২০১৭ সালে নন-ব্যাকিং খাতে লেনদেন ২২,৫৫৪ কোটি টাকা

dse1স্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) বিদায়ী বছরে নন-ব্যাকিং আর্থিক খাতে লেনদেন হয়েছে ২২ হাজার ৫৫৪ কোটি ৫ লাখ ৬৬ হাজার ২১১ টাকার শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী বছরে (ডিসেম্বর-জানুয়ারী’১৭) আর্থিক খাতে ৬৩১ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭৬৬টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২২ হাজার ৫৫৪ কোটি ৫ লাখ ৬৬ হাজার ২১১ টাকা। যা আগের অর্থবছরে লেনদেন হয়েছিলো ৩০৩ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৩০৯টি শেয়ার। যার বাজার দর ছিলো ৭ হাজার ৬০৭ কোটি ৫১ লাখ ৩১ হাজার ৫৯৩ টাকা। সে হিসেবে আর্থিক খাতের লেনদেন বেড়েছে ১১ হাজার ৯৮৯ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৩৩৬ টাকা বা ১৫৭.৬০ শতাংশ।

গত অর্থবছরে আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের। বিদায়ী বছরে কোম্পানির মোট ১২৯ কোটি ৬৯ লাখ ২০ হাজার ৫০৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭ হাজার ৩৭৭ কোটি ৭২ লাখ ৮৪ হাজার ৭০৩ টাকা। এরপরের স্থানে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স। ২০১৭ সালে কোম্পানিটির মোট ৩৮ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২ হাজার ৯২১ কোটি ২৮ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা।

তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আইসিবি। সমাপ্ত বছরে কোম্পানির মোট ৭ কোটি ১৩ লাখ ২৬ হাজার ৮৪৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ২৮০ কোটি ৭১ লাখ ৪৬ হাজার ২৬৭ টাকা।

এছাড়া ইউনাইটেড ফাইন্যান্সের ২৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৫৫৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৫৮৪ কোটি ২৮ লাখ ৮৩ হাজার ৮০৯ টাকা। উত্তরা ফাইন্যান্সের ৭ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৫২৯ কোটি ৪৩ লাখ ৮ হাজার ২০০ টাকা। মাইডাস ফাইন্যান্সের ৩ কোটি ৩২ লাখ ৩৮ হাজার ৪৮১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১০৫ কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৮২২ টাকা। ফার্স্ট ফাইন্যান্সের ৫ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬৭ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৬২ টাকা। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ১৮ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ৮৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৩৩ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭২৫ টাকা।

প্রাইম ফাইন্যান্সের ৫ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৭২৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬৯ কোটি ৯ লাখ ৮৮ হাজার ৩৭৭ টাকা। প্রিমিয়াম লিজিংয়ের ৪৯ কোটি ৪ লাখ ৭১ হাজার ৩২৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৮৬৯ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ২১০ টাকা। ইসলামী ফাইন্যান্সের ৪২ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৩৮৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ৩২ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৯৩৩ টাকা। বিআইএফসির ১ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৬০৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১৩ কোটি ৭৮ লাখ ৬১ হাজার ৯২১ টাকা।

আইপিডিসি ফাইন্যান্সের ১৬ কোটি ৮২ লাখ ৭ হাজার ৩২১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৮১৭ কোটি ৪৫ লাখ ২ হাজার ১৯৯ টাকা। ইউনিয়ন ক্যাপিটালের ২৮ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৪৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭১১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার ৭১ টাকা। বিএফআইসির ৫৭ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৭০৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৭৪৭ টাকা। ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪১ কোটি ৩২ লাখ ৫৭ হাজার ৭৮৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭৫২ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৬৩৭ টাকা।

ফিনিক্স ফাইন্যান্সের ১৬ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৮২০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৫৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৫৭৬ টাকা। ফাস ফাইন্যান্সের ৫৯ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার ৮৭টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১ হাজার ১১২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৮৩৯ টাকা। বে-লিজিং অ্যান্ড ইনভেস্টেমেন্টের ১১ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩৩২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ১১৮ টাকা। জিএসপি ফাইন্যান্সের ২৫ কোটি ১২ লাখ ১৭ হাজার ৩১৮টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৭৪৬ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার ৭৩৯ টাকা।

ফারইস্ট ফাইন্যান্সের ৩০ কোটি ৪১ লাখ ১৭ হাজার ২৮০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৩৯২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ১০৯ টাকা। ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৫ কোটি ১১ লাখ ৭ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬০২ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা। ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪৫৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৮০ কোটি ১৭ লাখ ৮৩ হাজার ৭৩২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

বাংলাদেশ ব্যাংকের নতুন দু’জন নির্বাহী পরিচালক

bbস্টকমার্কেট প্রতিবেদক :

নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান ও অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান। সোমবার (১ জানুয়ারি) তাদের পদোন্নতি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মো. আজিজুর রহমান

জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন মো. আজিজুর রহমান। ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও ডিপার্টমেন্ট অব ব্যাংকিং ইন্সপেকশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, আজিজুর রহমান উপমহাব্যবস্থাপক থাকাবস্থায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পয়ারকান্দি গ্রামে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রি অর্জন করেন তিনি।

এ কে এম ফজলুর

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান ১ জানুয়ারি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক সিলেট ও রংপুর-এ দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড এয়ারের লভ্যাংশ ঘোষণা ৮ জানুয়ারি

united airস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা শিল্প খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের চলতি বছরের ২ প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ জানুয়ারি আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ও ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৬ সালের নিরিক্ষিত ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বসুন্ধরা পেপারের বিডিং বাতিলের দাবিতে বিএসইসিতে বিনিয়োগকারীরা

bsecস্টকমার্কেট প্রতিবেদক :

বুক বিল্ডিং প্রক্রিয়ায় বিডিং সম্পন্ন হওয়া বসুন্ধরা পেপার মিলসের বিডিং বাতিল চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে বাংলাদেশ শেয়ারবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২ জানুয়ারি) সংগঠনটি প্যাডে লেখা একটি চিঠি বিএসইসিতে পাঠানো হয়েছে।

বিএসইসিতে দেয়া ওই চিঠিতে বলা হয়েছে, শেয়ারবাজারে স্মরণকালের মহাধসে পড়ে সাধারন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে ২৪ জন বিনিয়োগকারী আত্মাহূতি দিয়েছে। বহু বিনিয়োগকারী নি:স্ব হয়ে বাজার ছেড়ে চলে গিয়েছিল।

২০০৯-১০ সালে বুক বিল্ডিং পদ্ধতি ও ডাইরেক্ট লিস্টিং প্রবর্তনের কারনে শেয়ারবাজার অতিমূল্যায়িত্ব হয়। শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ক্ষতির অন্যতম কারন অতিরিক্ত প্রিমিয়ামসহ ইস্যুকৃত শেয়ার বিনিয়োগ করা। অতিরিক্ত প্রিমিয়ামের বদনাম থেকে রেহাই পেতে এবং স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে পাবলিক ইস্যু রুলস ২০১৫ সংশোধন করে বুক বিল্ডিং পদ্ধতি চালু করা হয়। এর আওতায় প্রথম আমরা নেটওয়ার্কস কোম্পানি বুক বিল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে টাকা উত্তোলনের অনুমোদন পায়।

যেখানে বিডিং প্রক্রিয়ায় অনিয়ম হয়েছিল, এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার বরাবরে আবেদন করেছিলাম, কিন্তু অনিয়মের তদন্ত করেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সম্প্রতি বসুন্ধরা পেপার কোম্পানি লিমিটেডের বিডিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ কোম্পানির ইপিএস ১.৪৬ টাকা এবং এনএভিপিস ৩০.৪৯ টাকা (সমন্বিতসহ) এবং এনএভিপিএস ১৫.৭৯ টাকা (সমন্বয় ছাড়া)। অথচ ১৬ অক্টোবর বিডিং শুরু হলে একজন যোগ্য বিনিয়োগকারী এই শেয়ারটি প্রথম ৮৬ টাকায় বিডিং করে এবং সর্বোচ্চ ৯০ টাকায়ও শেয়ারটি বিডিং হয়েছে। যে কোম্পানির ইপিএস ১.৪৬ টাকা ও এনএভিপিএস ৩০.৪৯ টাকা সেই কোম্পানির শেয়ার ৮৬ টাকা, ৯০ টাকায় যোগ্য বিনিয়োগকারীরা কিনতে চাওয়াটা অস্বাভাবিক নয় কি? কিছু কিছু যোগ্য বিনিয়োগকারী ১২ টাকা, ১৫ টাকা ও ২০ টাকা দরে বিডিং করেছে, আবার কিছু কিছু যোগ্য বিনিয়োগকারী একই শেয়ার ৮৬ টাকা ও ৯০ টাকায় বিডং করেছে। এই সকল যোগ্য বিনিয়োগকারীদেরও যোগ্যতা আর্থিক সক্ষমতা আছে কিনা, সেটাই সাধারণ বিনিয়োগকারীদের প্রশ্ন। তৃতীয় দিন শেষে শেয়ারটির কাট অব প্রাইজ ৮০ টাকা নির্ধারিত হয়েছে।

আমরা মনে করি, কোম্পানি কর্তৃপক্ষ, ইস্যু মানেজার, মার্চেন্ট ব্যাংক ও কতিপয়যোগ্য বিনিয়োগকারীরা সিন্ডিকেটের মাধ্যমে শেয়ারের দর অতিমূল্যায়িত্ব করেছে এবং বুক বিল্ডিং প্রক্রিয়াকে কলঙ্কিত করেছে। এ অতিমূল্যঅয়িত্ব কোম্পানি অনুমোদন পেলে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্থ হবে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারকে গতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিকল্প নেই

????????????????????????????????????স্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ারবাজারের গতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান।

তিনি বলেছেন, গতিশীল বাজার গড়ে তুলতে শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে ডিএসই ও মাচের্ন্ট ব্যাংক এক সঙ্গে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নব-নির্বাচিত কমিটির প্রতিনিধিদলের উদ্দেশ্যে মাজেদুর এসব কথা বলেন।

ডিএসই এমডি বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো বিগত দিনেও পুঁজিবাজারকে গতিশীল করার জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

বাজারের স্বার্থে বিএমবিএ ডিএসই-এর সঙ্গে ঐকবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন বিএমবিএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।

বিএমবিএ-এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এমটিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মাদ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও সোহেল আরমান, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের এমডি মো. আবু বকর, আইআইডিএফসি ক্যাপিটালের সিইও মোহাম্মদ সালেহ আহমেদ, মাইডাস ইনভেস্টমেন্টের সিইও মো. হাফিজ উদ্দিন এবং বিএমএমএল ইনভেস্টমেন্টের সিইও মো. রিয়াদ মতিন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ড্রাগন সোয়েটার
  3. গ্রামীনফোন
  4. ইফাদ অটোস
  5. ইসলামী ব্যাংক
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. স্কয়ার ফার্মা
  8. ডরিন পাওয়ার
  9. ন্যাশনাল টিউবস
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

টাকার অংকে লেনদেন কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে টাকার অংকে লেনদেনের কম হয়েছে। এদিন সূচক আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। আর এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৩০১ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৬০৬ কোটি ৮৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০১টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, গ্রামীনফোন, ইফাদ অটোস, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৩.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩০ কোটি ৩০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৭ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

দুলা মিয়া কটনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলা মিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের ধারাবাহিক দর বাড়ার পেছনে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর শেয়ারটির দর ছিল ২৫.২০ টাকা। যা গতকাল ২ জানুয়ারি লেনদেন শেষে সর্বোচ্চ দর ছিল ৩১.৬০ টাকায় দাঁড়িয়েছে।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে । এসময় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, কোনো কারণ ছাড়াই বাড়ছে কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ঢাকা ইন্স্যুরেন্সের হেড অফিস পরিবর্তন

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ঢাকা ইন্সূরেন্স লিমিটেডের হেড অফিস পরিবর্তন করা হয়েছে। গত ১ জানুয়ারি হতে এই নতুন অফিসে কার্যক্রম শুরু করেছে। বুধবার ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস রাজধানী মতিঝিল হতে সরিয়ে পল্টনের নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.