বিদ্যুৎ খাতে ৬১.৬০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

adbনিজস্ব প্রতিবেদক :

দেশের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে এশিয়ান ডেভলপমেন্ট উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশ পাওয়ার সিস্টেম ইনহ্যান্সমেন্ট এন্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে। জুলাই ২০১৬ হতে জুন ২০২০ এই চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। এসময় এডিবি ও ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কাজী শফিকুল আযম বলেন, এটি এক বিলিয়ন ডলারের (১০৫ কোটি ৭৫ লাখ ডলার) প্রকল্প, যা দেশের বিদ্যুত ব্যবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আমাদের প্রেক্ষাপটে তাই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পিজিসিবি, ডেসকো এবং বিআরইবি- এই তিন বাস্তবায়নকারী সংস্থার মধ্যে সমন্বয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বৃদ্ধি কার্যকর ১ জুন

gassনিজস্ব প্রতিবেদক :

আগামী ১ জুন থেকে দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

স্থগিতাদেশ দিয়ে আবেদনটি আগামী ৫ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে আগামী ১ জুন থেকে নতুন মূল্য কার্যকর হচ্ছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী প্রথম দফায় গত ১ মার্চ দাম বাড়ে। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা।

বিইআরসির আদেশ অনুযায়ী, জুন মাস থেকে এক চুলার জন্য ৯০০ টাকা ও দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দিতে হবে। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, তাঁদের জন্য জুন মাস থেকে প্রতি ঘনমিটার ১১ টাকা ২০ পয়সা ধার্য করা হয়েছিল।

গ্যাসের নতুন মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন গত ২৭ ফেব্রুয়ারি একটি রিট করেন। পরে ২৮ ফেব্রুয়ারি ১ জুন থেকে দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্রিমিয়ার লিজিং বি থেকে এ ক্যাটাগরিতে

primiur-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছর ২০১৬ সালের ১৩ জুন সাড়ে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৬ অর্থবছরে প্রিমিয়ার লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব বৃহস্পতিবারে উত্থাপন

perlaনিজস্ব প্রতিবেদক :

দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন ১৩ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী বৃহস্পতিবার বেলা দেড়টায় ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। ঈদুল ফিতর উপলক্ষে ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে। স্পিকার প্রয়োজনে অধিবেশনের মেয়াদ ও সময়সীমা বাড়াতে ও কমাতে পারবেন। আর আগামী বৃহস্পতিবার বেলা দেড়টায় প্রস্তাবিত বাজেট উত্থাপন ও আলোচনা শেষে ২৯ জুন তা পাস করা হবে। এ ছাড়া সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন।

এদিকে, সংসদ অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রশিদ ও আবদুল মতিন মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। প্রস্তাবে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। পরে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এর আগে অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হয়। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।

সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শামসুল হক টুকু, মাহবুব আলী, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং ফলিজাতুন নেসা বাপ্পি।

বাজেট উত্থাপন : আগামীকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবনা উত্থাপন করবেন। এবারের বাজেটের আকার হবে চার লাখ কোটি টাকার বেশি। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এবারো ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তব্য দেবেন অর্থমন্ত্রী। এবার তার সঙ্গে যুক্ত হবে একটি ভিডিও চিত্র। ওই ভিডিও চিত্রে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা জানান, বাজেট সংসদে উপস্থাপনের আগে তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন নেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠক সংসদ ভবনে হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। ওই দিন সংসদ ভবনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। তিনি অর্থমন্ত্রী বাজেট বক্তব্য শুনবেন। সংসদে উত্থাপিত প্রস্তাবনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আগামী ২৯ জুন পাস হবে। এর আগে চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নূরানী ডায়িংয়ের লেনদেন শুরু ১ জুন

nuraniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডায়িং এন্ড সোয়েটার লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে বৃহস্পতিবার। আগামী ১ জুন হতে দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির শেয়ারের লেনদেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “NURANI” এবং ডিএসইতে কোম্পানি কোড-17475 নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বিএসসি
  2. ডরিন পাওয়ার
  3. ইউনাইটেড পাওয়ার
  4. প্যাসিফিক ডেনিমস
  5. ইফাদ অটোস
  6. অগ্নি সিস্টেমস
  7. প্যারামাউন্ট টেক্সটাইল
  8. ইভেন্স টেক্সটাইল
  9. রিজেন্ট টেক্সটাইল
  10. আরএসআরএম।

ডিএসইতে ৩১৭ ও সিএসইতে ২৩ কোটি টাকা লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেন ৩১৭ কোটি টাকা দাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২৩ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন দুই শেয়ারবাজারেই সূচকের উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের শেষে ডিএসইতে ৩১৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ৩৬৩ কোটি ৪১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বিএসসি, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, প্যাসিফিক ডেনিমস, ইফাদ অটোস, অগ্নি সিস্টেমস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইভেন্স টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল ও আরএসআরএম।

এদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল সোমবার এই লেনদেন ৫০ কোটি ৭৬ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

সুহৃদ ইন্ডাস্ট্রিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

suridস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২১ মে কোম্পানিটির শেয়ার ৮.৩০ টাকায় সর্বশেষ লেনদেন হয়। যা গতকাল ২৯ মে শেয়ারের দর সর্বশেষ ১০.১০ টাকা ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

বাজেট অধিবেশন শুরু

Budgetনিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় এই অধিবেশন শুরু হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত অধিবেশন চলবে।

দশম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন এটি। এই অধিবেশনে আগামী বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রীর বাজেট পেশ করার পর তা পাস হওয়ার আগ পর্যন্ত সংসদ সদস্যরা নতুন অর্থবছরের আর্থিক প্রস্তাবের ওপর আলোচনা করবেন।

আজ বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, বাজেট অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সুচিন্তিত মতামত দিয়ে বাজেটকে আরও বাস্তবমুখী করার ওপর আলোচনা করবেন বলে আশা করেন তিনি।

এরপর স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সূচকের উত্থানে চলছে লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

রমজান মাসের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের প্রথম ৩৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবধরনের সূচকে উত্থান দেখা গেছে। এসময়ে ডিএসইএক্স বেড়েছে ১৩ দশমিক ৪১ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩২ কোটি ৮৪ লাখ টাকা। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে বেলা ১০টা ৩৫ মিনিটে লেনদেনে অংশ নিয়েছে ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

ডিএসইএক্স সূচক ১৩ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩৬৯ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএসএস সূচক ২ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫০ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৩ দশমিক ৬১ পয়েন্টে।

এসময় টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যাসিফিক ডেনিমসের।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার প্রধান সূচক সিএসইএক্স উত্থানে চলছে লেনদেন। এদিন সিএসইতে ৩৫ মিনিটে লেনদেন হয়েছে ১ কোটি ৬৯ টাকার শেয়ার।

এসময়ের মধ্যে সিএসইতে লেনদেন হয়েছে ৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

এ সময়ে সিএসইএক্স ১১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০ হাজার ৬১ দশমিক ১১ পয়েন্টে। সিএসই৫০ সূচক বেড়েছে ১ দশমিক ২৭ পয়েন্ট, সিএসই৩০ সূচক বেড়েছে ৬ দশমিক ৭৬ পয়েন্ট, সিএএসপিআই বেড়েছে ২০ দশমিক ৩২ পয়েন্ট ও সিএসআই বেড়েছে ১ দশমিক ৩৯ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এমএ