ড্রাগন সোয়েটারের আইপিও আবেদন ১৭ জানুয়ারি

dragonনিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ড্রাগন সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১৭ জানুয়ারি, যা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। কোম্পানির উর্ধ্বতন মহল স্টকমার্কেটবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ১০ টাকা অভিহিত মূল্যে চার কোটি শেয়ারের বিপরীতে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয়, বিল্ডিং ও সিভিল কনস্ট্রাকশন, স্পেয়ার পার্টস ক্রয়, চলতি মূলধন এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির গত পাঁচ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে গড়ে এক টাকা ৩৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ৭৯ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. কাশেম ড্রাইসেলস
  2. বেক্সিমকো ফার্মা
  3. স্কয়ার ফার্মা
  4. কেডিএস অ্যাক্সেসরিজ
  5. বিএসআরএম স্টিলস
  6. এমারেল্ড অয়েল
  7. আফতাব অটো
  8. আল-আরাফাহ ব্যাংক
  9. তিতাস গ্যাস
  10. লাফার্জ সুরমা সিমেন্ট।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় টানা আট কার্যদিবস দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। এসময় সব ধরণের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে।

গতকাল রবিবার শেয়ারবাজার স্থিতিশীলতায় ব্যাংক-কোম্পানির বিনিয়োগ সীমার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় সাবসিডিয়ারি কোম্পানিতে মূলধনের বিপরীতে ব্যাংকের ইক্যুয়িটি বিনিয়োগ শেয়ারবাজারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে না বলে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনার ফলে ব্যাংকগুলোর শেয়ারবাজারে সাড়ে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ সক্ষমতা বাড়বে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের একটা চাপ ছিল। এই সার্কুলার জারির ফলে সমন্বয়ের চাপ কিছুটা কমবে। যারা আগে সমন্বয় করতে পেরেছে তাদের জন্য নতুন বিনিয়োগ সৃষ্টি হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও আগের চেয়ে সক্রিয় হবে বলে মনে করেন তিনি।

সার্কুলারে বলা হয়, আগামী ২০১৬ সালের জানুয়ারি থেকে তফসিলি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে প্রতিষ্ঠিত বিভিন্ন সাবসিডিয়ারি কোম্পানিতে প্রদত্ত মূলধনের বিপরীতে ধারণকৃত ইক্যুয়িটি শেয়ার সলো ভিত্তিতে পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে অন্তর্ভূক্ত হবে না।

সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর সোয়া দুই ঘণ্টায় পর বেলা ১২টা ৫১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৫৬৪ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩১ পয়েন্টে। আর এসময় টাকায় লেনদেন হয়েছে ১৮৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ৫০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬১ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে। এ সময় সিএসইতে মোট ১৯৯টি কোম্পানি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

তৌহিদুল মিন্টু ও সারোয়ার পুনর্নির্বাচিত

capitalবিশেষ প্রতিনিধি :

শেয়ারবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি হিসেবে অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু পুনর্নিবাচিত হয়েছেন। একই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার সারোয়ার এ চৌধুরী।

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার মনির হোসেন পুনর্নিবাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অয়োজিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া সহ-সভাপতি হিসেবে নাসির উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সুজয় মহাজন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে জিয়াউর রহমান, এস এম এ কালাম, আবু আলী, ইব্রাহীম হোসেন অভি, এস এম নূরুজ্জামান তানিম ও আলমগীর হোসেন নির্বাচিত হন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

বারাকা পাওয়ারের ঋনমাণ “এএ-২”

baraka-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড “এএ-২” (AA2) ঋণমান অর্জন করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) কোম্পানিটির এ ঋণমান নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তথ্যের ভিত্তিতে এ মান নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের সুযোগ বাড়লো

bbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে ব্যাংকের সুযোগ বাড়লো। নতুন নিয়মে সাবসিডিয়ারি কোম্পানির পরিশোধিত মূলধন শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমার বাইরে থাকবে। রবিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোর দীর্ঘদিনের দাবির কারণে ব্যাংকের বিনিয়োগের সংজ্ঞায় এ পরিবর্তন আনা হল। এর ফলে শেয়ারবাজারে আরও বেশি বিনিয়োগ করতে পারবে ব্যাংক।

সার্কুলারে উল্লেখ করা হয়, অর্থনৈতিক উন্নয়নে একটি গতিশীল শেয়ারবাজার সৃষ্টির জন্য বাংলাদেশ ব্যাংক নীতিগত সমর্থন অব্যাহত রেখেছে। এক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা পালনের জন্য ২০১৬ সালের জানুয়ারি থেকে ইক্যুইটি শেয়ার সলো হিসেবে আর বিবেচিত হবে না।

জানা গেছে, বতর্মানে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা ওই ব্যাংকের ইক্যুইটির ২৫ শতাংশ। আর ইক্যুইটির মধ্যে ধরা হয় পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ রিজার্ভ এবং অ-বণ্টিত মুনাফা।

অন্যদিকে বিনিয়োগের মধ্যে ব্যাংকের পোর্টফোলিওতে বিভিন্ন কোম্পানির শেয়ারের পাশাপাশি সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন বিবেচনায় নেয়া হতো। কিন্তু নতুন নিয়মে তা বাদ দেয়া হয়েছে।

উদাহরণ স্বরূপ একটি ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ ১ হাজার কোটি টাকা। কিন্তু ওই ব্যাংক তার মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসকে পরিশোধিত মূলধন বাবদ ১০০ কোটি টাকা দিয়েছে। বর্তমান নিয়মে ১শ’ ধরে শেয়ারবাজারের ব্যাংকের বিনিয়োগ হিসাব করা হয়। কিন্তু নতুন নিয়মে ওই ১শ’ কোটি টাকা বাদ দিয়ে ব্যাংকের ৯শ’ কোটি টাকা বিনিয়োগ হয়েছে বলে বিবেচিত হবে।

এ সিদ্ধান্তের ফলে যে সব ব্যাংকের এতদিন অতিরিক্ত বিনিয়োগ ছিল, তা কমে আসবে। আর যেসব ব্যাংকের বিনিয়োগ সীমার মধ্যে রয়েছে, তারা নতুন করে বিনিয়োগ করতে পারবে। এতে শেয়ারবাজারে তারল্য প্রবাহ বাড়বে।

জানা গেছে, বর্তমান নিয়মে শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ ৫ থেকে ৬ হাজার কোটি টাকা। এই বিনিয়োগ সমন্বয়ের সর্বশেষ সীমা ছিল ২০১৬ সালের ২১ জুন। এ কারণে ব্যাংকগুলো চাপে শেয়ার বিক্রি করেছিল। কিন্তু শেয়ারবাজার সংশ্লিষ্টদের দাবির কারণে সাম্প্রতিক সময়ে তা আরও দুই বছর বাড়ানো হয়। ফলে ২০১৮ সালের মধ্যে তা সমন্বয় করতে হবে। কিন্তু বিনিয়োগ সংজ্ঞায় পরিবর্তন আসায় নতুন করে আর বিনিয়োগ সমন্বয় করতে হবে না।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