউদ্দীন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার এ নিয়োগে অনুমোদন দিয়েছে। এর আগে ফারুক মঈনউদ্দীন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ট্রাস্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ফারুক মঈনউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৪ সালে এবি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৮৭ সালের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় তিনি বাংলাদেশ ব্যাংক এবং অধুনালুপ্ত বিসিসিআই ব্যাংক স্বর্ণপদক লাভ করেন। এছাড়া এবি ব্যাংকে কর্মরত অবস্থায় দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

অভিজ্ঞ এ ব্যাংকার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চা করেন। তিনি ট্রাস্ট ব্যাংকে যোগদানের আগে দ্য সিটি ব্যাংকের এএমডি ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

নিটল ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা ৬ মার্চ

nitol-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নিটন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৬ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৪ টায় রাজধানী গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

লিগ্যাসী ফুটওয়ারের ইজিএমের দিন পরিবর্তন

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ার লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির ইজিএমটি আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২৫ মার্চ এই ইজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

পরিবর্তিত তারিখে কারখানা প্রাঙ্গনে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে ৩৮৪ ও সিএসইতে ১৫ কোটি টাকার লেনদেন

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৪ কোটি টাকা। এদিন লেনদেন বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন এবং সূচক উভয় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৮.১৯ পয়েন্ট কমে অবস্থান করে ২১৪২ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৮৯ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, ইফাদ অটোস, বেক্স ফার্মা, এসিআই লিমিটেড, ফার্মা এইডস, সিভিও পেট্রোকেমিক্যাল, আইডিএলসি ফাইন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৫ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিক হোটেল ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

লিগ্যাসি ফুটওয়্যারের ইউনিট-২ খোলার সিদ্ধান্ত

legaciস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড স্থানীয় মার্কেটের জুতা উৎপাদন করার জন্য কোম্পানির পরিচালনা বোর্ড ইউনিট-২ খোলার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি গাজীপুরের মৌচাকে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির আগামী ২৫ মার্চ দুপুর ১২টায় ইজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির এই ইউনিট-২ স্থাপনের জন্য ব্যয় দরা হযেছে ২৭ কোটি টাকা।

কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা ১১ কোটি টাকা বিনিয়োগের জন্য অনুমতি দিয়েছে। ইউনিট-২ স্থাপন করার জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ করা হবে। আর বর্তমান ইউনিট আপগ্রেডের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করা হবে।

উল্লেখিত সিদ্ধান্তগুলো কোম্পানির আসন্ন ইজিএমে উপস্থাপন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম