সবাই মিলে শেয়ারবাজারকে স্থিতিশীল পর্যায়ে এনেছি : খায়রুল হোসেন

khairulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শেয়ারবাজারকে স্থিতিশীল পর্যায়ে এনেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। যে বাজারে উত্থান-পতন হয়েছে, কিন্তু অস্থিতিশীল হয়নি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স ঢাকা-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

খায়রুল হোসেন বলেন, বিনিয়োগ সুরক্ষার জন্য বিনিয়োগ শিক্ষা অন্যতম হাতিয়ার। এর মাধ্যমে নিজের বিনিয়োগকে সুরক্ষা দেওয়া যায়। এছাড়া কোথায় বিনিয়োগ করবে তা একজন বিনিয়োগকারী বুঝতে পারে।

তিনি বলেন, শেয়ারবাজারের স্বার্থে বন্ড মার্কেটের উন্নয়ন করতে হবে। যদিও এক্ষেত্রে ট্যাক্স সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। যা অর্থমন্ত্রীর মাধ্যমে সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি বক্তব্যে বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বলেন, একটি দেশের অর্থনীতি যত উন্নত, সে দেশের শেয়ারবাজার তত উন্নত। এই উন্নতির জন্য প্রয়োজন জ্ঞান নির্ভরতা। জ্ঞান নির্ভর শেয়ারবাজারের উন্নয়ন অত্যাবশ্যকীয়। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশের শেয়ারবাজারে ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই বললেই চলে। যা সমাধানে বিএসইসি কাজ করছে।

এতে বিশেষ অতিথি হিসাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালউজ্জামান উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

শেষদিন সামান্য উত্থান শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৃহস্পতিবার (২৮ মার্চ) সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক সামান্য বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে আরো কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ পয়েন্টে। তবে অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ০.২৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ০.০৬ পয়েন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮১ ও ১৯৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৫০ লাখ টাকার। আগের দিন থেকে ১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪২টির বা ৪২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩টির বা ৪০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির বা ১৮ শতাংশ প্রতিষ্ঠানের।

ডিএসইতে আজ টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৪৯ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে বৃটিশ আমেরিকান ট্যোবাকো এবং ১৬ কোটি ২৭ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক।

টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – সিঙ্গার বিডি, বাংলাদেশ সাবমেরিন কেবল, জেএমআই সিরিঞ্জ, গ্রামীণফোন, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং ইস্টার্ন লুব্রিকেন্টস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে আজ ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সার্ভারে ঢুকে পণ্য পাচারে আগেই ব্যবস্থা নিতে হতো : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে ঢুকে পণ্য পাচারের ঘটনায় আগেই ব্যবস্থা নেওয়ার দরকার ছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

প্রথম আলোয় ‘সংঘবদ্ধ জালিয়াতি, এনবিআরের সার্ভারে ঢুকে পণ্য পাচার’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। অর্থমন্ত্রী প্রতিবেদনটি পড়েছেন কি না জানতে চাইলে বলেন, ‘আমি দেখেছি। মনে হয় আগে থেকেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। তবে এটা আগেও হয়েছে। আজ অফিসে গিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেব। কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখব।’

তিন বছর আগে থেকেই এ ঘটনা শুরু—এ তথ্য জানালে মুস্তফা কামাল বলেন, হ্যাঁ, অফিসারদের আইডি ব্যবহার করে কনসাইনমেন্টগুলো রিলিজ করা হয়। তবে ওই এলাকাকে তো তার কাঁটার বেড়া দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। দূর থেকে আইডি কার্ড ব্যবহার করে পারবে না। সার্ভারে ঢুকতে হলে ভেতরে যেতে হবে। আমার মনে হয় সার্ভার আরও অনেক বেশি সংরক্ষিত হওয়া দরকার। এটা আমাদের দুর্ভাগ্য।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘প্রযুক্তির যত উন্নয়ন হবে, এ ধরনের বিপদ তত থেকে যাবে। আমরা প্রযুক্তি উন্নয়ন করছি কিন্তু এগুলোর নিরাপত্তা বাড়াচ্ছি না।’

স্টকমার্কেটবিডি.কম/