জিডিপির ৩০% আসে ঢাকা ও চট্টগ্রাম থেকে: বিডা

bidaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩০ শতাংশের বেশি আসে ঢাকা ও চট্টগ্রাম থেকে। বাকি অংশ আসে দেশের বাকি এলাকা থেকে। এ তথ্য জানিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, এটা বড় ধরনের বৈষম্য। অর্থনৈতিক কর্মকাণ্ড অন্যান্য এলাকায় ছড়িয়ে দিতে হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিল্ড ও বিডা আয়োজিত কর অবকাশ সুবিধা নিয়ে এক আলোচনা সভায় কাজী আমিনুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশে বিনিয়োগ ও শিল্পায়নে কর অবকাশ সুবিধার ভূমিকা নিয়ে আলোচনা হয়। শিল্পঘন এলাকার বাইরে শিল্পায়নে কর অবকাশ সুবিধা কী ভূমিকা রাখছে, তাও উঠে আসে আলোচনায়।

বিডা চেয়ারম্যান বলেন, ‘আমরা একটা সমতাভিত্তিক সমাজ চাই। এ জন্য সবাইকে নিয়ে এগোতে হবে। প্রতি বছর ২৩ লাখ নতুন মুখ কর্মবাজারে প্রবেশ করছে, বিনিয়োগের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও বলেন, কর ব্যবস্থা এমন হওয়া উচিত, যাতে দেশের সব জায়গায় উৎপাদন খরচ সমান হয়। অবশ্য বাস্তবে পুরোপুরি সেটা সম্ভব নয়। কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে।
কাজী আমিনুল ইসলাম বলেন, নীতি সহায়তার ফলে আজকে পোশাক খাত গড়ে উঠেছে। কিন্তু নীতিগত ব্যর্থতার কারণেই পোশাক খাতের মতো আর কোনো খাত এত এগোতে পারেনি।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাসেম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে এক গবেষণা পত্র তুলে ধরেন বিল্ডের প্রধান নির্বাহী ফেরদৌস আরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (করনীতি) কানন কুমার রায়, এফবিসিসিআইয়ের কর বিষয়ক স্থায়ী কমিটির কনভেনর মোহাম্মদ হুমায়ুন কবির, এনবিআরের সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম, ডিসিসিআইয়ের সাবেক সহসভাপতি হুমায়ুন রশিদ।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

মোবাইল ব্যাংকিংয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্যাশ আউট করা যাবে

mobilস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা আবার বাড়ানো হয়েছে। এখন আগের চেয়ে দ্বিগুণ টাকা জমা বা ক্যাশ ইন করা যাবে। আর উত্তোলন করা যাবে আগের চেয়ে আড়াই গুন। একইভাবে এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর সুবিধাও আড়াই গুন বাড়ানো হয়েছে।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে ডিজিটাল হুন্ডি বিতরণের প্রমাণ পাওয়ায় ২০১৭ সালের জানুয়ারিতে লেনদেন সীমা কমিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রায় দেড় বছর পর আবার সীমা বাড়ানো হলো।

এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে পাঁচ বারে ৩০ হাজার টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন। আর মাসে ২৫ বারে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। এত দিন দিনে দুই বারে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক।
একই সঙ্গে দিনে সর্বোচ্চ পাঁচ বারে ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে ২০ বারে এক লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা যাবে। এত দিন দিনে দুই বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত। মাসে ১০ বারে ৫০ হাজার টাকা উত্তোলন সুবিধা ছিল।

সূত্র জানায়, ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যায়। এর মাধ্যমে প্রতি মাসে ৫ লাখ টাকা লেনদেন সুযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে বারবার আপত্তি জানালেও সরকার তাতে সায় দেয়নি। এর প্রেক্ষিতেই এমএফএসের লেনদেন সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাজারে সমতা আনতে এ উদ্যোগ। আর এখন মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন অনেক বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে নতুন কর্মসূচি ঘোষণা

khulna-pic-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খুলনায় বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। আগামী ২২ মে থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ করবে শ্রমিকরা। একই সাথে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলে টানা ধর্মঘট অব্যাহত থাকবে। এর আগে ২১ মে পর্যন্ত বিকাল ৪টা থেকে প্রতিদিন তিন ঘন্টা করে রাজপথ-রেলপথ অবরোধ করবে শ্রমিকরা।

রবিবার খুলনার ক্রিসেন্ট জুট মিলের সিবিএ কার্যালয়ে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ-নন সিবিএ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পাটকল শ্রমিক লীগ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, শ্রমিকরা রুজি-রুটির জন্য মিলে কাজ করে। সপ্তাহ শেষে মজুরি দিয়ে সংসার পরিচালনা করে।

অথচ গত ১২ সপ্তাহ শ্রমিকদের মজুরি প্রদান করা হচ্ছে না। এভাবে চললে না খেয়ে মরতে হবে।

তিনি বলেন, গত ৫ মে থেকে শ্রমিকরা পাটকলগুলোর উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট-অবরোধ পালন করছে। অথচ, বিজেএমসি ও সরকারের এ বিষয়ে কোন উদ্যোগ নেই। আন্দোলন জোরদার করতে নতুন কর্মসূচি দেয়া হয়েছে।

এদিকে পাটকল শ্রমিকরা রবিবার বিকালে নগরীর নতুন রাস্তা মোড়, আটরা-গিলাতলা ও রাজঘাট শিল্পাঞ্চলে রাজপথ-রেলপথ অবরোধ করে। এদিন সড়কেই ইফতার ও নামাজ আদায় করেছে শ্রমিকরা। সড়ক ও রেলপথ অবরোধের কারণে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ন্যায্য মূল্যে ধান কিনতে সরকারকে আইনি নোটিশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্য দিয়ে ধান কিনতে খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (১৯ মে) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইমদাদুল হক সুমন এ নোটিশ পাঠান। আগামী তিন দিনের মধ্যে এই পদক্ষেপ নিতে ব্যর্থ হলে, হাইকোর্টে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে ধান ক্রয় করা, চাল আমদানির অনুমতি বাতিল করা এবং চাল রফতানির অনুমতি দিতে পদক্ষেপ নিতে বলা হয়। পাশাপাশি কৃষকেরা যেন ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে একটি নীতিমালা তৈরি করতে সরকারকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

নোটিশ প্রেরণকারী আইনজীবী বলেন, ‘দেশে ইরি-বোরোর বাম্পার ফলন হয়েছে। কিন্তু ধানের ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছেন না। যে কারণে কৃষকরা ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ধানক্ষেতে আগুন দিচ্ছেন। আগামীতে ধান চাষ করবেন না বলেও কৃষকেরা ঘোষণা দিচ্ছেন। কৃষকেরা যদি এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি দেশের জন্য মঙ্গলজনক হবে না। এটি আমাদের জন্য অশনি সংকেত। এ থেকে উত্তোরণের জন্য আমি এ নোটিশ পাঠিয়েছি।’

নোটিশে অতিদ্রুত সরকারের নির্ধারিত এক হাজার টাকা, ১১শ’ টাকা ও ১২শ’ টাকা মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার এবং সরকারের নির্ধারিত মিল কর্তৃপক্ষকে ধান কিনতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কৃষক বাঁচাতে চাল আমদানি বন্ধ করা হবে : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমাদের কৃষককে বাঁচাতে হবে। আর কৃষকদের বাঁচাতে চাল আমদানি বন্ধ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, এ বছর আনইউজুয়ালি আমরা অনেক বেশি খাদ্যশস্য উৎপাদন করতে পেরেছি।

আমাদের যেমন বেশি উৎপাদন হয়েছে, আশপাশের দেশেও তেমনি করে খাদ্য শস্যের উৎপাদন বেড়েছে। বাইরে যদি ডিমান্ড (চাহিদা) থাকত, আমরা রফতানি করতাম। বাইরেও চাহিদা নাই।

তারপরও দেশের কৃষকদের বাঁচাতে চাল আমদানি বন্ধ করা হবে।

তিনি বলেন, আমাদের কৃষককে বাঁচাতে হবে। আমরা সরকার থেকে যেটা করতে পারি, সেটা হলো আমরা আমদানি রেস্ট্রিক্ট (বন্ধ) করতে পারি। সরকারিভাবে আমরা এই কাজটি করব। অবশ্যই রেস্ট্রিক্ট করব।

অর্থমন্ত্রী বলেন, আমার মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার, সেগুলোর প্রতিফলন আপনারা দেখতে পাবেন।

তিনি বলেন,ধান উৎপাদন বেশি হয়েছে। কিন্তু এখন চালের দাম আন্তর্জাতিক বাজারেও কম। চালও প্রয়োজনে ভর্তুকি দিয়ে রফতানি করতে পারি। সেই উদ্যোগটাও আমরা গ্রহণ করবো। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।

অর্থমন্ত্রী বলেন, উৎপাদন করে তারা যদি উৎপাদনের খরচ না পায়, তাহলে একদিকে তারা নিরুৎসাহিত হবে। অন্যদিকে আমরা মনে করি, এটি সরকারের জন্য একটি অনৈতিক বিষয়। সরকারকে সবদিকেই দেখতে হবে, উৎপাদনও দেখতে হবে, উৎপাদনের জন্য সহায়ক যা আছে, এগুলোরও সমাধান দিতে হবে। এটা সরকারের নৈতিক দায়িত্ব। আমি মনে করি, এটা অবশ্যই করণীয়।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ফরচুন সুজ
  2. আইএফআইসি ব্যাংক
  3. এক্সিম ব্যাংক
  4. এসকে ট্রিমস
  5. উত্তরা ব্যাংক
  6. ব্যাংক এশিয়া
  7. পাওয়ার গ্রিড
  8. প্রিমিয়ার ব্যাংক
  9. সিটি ব্যাংক
  10. ইন্দো বাংলা ফার্মা লিমিটেড।

জমি বিক্রি করবে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

altexস্টকমার্কটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ নারায়নগঞ্জে অবস্থিত কোম্পানির জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি নারায়নগঞ্জে জেলার রূপগঞ্জে তেলাবো-মাসাবো এলাকায় অবস্থিত ১৪৫.২৫ ডেসিমল জমি বিক্রি করবে। এ জমির দর পড়বে ২ কোটি ১২ লাখ টাকার উপরে।

কোম্পানিটির এই সব জমি অব্যবহৃত ও নিচু জমি বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

বার্জার পেইন্টসের বাৎসরিক বোর্ড সভা ২৮ মে

BERGERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বিডি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ১০০ শতাংশ বোনাস ও ২০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বে লিজিংয়ের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

bayস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি বে লিজিং শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) ১.৬০ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯.৪৩ টাকা।

আগামী ৩০ জুন ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ জুন।

স্টকমার্কেটবিডি.কম/