আদালতকে না জানিয়ে বিদেশ যেতে পারবে না ড. ইউনূস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিত করা শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তবে তাঁরা জামিনে থাকবেন এবং তাঁদের সাজা (কারাদণ্ড ও জরিমানা) স্বয়ংক্রিয়ভাবে স্থগিত থাকবে। আর ড. ইউনূসসহ দণ্ডিত চারজনকে বিদেশ যেতে হলে আদালতকে জানিয়ে যেতে বলা হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আবেদনে শুনানির পর সোমবার (৫ ফেব্রুয়ারি) রুলসহ এ আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে তৃতীয় শ্রম আদালতের দেওয়া দণ্ড স্থগিত করে গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সরকারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

ড. ইউনূসের বিদেশ যাওয়ার বিষয়ে এ আইনজীবী বলেন, ‘এখন থেকে ড. মুহাম্মদ ইউনূসসহ চার আপিলকারীকে বিদেশে যেতে হলে আইনজীবীর মাধ্যমে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে।’

স্টকমার্কেটবিডি.কম////

বিএসসি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ২৫ দিনের মধ্যে ১৯৭২ সালের ৫ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন সমুদ্রগামী জাহাজের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপরিকল্পিত নির্দেশনায় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে বিএসসি দক্ষতার সাথে প্রতিষ্ঠানের জাহাজ বহর পরিচালনার মাধ্যমে সমুদ্র অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের জন্য খাদ্য নিরাপত্তা, জ্বালানী নিরাপত্তা, দক্ষ মেরিটাইম জনবল তৈরি অব্যাহত রাখার পাশাপাশি মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন ও সাশ্রয় করে চলেছে। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

অদ্য ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি’র) ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১.০০ ঘটিকায় বিএসসি মুক্তিযুদ্ধ কর্ণারের সামনে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়।

বিএসসি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়েোজন করা হয়। আলোচনা সভায় বিএসসির নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, (সি), বিএসপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন বলেন, “বর্তমানে বিএসসি সরকারের পরিবহন খাতে একটি লাভজনক প্রতিষ্ঠান। ২০২২-২৩ অর্থবছরে বিএসসি ২৪৬.২৯ কোটি টাকা লাভ করে। আগামীতে বিএসসির বহরে বিভিন্ন ধরনের ও আকৃতির নতুন নতুন জাহাজ যুক্তকরণ, ভূমি উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম, ভূমির বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধি করে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যম বিএসসির কার্যক্রম অধিক ব্যপ্তিতে সম্প্রসারিত হবে যার প্রেক্ষিতে মুনাফা অর্জনের পাশাপাশি কর্মস্থান সৃষ্টি, দেশের অর্থনৈতিক উন্নয়নসহ মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন ও সাশ্রয়ে বিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএসসি’র নির্বাহি পরিচালক (বাণিজ্য) ড. পীযুষ দত্ত মহোদয়, নির্বাহী পারিচালক (প্রযুক্তি) ইঞ্জি. মোহাম্মদ ইউসুফ মহোদয়, সকল বিভাগীয় প্রধানসহ সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে বিএসসির এবাদতখানায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, উপ-সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন), বিএসসি, চট্টগ্রাম।

স্টকমার্কেটবিডি.কম////

জানুয়ারিতে রপ্তানি বেড়েছে ১১.৪৫ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের জানুয়ারিতে রপ্তানি ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মূলত পোশাক ও অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ায় এই অগ্রগতি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-জানুয়ারি সময়ের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার হয়েছে।

তবে ইপিবির তথ্য থেকে জানা গেছে, জানুয়ারির রপ্তানি মাসিক লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের চেয়ে শূন্য দশমিক ৬৯ শতাংশ কম।

একইসঙ্গে জুলাই-জানুয়ারির রপ্তানি আয় ৩৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ২৮ শতাংশ কম।

স্টকমার্কেটবিডি.কম///

কারখানা বন্ধ, তবুও শেয়ারের দর বেড়েছে ৪৫০ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার দেখা গেছে, একটি কোম্পানির শেয়ারের দাম গত ছয় মাসে ৪৫০ শতাংশের বেশি বেড়েছে। অথচ কোম্পানিটির কারখানা বন্ধ পাওয়া গেছে।

সাধারণত কোনো কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণগুলো ব্যাখ্যা করতে বলে প্রিমিয়ার স্টক এক্সচেঞ্জটি।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের ৪২২ শতাংশ বা পাঁচগুণ দর বাড়ার ক্ষেত্রেও একই কাজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই কোম্পানিটির কাছে জানতে চেয়েছে, শেয়ারের দর মাত্র অর্ধেক বছরের ব্যবধানে ৯ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৫১ টাকা ৭ পয়সায় দাঁড়িয়েছে, এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না।

গত বছরের ৭ নভেম্বর প্রথমবারের মতো ডিএসই এই তথ্য জানতে চাইলেও খুলনা প্রিন্টিং এখনো কোনো জবাব দেয়নি।

এরপর গত বছরের ২৬ নভেম্বর ও চলতি বছরের ৩১ জানুয়ারি ডিএসই আবারও কারণ জানতে চায়, সেই প্রশ্নের জবাবে একটি শব্দও জানায়নি কোম্পানিটি। পরে গতকাল রোববার খুলনা প্রিন্টিংয়ের উৎপাদন ইউনিট পরিদর্শন ও তদন্ত করতে যান ডিএসই প্রতিনিধি দল। অথচ, তাদের কারখানাটি বন্ধ পাওয়া গেছে।

জানা গেছে, অব্যাহত লোকসানের কারণে ২০১৯-২০ অর্থবছরের পরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন : রাষ্ট্রদূত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, ‘এটা আরও বাড়াতে চাই।’

আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।

তিনি বলেন, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে কাজ করছি আমরা। সেসব ক্ষেত্রে বাজেট সহায়তা নিয়েও কথা বলেছি আমরা। বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ২৪ বিলিয়ন ইউরোর বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে ইউরোপিয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তার পরিকল্পনা জানতে পেরে আমরা বেশ আশাবাদী। কাজেই বাংলাদেশের সহায়তা অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে আমাদের প্রত্যাশা বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় স্থানে বিডি থাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৭১ লাখ টাকা।

ফুয়াং ফুডসের ৪৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ৪৫ কোটি ৮২ লাখ, কর্নফুলি ইন্স্যুরেন্সের ৩৫ কোটি ৮ লাখ, আইটি কনসালটেন্টসের ৩১ কোটি ৮৪ লাখ, আইএফআইসি ব্যাংকের ৩১ কোটি ৫৪ লাখ, ইভেন্সি টেক্সটাইলের ২৯ কোটি ৬ লাখ, ফরচুন সুজের ২৮ কোটি ৫১ লাখ ও অলিম্পিক এক্সেসরিজের ২৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. বিডি থাই এলুমিনিয়াম
  3. ফুয়াং ফুডস
  4. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  5. কর্নফুলি ইন্স্যুরেন্স
  6. আইটি কনসালটেন্টস
  7. আইএফআইসি ব্যাংক
  8. ইভেন্সি টেক্সটাইল
  9. ফরচুন সুজ
  10. অলিম্পিক এক্সেসরিজ।

ডিএসইতে দিনের লেনদেন ১৬’শ কোটি টাকা ছাড়ালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়ে ১৬’শ কোটি টাকা ছাড়িয়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩২২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৫৪ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৫৮০ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৬১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৩টির আর অপরিবর্তিত আছে ৪১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, বিডি থাই এলুমিনিয়াম, ফুয়াং ফুডস, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, কর্নফুলি ইন্স্যুরেন্স, আইটি কনসালটেন্টস, আইএফআইসি ব্যাংক, ইভেন্সি টেক্সটাইল, ফরচুন সুজ ও অলিম্পিক এক্সেসরিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৮৭.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৭২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে এ্যাপেলা ইস্পাত ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বারাকা পাওয়ারের ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ফিউশন হোল্ডিং লিমিটেড নামে কোম্পানিটির এক করপোরেট পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রয় করবে। এই পরিচালকের হাতে কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ ৪৭ হাজার শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক ও ব্লক মার্কেটে এসব শেয়ার বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেষ্ট হোল্ডিংয়ের লেনদেন শুরু আগামীকাল 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বেষ্ট হোল্ডিং লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “BESTHLDNG” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ১৯০০০৫ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস