৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ সামাজিক নিরাপত্তায়: স্পিকার

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন। সেই দর্শন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এই খাতের বরাদ্দ বাড়িয়ে ৭৪ হাজার কোটি টাকা করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল সম্পর্কে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এই খাতে বরাদ্দ বৃদ্ধির ফলে আরও বেশি সংখ্যক সুবিধাভোগী মানুষ সামাজিক নিরাপত্তা সুবিধা ভোগ করবেন। মাঠ পর্যায়ে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই কার্যক্রমের সুবিধা যাতে প্রকৃত দরিদ্র ব্যক্তির নিকট পৌঁছে সে বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় তদারকি করার আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদ বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী।

কর্মশালায় নবনির্বাচিত ১০৩ জন সংসদ সদস্য অংশ নেন। কর্মশালায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল, কর্মপরিকল্পনা ও সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট এসডিজি লক্ষ্য বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সংস্কার ও সমন্বয়) ড. শামসুল আরেফিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে হবে নতুন পেপার মিল : শিল্পমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) অধীস্থ ৭টি মিল বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে, খুলনা নিউজপ্রিন্ট মিলস লি., খুলনা হার্ডবোর্ড মিলস লি., ঢাকা লেদার কোম্পানি লি., নর্থবেঙ্গল পেপার মিলস লি., উজালা ম্যাচ ফ্যাক্টরি লি. কর্ণফুলি রেয়ন কমপ্লেক্স ও ট্যাকেরহাট লাইমস্টোন মাইনং প্রজেক্ট। এরমধ্যে খুলনা নিউজপ্রিন্ট মিলস লি.-এর জমিতে একটি নতুন পেপার মিল স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে বুধবার বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মোহাম্মদ এবাদুল করিমের (ব্রাহ্মণবাড়িয়া-৫) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে দেয়া মন্ত্রীর তথ্য মতে, এসব বন্ধ মিলের মধ্যে খুলনা নিউজপ্রিন্ট মিলস ও খুলনা হার্ডবোর্ড মিলসের ৪৭.৫৭ একর জমি রয়েছে। এর মধ্যে ৫.১৬ একর জমিতে ১ হাজার ৫শ’ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন প্রি-ফেব্রিকেটেড গোডাউন নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট ৪২.৩১ একর জমিতে নতুন একটি পেপার মিল স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।

এছাড়া অন্য বন্ধ শিল্প কারখানা চালু করতেও কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে মোহাম্মদ এবাদুর করিমের অপর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীন দেশে রাষ্ট্রায়ত্ব চিনিকলের সংখ্যা ১৫টি। এসব চিনি কলগুলোতে আখ প্রাপ্তিসাপেক্ষে গড়ে বার্ষিক চিনি উৎপাদনের পরিমাণ প্রায় ১ লাখ মেট্টিক টন।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিদ্যুৎ-গ্যাসের অপচয় রোধে ১০ পদক্ষেপ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর ৫টি আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) সঙ্গে ৪টি ব্লকের জন্য উৎপাদন বন্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষরিত হয়েছে।

তিনি আরও বলেন, এই চুক্তির মাধ্যমে গভীর এবং অগভীর সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এ সকল ব্লকে প্রায় ১৩ হাজার লাইন কিলোমিটার ২ ডি সাইসমিক সার্ভে এবং ৩০৫ বর্গ কিলোমিটার ৩ডি সাইসমিক সার্ভে সম্পন্ন হয়েছে। অগভীর সমুদ্র ব্লকে ২০২১ সালের মার্চ মাসের মধ্যে চারটি অনুসন্ধান কূপ খনন করা হবে।

বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

একই প্রশ্নকর্তার অপর প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ৯৩ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০২০ সালের মধ্যেই দেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এদিকে সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলামের লিখিত প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দেশে এ যাবৎ আবিষ্কৃত ২৭টি গ্যাস ক্ষেত্রের মধ্যে ২০ টি থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এ সকল গ্যাস ক্ষেত্রে খননকৃত ১৫টি থেকে গ্যাস উত্তোলন করা হতো। বর্তমানে ১২টি কূপের মাধ্যমে গ্যাস উত্তোলন করা হচ্ছে। যার উত্তোলনযোগ্য মজুদ ২৭.৮১ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। গত এপ্রিল পর্যন্ত মোট ১৬.৮৯ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে অবশিষ্ট মজুদের পরিমাণ ১১.০৫ টিসিএফ।

এছাড়া মো. মুজিবুল হকের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, অবৈধ বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার বন্ধ, মিটার টেম্পারিং এবং সকল অপচয় রোধকল্পে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে পাঁচটি এবং গ্যাসের ৫টি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মোহাম্মদ শহিদ ইসলাম এমপির প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, মাতারবাড়ী ২৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট এর ইপিসি কন্ট্রাক্টরের কার্যক্রম ২০১৭ সালের ২২ আগস্ট শুরু হলেও গত এপ্রিল’১৯ পর্যন্ত ইপিসি কাজের অগ্রগতি ১৮.৩ শতাংশ এবং মে পর্যন্ত ভৌত অগ্রগতি ২৪.৩৮ শতাংশ।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দেশে ব্যাপক হারে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বেসরকারি খাতে মোট ৬৮৫ মেগাওয়াট ক্ষমতার ১১টি গ্রিড টাইড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ট্যানারির বিষাক্ত বর্জ্যে তৈরি মাছ-মুরগির খাবার: ৬ প্রতিষ্ঠান সিলগালা

uuuuuuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্যানারির বিষাক্ত বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে মাছ, মুরগী ও গবাদি পশুর খাবার। রাজধানীর হাজারীবাগে বিষাক্ত ট্যানারি বর্জ্য দিয়ে পশু-পাখি ও মাছের খাবার তৈরির ছয়টি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময়, দুই হাজার ৮শ টন বিষাক্ত খাবার জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে চালানো এই অভিযানে, ৬টি কারখানা সিলগালা এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

বিষাক্ত ট্যানারি বর্জ্য থেকে পোল্ট্রি খাবার তৈরি করছে এমন ৬টি কারখানায় যৌথ অভিযান চালায় প্রাণি ও মৎস্য সম্পদ অধিদপ্তর এবং র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ২ হাজার ৮শ টন পোল্ট্রি খাবার জব্দ করার পাশাপাশি কারখানাগুলো সিলগালা ও প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময়, তাদের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে, জরিমানা করা হয় ২৪ লাখ টাকা।

এ বিষয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘ট্যানারির বর্জ্যতে বিষাক্ত ও ক্ষতিকারক পদার্থ থাকে, যা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এর ফলে ক্যান্সারসহ নানারকমের রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করছে।’ তিনি আরও জানান, মহামান্য হাইকোর্টের একটি আদেশ রয়েছে যাতে কোনোভাবেই ট্যানারির বিষাক্ত বর্জ্য থেকে কোনো প্রকার পোল্ট্রি খাবার তৈরি করা যাবেনা।

পরবর্তীতে যে সমস্ত বাড়িতে ট্যানারির বর্জ্য দিয়ে মাছ-মুরগীর এসব বিষাক্ত খাবার তৈরি করা হবে সে সব বাড়ি বা জমির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

অর্থনৈতিক অঞ্চলে ইউএই’র বিনিয়োগ কামনা করেছেন প্রধানমন্ত্রী

yyyyyyyyyyyyyyস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি পারস্পরিক স্বার্থে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

ইউএই’র খাদ্য নিরাপত্তা প্রতিমন্ত্রী মরিয়ম আল মেইহরি মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘বাংলাদেশ এসব অঞ্চলে ইউএই’র বিনিয়োগকে স্বাগত জানাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দ্রুত শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি এবং এখানে অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, উদ্যোক্তারা এসব অঞ্চলে নিজস্ব পছন্দ অনুযায়ী শিল্প স্থাপন করতে পারবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী ইউএই’র উদ্যোক্তাদের প্রতি এসব অঞ্চলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনেরও আহ্বান জানান। প্রেস সচিব বলেন, ইউএই’র প্রতিমন্ত্রী বাংলাদেশের কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

