ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

easterস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত পর্ষদের বৈঠকে ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৬০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৭৩ টাকা ৩ পয়সা।

কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর। আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

অ্যাটলাস বাংলাদেশের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

atlasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে অ্যাটলাস বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত পর্ষদের বৈঠকে ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২১০ টাকা ৯৪ পয়সা।

কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর। আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

পদ্মা অয়েলের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ

padmaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েল বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত পর্ষদের বৈঠকে ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ টাকা ৬৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৭৪ টাকা ২২ পয়সা।

কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর। আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

জাপানের শেয়ারবাজারে ইলেক্ট্রনিক ভোটিং চালু

japanস্টকমার্কেট ডেস্ক :

জাপানের শেয়ার বাজারে ক্রমেই বাড়ছে বিদেশি এবং প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডারের সং‌খ্যা। কোম্পানির যে কোন শেয়ার হোল্ডার মিটিং-এ ভোট প্রদানের ক্ষমতা রয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসব শেয়ার হোল্ডারেরগনের।

গতকাল এসব মিটিং-এ বিদেশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের ভোটিং সহজতর করতে Tokyo Stock Exchange, Inc ইলেক্ট্রনিক ভোটিং প্লাটফরম (Electronic Voting Platform for Foreign and Institutional Investors) চালু করল দেশটি। ইতোমধ্যে প্রায় ৪০০ কোম্পানি এই ইলেক্ট্রনিক ভোটিং প্লাটফরম-এ অংশগ্রহনের আগ্রহ প্রকাশ করেছে ।

সুত্ত্র- Tokyo stock exchange.

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

অনিয়মের অভিযোগে ভারতের শেয়ারবাজারে নিষেধাঞ্জা কিংফিসার এইরলাইন্স

kingস্টকমার্কেট ডেস্ক :
নিবন্ধন বিধি ভঙ্গের অগিযোগে আগামি মাস থেকে কিংফিসার এইরলাইন্স এর সব ধরনের শেয়ার লেনদেনের উপর নিষেধাঞ্জা জারি করেছে ভারতীর শেয়ারবাজার BSE ও NSE।

নিবন্ধিত কোম্পানির জন্য প্রতি প্রান্তিকে আর্থিক রিপোর্ট প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সে নিয়ম ভঙ্গ করে পরপর দুই প্রান্তিকে আর্থিক রিপোর্ট প্রকাশ না করায় কিংফিসার এইরলাইন্স এর বিরদ্ধে এ ব্যবস্থা লেওয়া হয়েছে।

পৃথক পৃথক বিবৃতিতে BSE ও NSE থেকে জানানো হয়েছে, বিজয় মালোয়ার মালিকানাধিন কিংফিসার এইরলাইন্স Standard Operating Procedure (SOP) না মানায় এর সব ধরনের শেয়ার কার্যক্রমের উপর নিষেধাঙ্গা জারি করা হয়েছে যা আগামি ১ দিসেম্বর থেকে কার্যকর হবে। ২০১২ ভারতের জনপ্রিয় এই বিমান কোমানিটির শেয়ার মুলধন ছিল ১০ হাজার কোটি রুপি যা অনেকটা কমে বর্তমানে ১৫০ কোটি রুপিতে দাড়িয়েছে।

সুত্র- দি হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. কেয়া কসমেটিকস
  3. অ্যাপোলো ইস্পাত
  4. ডেসকো
  5. লাফার্জ সুরমা সিমেন্ট,
  6. আরএসআরএম স্টিল
  7. সাইফ পাওয়ারটেক
  8. কেপিপিএল
  9. শাহজিবাজার পাওয়ার কোম্পানি
  10. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ।

৫ হাজার পয়েন্টের নিচে ডিএসইর সূচক

dse1নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের বড় পতন দেখল শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। লেনদেন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সার্বিক) মূল্যসূচকও। তবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।

দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৯৩৮ পয়েন্টে। প্রায় দেড় মাসের ব্যবধানে ডিএসইএক্স সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এল। এর আগে গত ২৫ সেপ্টেম্বর এই সূচক পাঁচ হাজার পয়েন্টের ওপরে উঠে যায়।

এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বগতিতে ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক পাঁচ পয়েন্ট বাড়ে। তবে সূচক বৃদ্ধি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর পর থেকেই নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

আজ ডিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১২টির দাম বেড়েছে, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৮৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন বৃহস্পতিবারের চেয়ে ২৩৭ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচকের পতন হয়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৫৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২টির দাম বেড়েছে, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

আজ ছয় কোম্পানির লেনদেন বন্ধ

trade suspended logo mmনিজস্ব প্রতিবেদক :

লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির শেয়ার লেনদেন  ১০ নভেম্বর, সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ছয়টি হলো: সামিট পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, হা-ওয়েল টেক্সটাইলস, সাইফ পাওয়ার, আনলিমা ইয়ার্ন, হাক্কানি পাল্প এবং ফু-ওয়াং সিরামিক।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি

দর বৃদ্ধির কারণ নেই কেয়া ও সিনোবাংলার

keya-sinoনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোন কারণ নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানি দুটি। কোম্পানি দুটি হলো: সিনোবাংলা এবং কেয়া কসমেটিকস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে সিনো বাংলা ইন্ডাষ্ট্রিজ এবং কেয়া কসমেটিকস এর শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়তে থাকে। এর কারণ জানতে কোম্পানি দুটিকে চিঠি দেয় ডিএসই। কিন্তু কোম্পানি দুটির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের শেয়র দর অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি

শাহজিবাজারের দর-বৃদ্ধি অনুসন্ধানে কমিটি গঠন

sahjibazerনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে বিএসইসি দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন বিএসইসির পরিচালক মো: রেজাউল করিম এবং উপ পরিচালক শামসুর রহমান। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, দীর্ঘ দুই মাস ৯ দিন বা ৪৪ কার্যদিবস পর লেনদেন শুরুর পর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলছে। লেনদেন শুরুর পর ১৩ কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর ১৫০.৫ টাকা বা ১৬৮.৭২ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/সি