আগস্টে রেমিট্যান্সের পরিমাণ ১.৮১ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের আগস্ট মাসে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার। জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার (এক দশমিক ৮৭ বিলিয়ন) মার্কিন ডলার বা ১৫ হাজার ৯০৭ কোটি টাকা।

মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে এক দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার । জুলাইয়ে এসেছিল এক দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার টাকা।

অর্থবছরের হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ২০২০-২১ অর্থবছরে। ২০২০-২১ অর্থবছরে মোট দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে। যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে আর ২০১৮-১৯ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৪২ কোটি ডলার।

এসময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর ডাচ–বাংলা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক ও পূবালী ব্যাংক। এসব অর্থের বেশিরভাগই এসেছে ১০টি দেশ থেকে। দেশগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ওমান, কাতার, ইতালি ও সিঙ্গাপুর।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ফারইস্ট লাইফের পরিচালনা বোর্ডকে অপসারণের নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বর্তমান পরিচালনা বোর্ডকে অবিলম্বে অপসারণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এই প্রেস রিলিজে বিএসইসি এই নির্দেশ দেয়।

বিএসইসি সূত্র জানা যায়, বিএসইসি ১০ জন স্বতন্ত্র পরিচালক মনোনীত করেছে, যারা বিমাটির নতুন পরিচালনা বোর্ড গঠন করা হবে।

বিমাটির নতুন বোর্ডের চেয়ারম্যান হিসাবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ রহমতউল্লাকে মনোনীত করার নির্দেশ প্রদান করা হয়েছে।

নতুন পরিচালনা বোর্ড আগামী ৬ মাসের মধ্যে এমডিসহ ব্যবস্থাপনা বোর্ডের শীর্ষ কর্মকর্তা নিয়োগ প্রদান করা হবে।

এছাড়া বিগত ১০ বছরের বিমাটির যত আর্থিক অপরাধ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে সে সব অভিযোগের বিচার করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

যমুনা ওয়েলের সাথে বেক্সিমকো এলপিজির চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি যমুনা ওয়েল লিমিটেডের সাথে বেক্সিমকো এলপিজি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি আওতায় এই কোম্পানির এলপিজি অটো গ্যাস বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

যমুনা ওয়েলের সাথে বেক্সিমকো এলপিজি লিমিটেডের এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায়, যমুনা ওয়েলের অনুমোদিত পাম্পে এই কোম্পানি এলপিজি অটো গ্যাস বিক্রি ও কনভারশন করতে পারবে।

আর বিক্রিত গ্যাসে প্রতি লিটারে ৫০ পয়সা করে যমুনা ওয়েলকে প্রদান করবে এই কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসই’তে নতুন প্রধান রেগুলেটরি কর্মকর্তার যোগদান

মোঃ শওকত জাহান খান, এফসিএমএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে রেগুলেটরি কর্মকর্তা হিসেবে মোঃ শওকত জাহান খান, এফসিএমএ আজ বুধবার যোগদান করেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তার আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন গত ১৯ জুলাই তার নিয়োগের অনুমোদন প্রদান করেন।

আর্থিক প্রসাশন, ট্রেজারী, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং রিকন্সসিলেশান, বাজেটিং, ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগ, স্ট্রেস টেস্টিং এবং কোষাগার ব্যবস্থাপনা, কর, ব্যালেন্স শীট, কোম্পানি আইন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন মোঃ শওকত জাহান খান, এফসিএমএ।

তিনি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং বেসরকারী মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডসহ বিভিন্ন ব্যাংকে সুনামের সহিত সুদীর্ঘ ২২ বছর ব্যাংক কর্মকর্তা হিসাবে কাজ করেছেন৷ ডিএসইতে যোগদানের পূর্বে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেডে প্রধান আর্থিক কর্মকর্তা ও জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন৷

তিনি এসএমটি (সিনিয়র ম্যানেজমেন্ট টিম), এএলএম কমিটি, ম্যানেজমেন্ট ক্রেডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, সুদমুক্তি কমিটি এবং রূপালী ব্যাংক লিমিটেডের আইসিএএপি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন৷

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংএ মাস্টার্স এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ হতে আইসিএমএ ডিগ্রী অর্জন করেন৷ তাছাড়া পেশাগত জীবনে তিনি ব্যাংকিং এবং শেয়ারবাজার সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সেমিনার/কর্মশালায় অংশগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২১- জুন, ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে আয় হয়েছে ৫৬ পয়সা । আগের বছর একই সময়ে যা ছিল ৪৫ পয়সা ।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির প্রতি শেয়ারে আয় হয়েছে ৮৫ পয়সা । যা গত বছর একই সময়ে যা ছিল ৮৩পয়সা ।

এই প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ১৬.৩৭ টাকা । যা গত ৩১ ডিসেম্বর ছিল একই সময়ে ছিল ১৯ টাকা ।

স্টকমার্কেটবিডি.কম/এস

যমুনা ব্যাংক পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: বেলাল হোসেন নামে এই পরিচালক ২ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকা চায় বিসিক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিএসএমই খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের কাছে এক হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল বরাদ্দ চেয়েছে।

এই এক হাজার কোটি টাকার মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বিসিক সিএসএমই ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য পাঁচশ কোটি টাকা আর নতুন করে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য পাঁচশ কোটি চেয়েছে।

গত ২৩ আগস্ট এই অর্থ বরাদ্দ চেয়ে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব (বিসিক) মোস্তাক আহমেদ বাংলাদেশের ব্যাংকের গভর্নর বরাবর একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, এক হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল বরাদ্দ করা হলে বিসিক তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে নিজস্ব ব্যবস্থাপনায় ঋণ প্রদান এবং চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের ব্যবসায় টিকিয়ে রাখতে কাজ করবে।

এ ছাড়া, নতুন প্রশিক্ষিত উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়াকে আরও বেগবান করতে পারবে, বলা হয়েছে চিঠিতে।

ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের মুখ্য প্রতিষ্ঠান বিসিক চিঠিতে আরও উল্লেখ করেছে, উক্ত তহবিল বরাদ্দ করা হলে বিসিক চুক্তিনামা সম্পাদন ও যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের তহবিল ফেরত প্রদানে প্রয়োজন হলে করপোরেট গ্যারান্টি প্রদান করবে।

এ বিষয়ে বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান বলেন, ‘আমরাই একমাত্র প্রতিষ্ঠান, যারা ৬৪ জেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদান করি। আমাদের পাঁচ হাজার কোটি টাকা ঋণ প্রদানের সক্ষমতা আছে। কিন্তু আমরা আপাতত এক হাজার কোটি টাকা বিসিকের অনুকূলে বরাদ্দের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানিয়েছি।’ সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

১০ দফা দাবিতে পণ্য পরিবহন কর্মবিরতির ডাক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিবহন শ্রমিক লিটন ও আবু তৈয়ব হত্যার বিচার, বর্ধিত আয়কর প্রত্যাহার ও পুলিশি চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্যাঙ্কলরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনের সদস্য সচিব তাজুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, ঢাকা জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।

তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, দুই পরিবহন শ্রমিক হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় হওয়া সব হত্যা মামলা প্রত্যাহার, ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে। দাবি আদায় না হলে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লাফার্জ হোলসিম বিডি
  3. জিপিএইচ ইস্পাত
  4. বেক্স ফার্মা
  5. বিএটিবিসি
  6. ম্যাকসন স্পিনিং মিলস
  7. শাহজিবাজার পাওয়ার কোম্পানি
  8. জনতা ইন্স্যুরেন্স
  9. পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
  10. লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় লাফার্জ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জ হোলসিম বিডি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৩ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড ৮০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্স ফার্মার ৪৯ কোটি ৯৭ লাখ, বিএটিবিসির ৪৯ কোটি ২৮ লাখ, ম্যাকসন স্পিনিং মিলসের ৪০ কোটি ৩৮ লাখ, শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩৮ কোটি ৩১ লাখ, জনতা ইন্স্যুরেন্সের ৩৬ কোটি ৩১ লাখ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৩০ কোটি ৬৬ লাখ ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের লেনদেন হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/