তিনি বাংলাদেশ থেকে উদ্বৃত্ত খাদ্য আমদানি করতে তার দেশের গভীর আগ্রহের কথা জানান।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী সংক্ষেপে শস্যের বহুমুখীকরণের মাধ্যমে খাদ্য উৎপাদনে বাংলাদেশের সফলতার কাহিনী বর্ণনা করেন।

তিনি একবার থেকে বছরে তিনবার ধান চাষ এবং কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির ফলে বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্তের দেশে উন্নীত হয়েছে বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিজ্ঞানীরা লবণাক্ততা, বন্যা ও খরাসহিষ্ণু জাতের ধানসহ বিভিন্ন জাতের ফসলের উদ্ভাবন করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

প্রভাতী ইন্স্যুরেন্সের ৪ লাখ শেয়ার বিক্রি ঘোষণা

provati-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মারুফ সাত্তার আলী নামে পরিচালক প্রতিষ্ঠানটির ৪ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে প্রতিষ্ঠানটির মোট ২০ লাখ ২৩ হাজার ৭৩৯ শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে কানাডার উইন্ডসরে সেমিনার

ttttttttttttttttস্টকমার্কেটবিডি ডেস্ক :

দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বাংলাদেশ অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচিত হতে পারে। বাংলাদেশে রয়েছে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, উৎপাদিত পণ্যের বিশাল বাজার ও উৎপাদনের জন্য নিম্ন শ্রমমজুরি। সর্বোপরি সরকারের পক্ষ থেকে রয়েছে বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রণোদনা প্যাকেজ।

কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণের জন্য আয়োজিত এক সেমিনারে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান এসব কথা বলেন।

বাংলাদেশের উন্নয়নের চিত্র, বিনিয়োগের পরিবেশ, বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরার লক্ষ্যে কানাডার অন্টারিও প্রদেশের মোটরযান নির্মাণ শিল্পের রাজধানী হিসাবে খ্যাত উইন্ডসরে বাংলাদেশ হাই কমিশন, অটোয়া, কানাডার উদ্যোগে উইন্ডসর ইউনির্ভাসিটির অডিট স্কুল অব বিজনেস অনুষদের সেমিনার কক্ষে গত বুধবার (১২ জুন) উইন্ডসর-এসেক্স রিজিওনাল চেম্বার অব কমার্স ও অডিট স্কুল অব বিজনেসের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের প্রতিপাদ্য ছিল- “বাংলাদেশ : ইউর ডেস্টিনেশন ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট”। উইন্ডসর ইউনির্ভাসিটির অডিটি স্কুল অব বিজনেস অনুষদের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. ফজলে বাকীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের উপস্থাপনা, বাংলাদেশের উপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্রের প্রদর্শনী, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও প্যানেল ডিসকাশন এবং সর্বশেষে ইন্টার একটিভ প্রশ্নোত্তর পর্ব সেমিনারটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

সেমিনারে সভাপতিত্ব করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান। উইন্ডসর-এসেক্স রিজিওনাল চেম্বার অব কমার্স এর ৩০ জন কানাডিয়ান ব্যবসায়ী এতে অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন- উইন্ডসর ইউনির্ভাসিটির অডিট স্কুল অব বিজনেস অনুষদের ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী ও প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি ছিলেন উইন্ডসর ইউনির্ভাসিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. ডগলাস ক্নেইল, অডিট স্কুল অব বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. মিতচেল ফিল্ডস, উইন্ডসর-এসেক্স রিজিওনাল চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ও সিইও রাকেশ নাইডু, উইন্ডসর-এসেক্স কানাডা-বাংলাদেশ সংগঠনের প্রেসিডেন্ট সাইফুল ভূইয়া। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

গ্রামীণফোন, রবি, বাংলালিংকদের বাজেট পুনর্বিবেচনার প্রস্তাব

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে অ্যামটবসহ গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংগঠনটির দাবি, নতুন কর আরোপ করায় মোবাইল খাত থেকে সরকারের কোষাগারে বছরে যাবে অতিরিক্ত ১ হাজার ৩০০ কোটি টাকা। এ চাপের বড় অংশই গ্রাহকদের ওপর চাপবে।
সংবাদ সম্মেলনে অ্যামটবের মহাসচিব এস এম ফরহাদ বলেন, বর্তমান ব্যবহৃত হচ্ছে, এমন ৬৫ শতাংশ ফোনসেট পরিবর্তন করতে হবে। তাদের নতুন করে সিমও নিতে হবে। নতুন কর আরোপের ফলে ফোনসেটের দাম কোথায় গিয়ে ঠেকবে, তা ধারণাই করা যাচ্ছে না। নতুন কর আরোপের ফলে অতিরিক্ত ১ হাজার ৩০০ কোটি টাকা কর দিতে হবে।

সংবাদ সম্মেলনে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘যেসব খাত বেশি ক্ষতিকর অথবা বেশি মুনাফা করে, সাধারণত সে খাতে বেশি কর আরোপ করা হয়। আর আমাদের এখানে পুরো উল্টো। নতুন বাজেটের ফলে করের হার বেড়ে হবে ৫০ শতাংশ। এভাবে কি ব্যবসা করা সম্ভব? সিটিসেল, এয়ারটেল তো ব্যবসা করতে পারেনি। আমাদের যে পরিমাণ জরিমানা করা হয়, অন্য খাতে তা হয় না।’

গ্রাহকদের ওপর কী পরিমাণ চাপ পড়বে, এ নিয়ে প্রশ্নের জবাবে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সম্পূরক শুল্ক ও করের পুরোটাই গ্রাহককে দিতে হবে। অর্থাৎ ২৭ টাকা ৫০ পয়সা যাবে গ্রাহকের ওপর দিয়ে। নতুন বাজেটে টেলিকম খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। পুরো খাত সমস্যায় পড়ে যাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে আগে ৮২ টাকা ১৩ পয়সার কথা বলা যেত। প্রস্তাবিত বাজেটের কারণে একই পরিমাণ রিচার্জে এখন ৭৮ টাকা ৪৩ পয়সার কথা বলা যাবে। আর ১০০ টাকার ইন্টারনেট ডেটা ব্যবহার করতে এখন রিচার্জ করতে হচ্ছে ১১৬ টাকা ৫০ পয়সা, আগে যা ছিল ১১১ টাকা ২৫ পয়সা। একইভাবে নতুন সিম নিতে ১০০ টাকার পরিবর্তে ২০০ টাকা কর দিতে হবে। আর মোবাইল অপারেটরদের টার্নওভার কর দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে। মোবাইল আমদানিতে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের রেগুলেটরি অ্যাফেয়ার্স পরিচালক হোসেন সাদাত, বাংলালিংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান অফিসার তাইমুর রহমান, টেলিটকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান সাইফুর রহমান খান।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

১২০০ কোটি টাকার বন্ড ছাড়াবে ইসলামী ব্যাংক

islamiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংং খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১২০০ কোটি টাকার মুদারাবা রেডিমেবল নন কনভারটেবল বন্ড ছাড়ার মাধ্যমে ১২০০ কোটি টাকার মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির উল্লেখিত এই প্রস্তাবটি আসন্ন এজিএমে শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  3. জেএমআই সিরিঞ্জ
  4. নূরানী ডায়িং
  5. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  6. রূপালী লাইফ
  7. গ্লোবাল ইর্ন্সুরেন্স
  8. ড্রাগন সোয়েটার
  9. ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স
  10. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।