সাইফ পাওয়ারটেকের রাইট সাবস্ক্রিপশন ২৮ ফেব্রুয়ারি

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে। আর তা শেষ হবে ২০ মার্চ। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, কোম্পানিটির রাইট ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি।

গতকাল ১৭ জানুয়ারি ৫৯৫ তম কমিশন সভায় ১:১ হারে রাইট শেয়ার অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা সংগ্রহ করবে।

১:১ হারে এই রাইট অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ্যাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।

এতে ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আরো শেয়ার বিক্রি করবে ৩ উদ্যোক্তা

mithunস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং লিমিটেডের তিনজন স্পন্সর শেয়ার আরো বিক্রয় করার ঘোষণা দিয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো: আতিকুল হক, মো: মাহবুবুল হক ও মো: রফিকুল হক নামে কোম্পানিটির তিনজন স্পন্সর এক লাখ করে শেয়ার বিক্রয় করবে।

গত ৯ জানুয়ারি কোম্পানিটির স্পন্সরা ৬০ হাজার করে শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয়। তখন তাদের হাতে কোম্পানি যথাক্রমে ২০,৬৮,৮৫১, ২০,৬৮,৮৫১ ও ২০,৬৯,৭৪২ শেয়ার ছিল।

স্পন্সররা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ইউনিক হোটেলের ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

uniq-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের দুজন স্পন্সর একত্রে ১০ লাখ শেয়ার ক্রয় করবে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মোহা. নূর আলী ও মিসেস সেলিনা আলী নামে কোম্পানিটির দুই স্পন্সর যথাক্রমে ২.৪০ লাখ ও ৭.৬০ লাখ শেয়ার ক্রয় করবে।

এই সব স্পন্সর শেয়ারগুলো চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

শাশা ডেনিমসের বোর্ড সভা ২৪ জানুয়ারি

Shasha-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি সেদিন সন্ধ্যা ৬ টায় কোম্পানির নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বারাকা পাওয়ার
  2. বেক্সিমকো লিমিটেড
  3. আরএকে সিরামিক্স
  4. লাফার্জ সুরমা
  5. বিবিএস
  6. সাইফপাওয়ার
  7. লংকাবাংলা
  8. ইফাদ অটোস
  9. ওরিয়ন ফার্মা
  10. কেয়া কসমেটিকস।

ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন ডিএসইতে ১৯৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে। আর সিএসইতে ১২১ কোটি টাকার লেনদেন ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৮৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ২০৬৪ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪১.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৮০ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বারাকা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, আরএকে সিরামিক্স, লাফার্জ সুরমা, বিবিএস, সাইফপাওয়ার, লংকাবাংলা, ইফাদ অটোস, ওরিয়ন ফার্মা ও কেয়া কসমেটিকস।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বারাকা পাওয়ার ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

নুডুলস ও স্ন্যাক্স উৎপাদনে যাচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

olimpicস্টকমার্কেট ডেস্ক :

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবসা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে কোম্পানিটি নুডুলস ও স্ন্যাক্স উৎপাদনের দুটি আলাদা ইউনিট স্থাপন করতে। এছাড়াও নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন মেশিনারিজ আমদানি করবে তারা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্যবসা সম্প্রসারণে কোম্পানিটি মোট ৭০ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর একটি বড় অংশ নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। বাকী অর্থের সংস্থান করা হবে ব্যাংক ঋণের মাধ্যমে।

মঙ্গলবার অনুষ্ঠিত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের বৈঠকে ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুসারে, কোম্পানিটি একটি নুডুলস উৎপাদন ইউনিট স্থাপন করবে। জাপান থেকে নুডুলস উৎপাদন ও প্যাকেজিং এর মেশিন আমদানি করা হবে, যাতে ব্যয় হবে ১৮ কোটি ৭০ লাখ টাকা। এই ইউনিটের বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৯ হাজার টন।

এছাড়া কোম্পানিটি ৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বার্ষিক ৩ হাজার ৭০০ টন উৎপাদন ক্ষমতার একটি স্ন্যাকস উৎপাদন ইউনিট স্থাপন করবে। চিন থেকে এর মেশিনারিজ আমদানি করা হবে।

উৎপাদিত পণ্যের মোড়কজাতকরণের জন্য অলিম্পিক ইন্ডাস্ট্রিজ একটি কার্টন উৎপাদন ইউনিট বসাবে। এই ইউনিটের জন্য ১২ কোটি টাকা ব্যয়ে চিন থেকে মেশিনারিজ আমদানি করা হবে। এই ইউনিটের বার্ষিক কার্টন উৎপাদন ক্ষমতা হবে ৬ কোটি ৬০ লাখ পিস।

বিস্কিট জাতীয় পণ্য উৎপাদনে কোম্পানিটি একটি টানেল ওভেন (বিশেষ চুল্লি) ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি আমদানি করবে। ভারত ও চীন থেকে এসব যন্ত্রপাতি আমদানি করা হবে, যাতে ব্যয় হবে ৭ কোটি ২০ লাখ টাকা। চুল্লিটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে ১ হাজার ৮০০ মেট্রিকটন।

এছাড়া কুতুবপুরে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গনে ৮৮ হাজার বর্গফুটের বিল্ডিং এবং সাব-স্টেশনের নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবারের পর্ষদ বৈঠকে। এতে ব্যয় হবে ২৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর/

সমরিতা হসপিটালের বোর্ড সভা ২৪ জানুয়ারি

samaritaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি সেদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় কোম্পানির নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ন্যাশনাল পলিমার ও উদ্দোক্তাকে জড়িমানা

nationalনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে ন্যাশনাল পলিমার লিমিটেডকে আইন ভঙ্গের অপরাধে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটিকে ৫ লাখ টাকা ও এর উদ্দোক্তাকে এক লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিকিরিটিজ আইন ভঙ্গের দায়ে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা আর কোম্পানিটির উদ্দোক্তা পরিচালক মিসেস খালেদা আকন্দকে ১ লাখ টাকা জড়িমানা গুনতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর/

আমরা টেকনোলজিসের বোর্ড সভা আহবান

aamra-technology-limitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি সেদিন সন্ধ্যা ৫ টায় কোম্পানির নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম