ইফাদ-অশোক লেল্যান্ডের ‘স্বপ্নযাত্রা’ শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে গাড়ি বাজারজাতকারি প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড এবং ভারতের গাড়ি নির্মাতা কোম্পানী অশোক লেল্যান্ড যৌথভাবে স্বপ্নযাত্রা শিরোনামে যাত্রা শুরু করতে যাচ্ছে। এই যাত্রায় পিক-আপ ভ্যান ‘ফিনিক্স’এবং মিনিবাস ‘মিত্র’ নামে নতুন দুটি গাড়ি বাজারে এনেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় নতুন মডেলের গাড়ি দুটির বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়।

মিত্র মিনিবাস সম্পর্কে বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড জানায়, বিশ্বের তৃতীয় বৃহত্তম বাস উৎপাদনকারী কোম্পানি অশোক লেল্যান্ডের এই বাসে রয়েছে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা এবং ইঞ্জিন নিয়ন্ত্রিত এসি সিস্টেম যা আপনার প্রত্যাহিক যাতায়াতকে করবে আরামদায়ক, নিরাপদ ও আনন্দময়। অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা গার্মেন্টস থেকে শুরু করে ট্যুরিজম সহ যে কোন ক্ষেত্রেই মিত্র মিনিবাসটি একটি আদর্শ বাহন।

ফিনিক্স পিক-আপ সম্পর্কে বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড জানায়, দেশের উন্নয়নের অগ্রযাত্রাযকে এগিয়ে নিতে অধিক পারফরম্যান্স, বেশি মুনাফা ও প্রশান্তির নিশ্চয়তা নিয়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফিনিক্স পিকআপ ক্রেতাদের ব্যবসা নিশ্চিত করার পাশাপাশি আনবে সমৃদ্ধি। সেই সাথে অধিক জ্বালানী সাশ্রয় ও প্রতি লিটারে ১২-১৪ কিলোমিটারের দুর্দান্ত মাইলেজ বেশী মুনাফা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস-চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, তাসফিন আহমেদ, এডভাইজার পারভেজ সাজ্জাদ এবং অশোক লেল্যান্ডের হেড অব ইন্টারন্যাশনাল অপারেশনস আমানদীপ সিং এবং সুজন রায় সহ বিভিন্ন ব্যাংক-বীমা, শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস-রিলিজ

স্টকমার্কেটবিডি.কম//

গ্যালাক্সি ট্যাব এ এখন মাত্র ৮,৯৯৯ টাকায়!

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ও শক্তিশালী ৫,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির চমৎকার গ্যালাক্সি ট্যাব এ এখন হ্রাসকৃত মূল্যে ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। স্যামসাং এর পাঁচবার সেরা মোবাইল ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে এই অফার ঘোষণা করা হয়েছে !

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ এমনভাবে তৈরি করা হয়েছে, যা একজন ব্যবহারকারী যে কোন জায়গায় সহজেই বহন করতে পারবেন! ট্যাবটিতে বেশ কিছু চমৎকার ফিচার, যা ব্যবহারকারীর বিভিন্ন ধরনের চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখবে। ট্যাবটি হালকা ও স্লিম বডি’র হওয়ায় ব্যবহারকারীরা ট্যাবটিকে স্বাচ্ছন্দ্যে হাতের মুঠোয় রাখতে ও বহন করতে পারবেন। ট্যাবটিতে রয়েছে বড় আকারের স্ক্রিন, উন্নতমানের ডিসপ্লে, ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার ও ৫,১০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি। এ ফিচারগুলো ব্যবহারকারীর ট্যাব ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে। ট্যাবটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর; পাশাপাশি, এতে রয়েছে ২জিবি র‌্যাম, ৩২জিবি রম ও ৫১২জিবি এসডি কার্ড স্লট। এ সব দুর্দান্ত ফিচারগুলো স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ এর নিরবচ্ছিন্ন পারফরমেন্স প্রদান করবে।

অফার চলাকালীন সময়ে ক্রেতারা এ ডিভাইসটি দশ হাজার টাকার কমে ক্রয় করতে পারবেন! এ হ্রাসকৃত মূল্যের কারণে ট্যাবটি কেনার ক্ষেত্রে ক্রেতাদের অনেক সাশ্রয় হবে।

এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “ব্যবহারকারীর প্রতিদিনের প্রয়োজনীয় প্রযুক্তিগত চাহিদা মেটাতে যা যা প্রয়োজন তার সবকিছুই স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ তে রয়েছে। স্যামসাং এর পাঁচবার সেরা মোবাইল ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে এবং আমাদের সম্মানিত ক্রেতাদের প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপ আমরা এ ডিভাইসটির মূল্য হ্রাস করেছি। সামনের দিনগুলোতে স্যামসাংয়ের প্রযুক্তিগত উদ্ভাবনগুলো মানুষের ব্যবহার উপযোগী করতে আমরা আরো উদ্যোগ গ্রহণ করবো।”

তাই দেরি না করে এখনই আপনার নিকটস্থ স্যামসাং স্টোর ভিজিট করুন কিংবা এ ঠিকানার প্রবেশ করে https://www.samsung.com/…/galaxy-tab-a-black-32gb-sm-t295n…/, মাত্র ৮,৯৯৯ টাকায় লুফে নিন স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ।

স্টকমার্কেটবিডি.কম/////

মেলায় ওয়ালটন এসিতে বিদ্যুৎ খরচ দেখছে দর্শকরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর পূর্বাচলে চলছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে চলা এই মেলায় অত্যাধুনিক ও টেকসই প্রযুক্তির পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য প্রদর্শন করছে ওয়ালটন।

মেলায় ওয়ালটনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি।এই এসিতে আরো রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ নানান অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে ইনভার্না সিরিজের এসির এই বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি সরাসরি দেখার ব্যবস্থা রয়েছে। এসির বিদ্যুৎ সংযোগের সঙ্গে স্থাপন করা হয়েছে একটি পাওয়ার মিটার। যেখানে প্রতি মিনিটে কত ওয়াট বিদ্যুৎ যাচ্ছে, কত ইউনিট বিল আসছে, সব কিছু তাৎক্ষণিক দেখা যাচ্ছে। মেলায় আগত দর্শনার্থীরাও এমন বিদ্যুৎ সাশ্রয়ী এসি দেখে অবাক হচ্ছেন। আসন্ন গরমে এই এসিটি কিনবেন বলে জানিয়েছেন অনেকেই।

ওয়ালটন এসি রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, থ্রি ইন ওয়ান কনভার্টার প্রযুক্তি থাকায় এই এসি গ্রাহকের রুমের আয়তন অনুযায়ী টন বা বিটিইউ পার আওয়ারে রূপান্তর সুবিধা রয়েছে। অর্থাৎ ১ টন বা ১২ হাজার বিটিইউ পার আওয়ার এর এই এসিটি প্রয়োজন মতো রুম সাইজ অনুসারে রিমোট বা স্মার্টফোনের সাহায্যে রূপান্তর করা যায় পৌনে এক টন বা ৯ হাজার বিটিইউ পার আওয়ার এবং আধা টন বা ৬ হাজার বিটিইউ পার আওয়ার এসিতে।

ওয়ালটনের এই এসিটিতে আরো রয়েছে এয়ার প্লাজমা প্রযুক্তি। যা বাতাসে বিদ্যমান ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে ঘরে স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করে। ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সম্পন্ন এই এসিতে ব্যবহৃত হয়েছে পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট। যা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি বিশ্ব নির্মল রাখে।

স্টকমার্কেটবিডি.কম/////

২৭৪ কোটি টাকার খাদ্য-পণ্য কিনছে টিসিবি


স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ লাখ টন সয়াবিন তেল এবং ৮ হাজার টন ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ২৭৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা। এই তেল ও ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভার্চ্যুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, টিসিবির মাধ্যমে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল অনুমোদন দেওয়া হয়েছে ৷ ভারতের ইটিসি এগ্রো প্রোসেসিং প্রাইভেট লিমিটেডের (ঢাকায় স্থানীয় এজেন্ট: এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেড) কাছ থেকে ৭৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৮০০ হাজার টাকায় এ ডাল কেনা হবে।

অপর একটি প্রস্তাবে টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। শুন শিং এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ২০০ কোটি ২০ লাখ টাকায় এ তেল কেনা হবে। আগের মূল্য ছিল প্রতি লিটার ১৮৪ দশমিক পাঁচ টাকা। বর্তমানে ১৮২ টাকায় কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

এপেক্স ফুটওয়্যারের ৩৮ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সৈয়দ মন্জুর এলাহী নামে এই উদ্দোক্তা পরিচালক কোম্পানিটির ৩৮ হাজার ৫০০টি শেয়ার চলমান বাজার দরে ক্রয় করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় হয় বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এ

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের চলতি বছরের ২য় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীর বাড্ডায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিবিএস ক্যাবলসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের চলতি বছরের ২য় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর বাড্ডায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ওয়ালটন হাইটেকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি বছরের ২য় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এডিএন টেলিকমের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম শিল্প খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের চলতি বছরের ২য় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. জেনেক্স ইনফোসিস
  2. আমরা নেটওয়ার্কস
  3. বসুন্ধরা পেপার মিলস
  4. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  5. আইটি কনসালটেন্টস
  6. শাইনপুকুর সিরামিকস
  7. লাফার্জ হোলসিম বাংলাদেশ
  8. ওরিয়ন ফার্মা
  9. বিডিকম অনলাইন
  10. সী পার্লস রিসোর্ট লিমিটেড।