শেয়ারবাজারে আসবে আমান টেক্স : রোড শো ১৮ অক্টোবর

amanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার আসতে চায় আমান টেক্স লিমিটেড। সেখান থেকে উত্তোলিত মূলধন ব্যবসা সম্প্রসারণের কাজে লাগানোর কথা জানিয়েছে কোম্পানিটি।

আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর রিডেসন হোটেলে কোম্পানিটির আইপিও রোড শো করা হবে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা যায়।

রোড শোতে শেয়ারবাজারের যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও লংকা বাংলা ফাইন্যিান্স লিমিটেড। আর রেজিষ্টার ট্র দ্যা ইস্যু হিসাবে রয়েছে সোনালী ইনভেষ্টমেন্ট লিমিটেড।

রোড-শো অনুষ্ঠানে যোগ্য বিনিয়োগকারী হিসেবে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতিমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

আমান টেক্স লিমিটেড হলো আমান গ্রুপের একটি কোম্পানি। এই গ্রুপের আমান ফিডস মিল ও আমন কটন ফাইবার্স লিমিটেড ইতিমধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি