পরিচালনা বোর্ডে চারজন পরিবারিক পরিচালক নিয়ে সম্পাদকদের উদ্বেগ

bankনিজস্ব প্রতিবেদক :

বেসরকারি ব্যাংকের পরিচালনা বোর্ডে এক পরিবার থেকে চারজন এবং তাঁদের টানা নয় বছর বোর্ডে রাখার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ব্যাংক খাতের শৃঙ্খলা ভেঙে পড়বে। ব্যাংকের বোর্ড এক পরিবারের কাছে কুক্ষিগত হয়ে পড়বে এবং ব্যাংক থেকে বেনামি ঋণ নেওয়াও বাড়বে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এসব আশঙ্কার কথা তুলে ধরেছেন।

বৈঠকে দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ বলেন, এক পরিবার থেকে চারজন এবং টানা নয় বছর, বিরতি দিয়ে আবার নয় বছরের যে প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হলো, তাতে ব্যাংক খাত অসুস্থ হয়ে পড়বে, পর্ষদ এক পরিবারে কুক্ষিগত হয়ে পড়বে। এ ছাড়া বেনামি ঋণ বাড়বে। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত।

বেসিক ব্যাংকের দুর্নীতির হোতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, তা এখনো জানতে পারেননি বলে মন্তব্য করেন এ কে আজাদ।

ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, আইন সংশোধন ক‌রে ব্যাংক খাতে একচেটিয়াতন্ত্র কায়েমের উদ্যোগ নেওয়া হয়েছে। আগে ছিল ২২ পরিবার, এখন হবে না হয় ৫০ পরিবার।

জবাবে অর্থমন্ত্রী খুব বেশি কিছু বলেননি। শুধু বলেন, প্রস্তাবগুলো আসে সাধারণত ব্যাংকের মালিকদের কাছ থেকে। তবে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাংকের মালিকানা পরিবারের মধ্যে থাকার ব্যাপারে কোনো বাধা নেই।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান বলেন, এক পরিবার থেকে চারজনকেই ব্যাংকের পর্ষদে যেতে হবে না। সর্বোচ্চ সীমা রাখা হয়েছে চারজন। দুজনও যেতে পারেন।

প্রাক-বাজেট আলোচনায় আরও অংশ নেন সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এটিএন বাংলার বার্তা পরিচালক জ. ই. মামুন।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ অানাম , অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম আলোচনায় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

এপ্রিলে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। সরকার এ মাসে ৩৫ কোটি ৮ লাখ টাকার রাজস্ব আদায় করেছে। যার পরিমাণ মার্চ মাসে ছিল ৩১ কোটি ২৯ লাখ টাকা। ডিএসই থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে লেনদেনের ওপরে এপ্রিল মাসে ১৫ কোটি ৩২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। একইসঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয়েছে ১৯ কোটি ৭৬ লাখ টাকা।

অপরদিকে সরকার মার্চ মাসে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ২১ কোটি ৭৭ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ৯ কোটি ৫২ লাখ টাকার রাজস্ব আদায় করে।

স্টকমার্কেটবিডি.কম/এম

২০ হাজার শেয়ার কিনবে শাহজালাল ব্যাংকের স্পন্সর

sahjalal-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একটি কর্পোরেট স্পন্সর ২০ হাজার শেয়ার ক্রয় করবে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল নামে এই কর্পোরেট স্পন্সর ব্যাংকটির ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করা হবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. ডরিন পাওয়ার
  2. লংকাবাংলা ফাইন্যান্স
  3. ওয়ান ব্যাংক
  4. ইভেন্স টেক্সটাইল
  5. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  6. এসিআই লিমিটেড
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ইফাদ অটোস
  9. ফাস ফাইন্যান্স
  10. ন্যাশনাল ফিডস।

শেষ দিবসে সূচক ও লেনদেন পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। এদিন সেখানে টাকার অংকে দিনের লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে ডিএসইতে ৬৮৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত মঙ্গলবার এই লেনদেন ৭৭৪ কোটি ৩ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ডরিন পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, ইভেন্স টেক্সটাইল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসিআই লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, ফাস ফাইন্যান্স ও ন্যাশনাল ফিডস।

এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত মঙ্গলবার এই লেনদেন ৪১ কোটি ১১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৭.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্রাইম ব্যাংক ও বিডিকম অনলাইন।

স্টকমার্কেটবিডি.কম/এম

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা শনিবার

continental-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ মে শনিবার আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

প্রস্তাবিত ভ্যাট হার কামানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট হার কামানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আগামী জুলাই থেকে যে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন কার্যকর হওয়ার কথা রয়েছে, তাতে ভ্যাটের হার স্বস্তিদায়ক করে নির্ধারণ হবে। এজন্য আইনটির কিছুটা সংশোধন করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গতকাল বুধবার মূসক অনলাইন প্রকল্পের ‘মোবাইল হেল্প ডেস্ক’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তবে এ হার কত শতাংশ হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে রাজি হননি অর্থমন্ত্রী।

ক্ষেত্রবিশেষে সংকুচিত হারে ব্যবসায়ীরা ভ্যাট তিন থেকে পাঁচ শতাংশ রাখার যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘রাবিশ। মাই অনলি কমেন্ট ওন দিস প্রপোজাল ইজ রাবিশ।’

ভ্যাট হার ‘স্বস্তিদায়ক’ করার চিন্তা আপনি করছেন বলে খবর আসছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, দ্যাটস অলরাইট। সেটাই যথেষ্ট। তবে হার কত হবে বলতে পারব না। সেটা বাজেটে বলব।’

নতুন ভ্যাট আইন সংশোধন হচ্ছে কি না এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সংশোধন বলতে পারেন। আমি এরই মধ্যে বলেছি, ভ্যাট হার স্বস্তিকর অবস্থায় নেওয়ার চেষ্টা করা হবে।’

বিদেশিদের খুশি করার জন্য সম্পূরক শুল্ক তুলে দেওয়া হচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেনÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘যারা এমন মন্তব্য করেছে, তারা রাবিশ।’

এদিকে ভ্যাট হার কমিয়ে আশপাশের দেশগুলোর সঙ্গে সমন্বয় করা হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভ্যাটের গড় যে হার রয়েছে, সে পর্যায়ে নামিয়ে আনা হতে পারে। বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভ্যাটের গড় হার ১২ শতাংশ বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নতুন আইন সংশোধন করে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হতে পারে বলে জানা গেছে।

আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হবে। ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনে উৎসাহ প্রদানের জন্য এনবিআর চারটি বাসে ভ্রাম্যমাণ বা ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’ স্থাপন করেছে। এসব বাস প্রতিদিন ঢাকার বিভিন্ন মার্কেটের সামনে যাবে। বাসে ঢাকার ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অনলাইনে ভ্যাট নিবন্ধনের জন্য ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে প্রস্তুত থাকবেন। এছাড়া ঢাকায় আরও তিনটি ও চট্টগ্রামে দুটি এসি বাস নামানো হবে।

উদ্বোধনের সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এনবিআর সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এস

পূবালী ব্যাংকের ইপিএস ৭৬ পয়সা

pubali bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেট আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৩৭ পয়সা। এহিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এ বছরের ৩ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ২৮.৫৯ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর ছিল ২৭.৮৪ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮.২৮ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ঋণাত্বক ৩.৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ঢাকা ব্যাংকের ইপিএস ৬০ পয়সা

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেট আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৪৩ পয়সা। এহিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এ বছরের ৩ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ২১.৯৭ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর ছিল ২০.৩৩ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্বক ১৩.০৮ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ঋণাত্বক ১.৯৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ওয়ান ব্যাংকের ইপিএস ১.৩৫ টাকা

one bank-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা সভা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারী-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেট আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৬২ পয়সা। এহিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

এ বছরের ৩ মাসে কোম্পানিটির ন্যাভ দাঁড়িয়েছে ২০.১৯ টাকা। যা গত বছর ৩১ ডিসেম্বর ছিল ১৮.৯৫ টাকা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকর নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্বক ৬.৩৫ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ঋণাত্বক ১৪.৪১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/কেএস