ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৪ মে

easternস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ৩টা মতিঝিলে অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে বিমাটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

শতভাগ সংস্কারে ১০ কারখানাকে স্বীকৃতি : তালিকাভুক্ত ১টি

allaence-নিজস্ব প্রতিবেদক :

সংস্কার কাজ শতভাগ সম্পন্ন করায় আরও ১০টি কারখানাকে স্বীকৃতি প্রদান করেছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। এর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি রয়েছে।

সম্প্রতি অ্যালায়েন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর ফলে অ্যালায়েন্সের অধিভুক্ত কারখানা তাদের সংশোধনমূলক কর্মপরিকল্পনায় (ক্যাপ) উল্লেখিত সমস্ত মেরামত কাজ সম্পন্ন করেছে, এমন স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৭৬ -এ দাঁড়াল।

নতুন স্বীকৃতিপ্রাপ্ত ১০ কারখানা হলো- আলিফ প্রিন্ট অ্যান্ড ইএম (অ্যামব্রয়ডারি ভিলেজ), ব্র্যান্ডিক্স অ্যাপারেল বাংলাদেশ লিমিটেড, হপ উইক বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাম মিন অ্যাসোসিয়েটস (ইউনিট-২), সাভার ডাইং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, ওয়ার্ল্ড ইয়ে অ্যাপারেলস (বিডি) লিমিটেড, ইয়ংওয়ান (সিইপিজেড) লিমিটেড এবং ইয়ংওয়ান স্পোর্টস সু ইন্ডাস্ট্রি ইউনিট-২। এছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড রয়েছে।

এদিকে সংস্কারকাজে সন্তোষজনক অগ্রগতি না থাকায় চলতি বছরের মার্চ ও এপ্রিলে আরও নয়টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে অ্যালায়েন্স। অ্যালায়েন্সভুক্ত ব্র্যান্ডের কারখানার সংখ্যা গিয়ে ১৪৬-এ দাঁড়াল।

জানা গেছে, আগামী ২০১৮ সাল নাগাদ অ্যালায়েন্সের কার্যক্রমের মেয়াদ শেষ হবে। এর সময়ের মধ্যে অ্যালায়েন্সভুক্ত সব কারখানাকে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ কারখানা অ্যালায়েন্সভুক্ত ক্রেতাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না। তবে কারখানাগুলো অ্যালায়েন্সের শর্ত অনুযায়ী সংস্কার সম্পন্ন করতে পারলে ক্রেতা জোটটির সঙ্গে ব্যবসা করতে পারবে।

উল্লেখ্য, ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে গঠিত হয় অ্যালায়েন্স। এই জোটের সঙ্গে চুক্তিবদ্ধ আছে ওয়ালমার্ট, গ্যাপ, জেসিপেনি, টার্গেটসহ ২৯ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান।

স্টকমার্কেটবিডি.কম/এম

এনসিসি ব্যাংকের বোর্ড সভা ১৪ মে

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ব্যাংকিং খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩টা মতিঝিলে অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

  1. ডরিন পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. আর্গন ডেনিমস
  4. ওয়ান ব্যাংক
  5. লংকাবাংলা ফাইন্যান্স
  6. শাহজিবাজার পাওয়ার
  7. বিডি ফাইন্যান্স
  8. ওয়ান ব্যাংক
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. ন্যাশনাল ফিডস
  11. রতনপুর স্টিলস।

প্রথম দিনেই লেনদেন ও সূচকের সামান্য পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতন হয়েছে। এদিন সেখানে টাকার অংকে দিনের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দিনের শেষে ডিএসইতে ৭৩৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৭৫৮ কোটি ৮৩ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৭.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, আর্গন ডেনিমস, ওয়ান ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, শাহজিবাজার পাওয়ার, বিডি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ফিডস ও রতনপুর স্টিলস।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এসআইবিএল ও ওরিয়ন ফিউশন।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৪৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

কর্ণফুলি ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৪ মে

karnaphuli-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ৩টায় মতিঝিলে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

mercantilস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন স্পন্সর শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সুব্রত নারায়ন রয় নামে ব্যাংকটির এই স্পন্সর নিজের ১ লাখ ১৩ হাজার শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছেন। তার হাতে কোম্পানিটির মোট ৭৮ লাখ ৭৫ হাজার শেয়ার রয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৫ মে

central-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

Rupali-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩টায় মতিঝিল নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ফিনিক্স ফাইন্যান্সের ইপিএস ৫৮ পয়সা

phonexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৫৫ পয়সা। এহিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এ বছরের ৩ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ২১.৬৫ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর ছিল ২১.০৮ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৯ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৭৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস