অব্যবহৃত ডেটার পুরোটাই ব্যবহার করতে পারবেন মোবাইল গ্রাহকরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে অব্যবহৃত ডেটার পুরোটাই ব্যবহার করতে পারবেন বা ফেরত পাবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনতে হবে, তাহলে অব্যবহৃত ডেটা তার সঙ্গে যোগ হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি অব্যবহৃত ডেটা যোগ করার সীমা তুলে নিয়েছে। আগে একজন গ্রাহক তার চলমান প্যাকেজের অব্যবহৃত ডেটার ৫০ গিগাবাইট পর্যন্ত ব্যবহারের সুযোগ পেতেন। তবে, নতুন নির্দেশনা অনুযায়ী এই সীমা আর থাকছে না।

সম্প্রতি বিটিআরসির ‘মোবাইল ফোন অপারেটরদের ডেটা ও ডেটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা ২০২৩’ সংশোধন করে অব্যবহৃত ডেটা যোগ হওয়ার নির্ধারিত সীমার নিয়মটি পুরোপুরি তুলে দিয়েছে।

বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান দ্য ডেইলি স্টারকে বলেছেন, গ্রাহকরা এখন তাদের যেকোনো পরিমাণ অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারবেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর কমিশন মোবাইল অপারেটরদের ১৫ অক্টোবর থেকে তিন দিনের ও ১৫ দিনের ডেটা প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছিল।

এছাড়া অপারেটরদের ৯৫টি প্যাকেজ থেকে মোট প্যাকেজের সংখ্যা ৪০টিতে সীমাবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ইউসিবি স্টক ব্রোকারেজসহ তিন প্রতিষ্ঠানকে বিএসইসির সতর্কতা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউসিবি স্টক ব্রোকারেজসহ তিন প্রতিষ্ঠানকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। একই সাথে বাজারসংশ্লিষ্ট সাত ব্যক্তিকেও সতর্ক করেছে বিএসইসি।

তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে সিকিউরিটিজ-সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে তাদের সতর্ক করেছে বিএসইসি। ভবিষ্যতে এসব হাউজকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে মেনে চলার জন্য কঠোরভাবে বলা হয়েছে।

সতর্ক করা ব্যক্তিরা হলেন মো. আব্দুল মান্নান, আব্দুস সামাদ, রেদওয়ান আহমেদ, অনির্বাণ দাস গুপ্ত, শাহানারা সুলতানা, ফাতেমা সোহেল ও মো. সোহেল। এছাড়া দুটি কোম্পানি ও একটি ব্রোকারেজ হাউজকে সতর্ক করা হয়েছে। সেগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।

বিএসইসির তথ্য অনুযায়ী, গত বছরের ১০ জানুয়ারি মো. আব্দুল মান্নান, আব্দুস সামাদ ও রেদওয়ান আহমেদকে আইন লঙ্ঘনের কারণে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল। শুনানির তারিখ ছিল গত ১০ এপ্রিল। অনির্বাণ দাস গুপ্তকে আইন লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল গত বছরের ৫ জানুয়ারি। শুনানির তারিখ ছিল ২২ জানুয়ারি। আইন লঙ্ঘনের কারণে শাহানারা সুলতানা, ফাতেমা সোহেল, মো. সোহেল ও বিকন ফার্মাসিউটিক্যালসকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। শুনানির তারিখ ছিল ৮ অক্টোবর। আনোয়ার গ্যালভানাইজিংও গত ১৮ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিস পেয়েছিল। এর শুনানির তারিখ ছিল ২৯ অক্টোবর। এছাড়া ইউসিবি স্টক ব্রোকারেজ গত ৭ সেপ্টেম্বর আইন লঙ্ঘনের জন্য কারণ দর্শানোর নোটিস পেয়েছিল। শুনানির তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম///

২০২৩ সালে বিশ্বে খাদ্যের দাম কমেছে ১৩.৭ শতাংশ: এফএও

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) শুক্রবার জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বে খাদ্যের দাম কমেছে এবং সরবরাহ নিয়ে উদ্বেগ কমায় খাদ্যশস্য ও তেলের দাম উল্লেখযোগ্য কমেছে।

রোমভিত্তিক এফএও জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বে খাদ্যপণ্যের দাম আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৭ শতাংশ কমেছে।

এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের তুলনায় এফএও’র খাদ্যশস্যের মূল্য সূচক ১৫ দশমিক ৪ শতাংশ কমেছে, এটি ইতিবাচক সরবরাহ বাজারকে ইঙ্গিত করে। কারণ, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর খাদ্যশস্যের দাম বৃদ্ধি পেয়েছিল।

তবে, গম ও ভুট্টার সরবরাহ নিয়ে উদ্বেগ কমলেও এলনিনো আবহাওয়ার প্রভাব ও ভারত রপ্তানি সীমাবদ্ধ করায় চালের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা গেছে। গত বছর চালের দাম বেড়েছে ২১ শতাংশ।

উদ্ভিজ্জ তেলের মূল্য সূচকে গত বছর সবচেয়ে বড় পতন হয়েছে, ৩২ দশমিক ৭ শতাংশ কমেছে। অন্যদিকে চিনির দাম সামগ্রিকভাবে ২৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

যদিও এফএও’র সামগ্রিক সূচক কমেছে তবে অনেক দেশে খাদ্যপণ্যের দাম বাড়ছে। কারণ এসব দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম////

ব্যাংকের চেয়েও মুনাফা বেশি পাওয়া যাচ্ছে ট্রেজারি বিল-বন্ডে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকের বদলে ব্যাংকবহির্ভূত খাত থেকে সরকারের ঋণ বেড়েছে। ট্রেজারি বিল-বন্ড ছেড়ে সরকার ব্যাংকবহির্ভূত খাত থেকে ঋণ করছে। তাতে বিল-বন্ডে বিনিয়োগ করলে এখন ভালো মুনাফা মিলছে। ফলে ব্যাংকে টাকা রাখার চেয়ে ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ অনেক বেশি লাভজনক হয়ে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দুই বছর মেয়াদি বন্ডে প্রথমবারের মতো সুদহার ১১ শতাংশ ছাড়িয়েছে। গত বুধবার এই বন্ডের সুদহার ছিল ১১ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়া গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত নিলামে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ছিল ১১ দশমিক ১৫ শতাংশ, যা গত বছরের জুনে ছিল ৬ দশমিক ৭৫ শতাংশ।

এ ছাড়া ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার হয়েছে ১১ দশমিক ২০ শতাংশ, যা গত জুনে ছিল ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। আর ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার বেড়ে হয়েছে ১১ দশমিক ৫০ শতাংশ, যা গত জুনে ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।

তবে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করতে হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পৃথক হিসাব খুলতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে বিল বা বন্ড কিনে দেবে। সুদহার বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিল-বন্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়ে এ খাতে বিনিয়োগে আগ্রহ বাড়ছে।

বর্তমানে ট্রেজারি বিলের ওপর নির্ভর করে ব্যাংকঋণের সুদহার নির্ধারিত হয়। এখন যে পদ্ধতিতে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটাকে বলা হয় স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল। প্রতি মাসের শুরুতে ব্যাংকগুলোকে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। নভেম্বর মাসে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ, যা ডিসেম্বরে বেড়ে হয়েছে ৮ দশমিক ১৪ শতাংশ। স্মার্ট সুদহারের সঙ্গে ব্যাংকগুলো ৩ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত সুদ যোগ করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম///

এলসি ছাড়া আমদানির অনুমতি পেল ভুটান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভুটানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটানকে (এসটিসিবিএল) এলসি ছাড়া ৫৭ হাজার ৬৮৭.৯৫ ডলারের পণ্য দেশটি থেকে বাংলাদেশে আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে আমদানিতে শর্ত দেওয়া হয়েছে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর অনুমতিপত্রে জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী ভুটানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটিকে ঢাকার বনানীতে সেঞ্চুরি ট্রেড সেন্টারে ভুটানি পণ্যের আউটলেটের জন্য এলসি ছাড়া শর্ত অনুযায়ী আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

শর্তের মধ্যে রয়েছে আমদানি পণ্য শুধু নিজস্ব আউটলেটে বিক্রি করতে হবে। বিধি অনুযায়ী শুল্ক কর পরিষদ করতে হবে। পরবর্তী সময়ে এলসি ছাড়া আমদানি করতে পারবে না।

২০২০ সালের ডিসেম্বরে সম্পন্ন উভয় দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় ২০২২ সালে ভুটানের ১৬টি পণ্য আমদানিতে নতুন করে শুল্কমুক্ত সুবিধা দেয় বাংলাদেশ।

পিটিএর শর্ত অনুযায়ী, বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে।
অবশ্য ২০১০ সাল থেকে বাংলাদেশ ভুটানকে ১৮টি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা দিচ্ছে। আর বাংলাদেশের ৯০টি পণ্য শুল্কমুক্ত বাজার সুবিধা পেয়ে আসছিল। সব মিলিয়ে এখন অর্ধশত পণ্যে শুল্কমুক্ত সুবিধা পায় ভুটান।

ভুটানের পণ্য বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধার আওতায় রয়েছে দুধ, প্রাকৃতিক মধু, আটা, সিমেন্ট ক্লিংকার, সাবান, পার্টিকেল বোর্ড, ফেরো সিলিকন, লৌহ ও কাঠের আসবাবসহ নানা পণ্য।

ভুটানে তৈরি পোশাক, খাদ্যসামগ্রী, প্লাস্টিক, ওষুধ, গৃহস্থালিসামগ্রী, বৈদ্যুতিক পণ্য রপ্তানি করে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম///

ফারইষ্ট ফাইন্যান্সের নতুন সিএস নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইষ্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের নতুন কোম্পানি (সিএস) নিয়োগ পেয়েছেন মোঃ মেহেদী হাসান খান। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে মোঃ মেহেদী হাসান খানকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি কোম্পানিটির কর্পোরেট এ্যাফেয়ার্স বিভাগের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

গত ৪ জানুয়ারি হতে এই নতুন সচিব কোম্পানিটির দ্বায়িত্ব পালন করছেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে বিডি থাই; ২য় ইন্ট্রাকো রি-ফুয়েলিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮২ লাখ টাকা।

সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফুয়াং ফুডসের ১৩ কোটি ৪৭ লাখ, রূপালী ব্যাংকর ১১ কোটি ৮৩ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৪৯ লাখ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১০ কোটি ৬ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ৯ কোটি ৬২ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৩৮ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ২০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. বিডি থাই এলুমিনিয়াম
  2. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  3. সী পার্লস রিসোর্ট
  4. ফুয়াং ফুডস
  5. রূপালী ব্যাংক
  6. মিডল্যান্ড ব্যাংক
  7. স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
  8. ইষ্টার্ণ হাউজিং
  9. ওরিয়ন ইনফিউশন
  10. খান ব্রাদার্স ওভেন ব্যাগ।

দিনশেষে সূচকের বড় উত্থাণ; বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের বড় উত্থাণ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৬৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১০২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ১৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত আছে ১৬৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিডি থাই এলুমিনিয়াম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, ফুয়াং ফুডস, রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ হাউজিং, ওরিয়ন ইনফিউশন ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৯.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৪০লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনার্জিপ্যাক পাওয়ারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১০ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১.০৬ টাকা। গতবছর ২০২৩ সালের ৩০ জুন এই এনএভি ছিল ৩১.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি