সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার ৯৩১ অভিবাসী গ্রেফতার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করায় সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার ৯৩১ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করে এ খবর প্রকাশ করেছে অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা গত ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ১৩ হাজার ৯৩১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে বাসস্থান আইন লঙ্ঘন করেছে সাত হাজার ৬৬৭ জন। সীমান্ত নিরাপত্তা ও শ্রম বিধি লঙ্ঘন করেছে যথাক্রমে ৪ হাজার ১০৮ ও দুই হাজার ১৫৬ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এর মধ্যে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশে চেষ্টাকালে ৮৭৪ জনকে আটক করা হয়। দেশ ছাড়ার চেষ্টাকালেও কয়েকজন আটক করা হয়।

দেশটির আইনে অবৈধ প্রবেশে সাহায্যের চেষ্টা করলে ১৫ বছরের জেল ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হয়। বর্তমানে সৌদি আরবে ৩৭ হাজার ৩৬৩ জন বাসস্থান, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন সংক্রান্ত ব্যবস্থার আওতায় আছেন।

সূত্র : অ্যারাবিয়ান বিজনেস, আরব নিউজ

স্টকমার্কেটবিডি.কম////

চীনের ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব নাকচ ভারতের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীনের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি ভারতে কারখানা করতে ১০০ কোটি ডলার বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছিল, দেশটির কেন্দ্রীয় সরকার তা বাতিল করে দিয়েছে। ইকোনমিক টাইমসের সূত্রে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে রয়টার্সই জানিয়েছিল, চীনের বিওয়াইডি হায়দরাবাদভিত্তিক মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে যৌথভাবে কারখানা করতে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এবার ইকোনমিক টাইমস জানাল, ভারতের কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব বাতিল করেছে।

তবে রয়টার্স ইকোনমিক টাইমসের এই সংবাদের সত্যতা নিশ্চিত করতে পারেনি। ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বিওয়াইডির এই প্রস্তাবের বিষয়ে দেশটির অন্যান্য মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল। কিন্তু ওই সব মন্ত্রণালয় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চীনের কোম্পানি বিওয়াইডির বিনিয়োগ প্রস্তাবের বিরোধিতা করে। তার ভিত্তিতে এই প্রস্তাব বাতিল হয়ে যায়।

এদিকে কারখানা করতে না পারলেও ভারতে কয়েক বছর ধরেই বৈদ্যুতিক গাড়ি সংযোজন করছে বিওয়াইডি। গত বছর একটি মডেলের ৭০০টি গাড়ি বিক্রির পর তারা আরও উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নেয়। এই পরিকল্পনা হলো, বছরে ১৫ হাজার গাড়ি বিক্রি করা।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, ২০৩০ সালে ভারতের মোট গাড়ি বাজারের ৩০ শতাংশ হবে বৈদ্যুতিক। পরিবেশদূষণ রোধে দেশটি বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। বিওয়াইডির লক্ষ্য, ভারতের এই বিশাল বাজারে ৪০ শতাংশ হিস্যা নিশ্চিত করা। মূলত সে জন্যই তারা ভারতে কারখানা করতে চেয়েছিল।

তবে বিওয়াইডির প্রস্তাব ফিরিয়ে দিলেও ইলন মাস্কের টেসলার সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত। বছরে পাঁচ লাখ গাড়ি উৎপাদনক্ষমতাসম্পন্ন একটি কারখানা স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা করছে তারা। তবে এ কারখানায় যেসব গাড়ি উৎপাদিত হবে, তার ন্যূনতম দাম হবে ২০ লাখ রুপি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা অনেক আগেই চীনে কারখানা স্থাপন করেছে।

স্টকমার্কেটবিডি.কম////

জাতীয় মৎস্য সপ্তাহ শুরু সোমবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আগামীকাল সোমবার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। চলবে ৩০ জুলাই পর্যন্ত।

দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্ব, সংরক্ষণের প্রয়োজনীয়তা, উৎপাদন বৃদ্ধি ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করতে প্রতি বছর এ সপ্তাহ পালিত হয়।

এ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সব জেলা-উপজেলায় স্থানীয়ভাবে কর্মসূচি পালন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম////

নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল রপ্তানি বেড়েছে ইরানের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২২ সালে ইরান তেল রপ্তানি করে ৪২.৬ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে যা তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে ছিল মাত্র ২৫.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ বিগত বছরে তেল রপ্তানি খাতে তেহরানের বৈদেশিক মুদ্রা আয় ৬৭% বেড়েছে বলে খবর দিয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক।

সংস্থাটির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থাগুলোতে এ তথ্য জানিয়েছে।
ওপেকের পরিসংখ্যান বলছে, এর আগে ২০২০ ও ২০১৯ সালে ইরান যথাক্রমে ৭.৯ বিলিয়ন ও ১৯.৪ বিলিয়ন ডলারের তেল রপ্তানি করেছিল।

২০২২ সালে এমন সময় ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে বেড়ে গেল যখন তেহরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে। ওই নিষেধাজ্ঞার ভিত্তিতে ইরানের কাছ থেকে তেল ক্রয়কারী দেশ বা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন।

স্টকমার্কেটবিডি.কম////

আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২৩ সালের  দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর বনানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

মেঘনা ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন দুপুর ২:৩১টায় রাজধানীর পল্টনে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় জেমিনী সী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৯ কোটি ৯৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে জেমিনী সী ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৭ লাখ।

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টসের ২৪ কোটি ৪৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২৪ কোটি ১৭ লাখ, এডিএন টেলিকমের ২৪ কোটি ৬ লাখ, লূব-রেফ বিডির ১৮ কোটি ৫০ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৮৪ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৪৪ লাখ ও লিগ্যাসি ফুটওয়ার লিমিটেডের ১৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. জেমিনী সী ফুডস
  3. আলিফ ইন্ডাস্ট্রিজ
  4. রংপুর ডেইরী
  5. সি পার্ল বিচ রিসোর্ট
  6. এডিএন টেলিকম
  7. লূব-রেফ বিডি
  8. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  9. ওরিয়ন ইনফিউশন
  10. লিগ্যাসি ফুটওয়ার।

দিনশেষে সূচকের বড় পতন ও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরণের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৪২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৭২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৪৭ কোটি ২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪২টির আর দর অপরিবর্তিত আছে ১৫৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, জেমিনী সী ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এডিএন টেলিকম, লূব-রেফ বিডি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন ও লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৮৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইষ্টার্ণ ব্যাংক ও ব্যাংক এশিয়া লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

আইএমএফের হিসাবে রিজার্ভ সাড়ে ২৩ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে আইএমএফের হিসাবে অর্থাৎ প্রকৃত বা নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৫০ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৪৫ কোটি মার্কিন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮৫০ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৮৫ কোটি ডলার।

আজ রবিবার সকালে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৭৩ বিলিয়ন মার্কিন ডলার। আর নিট রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৬৯ বিলিয়ন ডলার। এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলো প্রায় ১২ কোটি মার্কিন ডলার।

আমদানি ব্যয়সহ বিভিন্ন ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে থাকে বাংলাদেশ ব্যাংক। আবার একই সঙ্গে বিভিন্ন সোর্স থেকে রিজার্ভ হিসাবে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকে আসে।

এর মধ্যে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের একটি অংশ বাংলাদেশ ব্যাংকে জমা হয়, যদি তা সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক তাদের অতিরিক্ত ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে এবং বাংলাদেশ ব্যাংক যদি তা কেনে। এ ছাড়া বৈদেশিক ঋণের অর্থ সরাসরি রিজার্ভে যুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম////