বিদেশে জনপ্রিয় বাংলাদেশের তৈরি আসবাবপত্র ও গৃহস্থলী পণ্য

epbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তৈরি আসবাবপত্র ও গৃহস্থলী পণ্য। গত এক দশক ধরে ক্রমান্বয়ে বাড়ছে এর রফতানি আয়।ফলে বিশ্ববাজারে ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশের আসবাবপত্র। এর ধারাবাহিকতায় বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে আসবাবপত্র রফতানি ২০ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।

২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ থেকে ৬ কোটি ৩১ লাখ মার্কিন ডলারের আসবাবপত্র রফতানি হয়েছে। এর আগের ২০১৬-১৭ অর্থবছরে রফতানির পরিমাণ ছিল ৫ কোটি ২৫ লাখ ডলার।

দেশের আসবাবশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের দাবি-গুণগতমান এবং যুগোপযোগি নকশায় আসবাবপত্র তৈরির ফলে বিদেশিদের কাছে বাংলাদেশের আসবাবপত্র প্রিয় হয়ে উঠছে।তাই নতুনত্ব আর আধুনিকতায় গত এক দশকে অনেক দূর এগিয়েছে বাংলাদেশের আসবাবপত্র শিল্প।

বর্তমানে আরব বিশ্ব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মূলত বাংলাদেশে তৈরি আসবাবপত্র রফতানি হচ্ছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে,বিগত অর্থবছরে আসবাবপত্র রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি ১০ লাখ ডলার।এর বিপরীতে রফতানি আয় হয়েছে ৬ কোটি ৩১ লাখ ডলারের। সুতরাং লক্ষ্যমাত্রার তুলনায় ২১ লাখ ডলার রফতানি আয় বেশি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আন্তর্জাতিক বাজারে কমায় দেশে সোনার দাম কম

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব ধরনের সোনার ভরির দাম কমছে ১ হাজার ১০০ টাকা। শুক্রবার (২০ জুলাই) থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ৪৯ হাজার ৮৪৮ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ করতে হয়েছে ৫০ হাজার ৯৪৮ টাকা। এর আগে ১৯ মার্চ সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৫২ হাজার ২৩৮ টাকা।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্য নির্বাহী কমিটি সর্বসম্মতভাবে শুক্রবার (২০ জুলাই) থেকে সোনার নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার থেকে সারাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৮ হাজার ৬৩৮ টাকা। একইভাবে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট, সোনার দামও প্রতি ভরি ১১০০ টাকা কমে পাওয়া যাবে। ২০ জুলাই থেকে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকা। প্রতি ভরি ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ২৩০ টাকা। সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি বিক্রি হবে ২৭ হাজার ৫৮৫ টাকা। আর ২১ ক্যারেট রূপা বিক্রি হবে ১ হাজার ৪৯ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সঠিক পরিকল্পনার অভাবে বিদ্যুৎ বিতরণে সংকট: নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সঠিক সময়ে সঠিক পরিকল্পনা না করায় বিদ্যুৎ বিতরণে সংকট তৈরি হয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শনিবার (২১ জুলাই) ঢাকার খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার (জিএম) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতে সরকারের অনেক সাফল্য কিন্তু কোনও কারণে বিদুৎ না থাকলে সব সাফল্য ম্লান হয়ে যায়। এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আরইবির শতভাগ বিদ্যুতায়নের কাজে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনের বছর মানুষকে আরও বেশি করে সেবা দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, পাওয়ার সেল এর মহাপরিচালক মোহাম্মদ হোসাইন ছাড়াও পিজিসিবি, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শফিক আহমেদ আরইবির সদস্য প্রশাসন মো. ইয়াকুব আলী পাটওয়ারি উপস্থিত ছিলেন। জিএম সম্মেলনে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আস্থার সংকট দূর করতে কাজ করবে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল

uuuuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক খাতে আস্থার সংকট দূর করতে কাজ করবে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)। প্রয়োজনে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ আনা হবে। শুক্রবার রাজধানীতে ‘আর্থিক প্রতিবেদন তৈরির ধারণাগত কার্যপ্রণালি’ শীর্ষক সেমিনারে এফআরসির চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ এ কথা বলেন। সেমিনারটি আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

সি কিউ কে মোস্তাক আহমেদ বলেন, সরকারের উদ্দেশ্য আর্থিক খাতে বিরাজমান অব্যবস্থাপনা দূর করা। এফআরসি একই লক্ষ্যে কাজ করবে। প্রয়োজনে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এনে এফআরসি এ কাজ সম্পন্ন করবে। এফআরসির কাজের ধরন বর্ণনা করে তিনি বলেন, এফআরসির সিদ্ধান্ত এককভাবে নেবে না। আর্থিক প্রতিবেদন নিয়ে কাজ করাই এফআরসির একমাত্র লক্ষ্য।

অনেক প্রতিষ্ঠান হিসাব নিরীক্ষায় আন্তর্জাতিক মান মানছে না বলেও মন্তব্য করেন মোস্তাক আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্নেহাশীষ বড়ুয়া। তিনি বলেন, আর্থিক প্রতিবেদনের তুলনামূলক চিত্রের ব্যবহার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়।

আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সদস্য সাব্বির আহমেদ, একনাবিক অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের সদস্য মো. রোকুনোজ্জামান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শেয়ারবাজারে সপ্তাহজুড়ে কমেছে সূচক, লেনদেন ও শেয়ারদর

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৯.৪৭ শতাংশ। সপ্তাহশেষে বেশিরভাগ শেয়ারের দরই কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৪৩৯০ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৪৮৫০ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯.৪৭ শতাংশ কম।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৮৭৮ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৯৭০ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯.৪৭ শতাংশ কম।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৬,৩৯৫ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৭,৯০৪৬ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ০৪ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২.৩১ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯০৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৪২ শতাংশ কমেছে।

আর সিএসইতে হাত বদল হওয়া ২৯১ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, শেয়ার দর কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড