বিদেশি বিনিয়োগ আনতে না পারা আমাদের ব্যর্থতা : এম খায়রুল

Broker-House-1নিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কম। আর এই বিদেশি বিনিয়োগ আনতে না পারা আমাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

শনিবার (১৬ জুলাই) রাজধানীর মতিঝিলের মধুমিতা ভবনে ডিএসই ব্রোকারস এসোসিয়েশনের (ডিবিএ) নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, যুক্তরাজ্যের গণভোট বেক্সিটের পক্ষে যাওয়ায় চাপে পড়েছিল ভারতের শেয়ারবাজার। পরের দিনই ভারতের সূচক কমে ১০০০ পয়েন্ট। কিন্তু আমাদের উপর সে প্রভাব পড়েনি। এটা মোটেই খুশির কথা নয়।

তিনি জানান, আমাদের শেয়ারবাজারে বেক্সিটের প্রভাব না পরার কারণ, আমাদের বিদেশি বিনিয়োগকারী কম। আমরা বিদেশি বিনিয়োগ আনতে ব্যর্থ হচ্ছি।

এসময় তিনি বলেন, নতুন কোম্পানির আইপিও অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছতা বেড়েছে। পাশাপাশি কোম্পানিগুলোকে আগের মতো আর জটিলতায় পড়তে হচ্ছে না। যা আগে ব্যাপক ছিল।

খায়রুল হোসেন বলেন, একটি শক্তিশালী শেয়ারবাজার গঠনের লক্ষে বিএসইসি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসাবে পাবলিক ইস্যু রুলস-২০১৫ গঠন করা হয়েছে। এতে শেয়ারবাজারে আসতে হলে কোম্পানিগুলোকে অনেক বেশি তথ্য প্রদান করতে হয়। যাতে অনেক স্বচ্ছতা এসে গেছে।

এসময় শেয়ারবাজারের উন্নয়নে ডিবিএ’র কর্মকান্ডে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সাথে দূরত্ব কমিয়ে আনার আহবান করেন খায়রুল হোসেন। এছাড়া প্রত্যেকটি ব্রোকারেজ হাউজে গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদেরকে প্রভাবিত করা বন্ধ করার আহবান করেন।

খায়রুল হোসেন বলেন, শেয়ারবাজারের স্বার্থে অনেক সংস্কার করা হয়েছে এবং আরো সংস্কার দরকার আছে। তবে সংস্কারের কারনে কারো কাজে সমস্যা হলে তা সমাধান করা হবে।

এদিকে স্টক এক্সচেঞ্জের জন্য আগামি ডিসেম্বরে স্ট্র্যাটেজিক পার্টনার আনার সময় শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন খায়রুল হোসেন। কিন্তু ডিসেম্বরে এসে যদি সময় বাড়ানোর দাবি করা হলে, তা পুরো মার্কেটের জন্য দুঃসংবাদ হবে। এক্ষেত্রে সময় চাইলে হয়তো বাড়ানো হবে। তবে এই পার্টনার পাওয়ার জন্য স্টক এক্সচেঞ্জ যে কাজ করছে তা দেখাতে হবে।

কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা বলেন, শেয়ারবাজারে ডিমিউচুয়ালাইজেশন পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে। বাজারের স্বার্থে ডিবিএ মার্কেট মেকিং রুল ও পলিসিগত বিষয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

ডিবিএ’র প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী তিন মাসের মধ্যে সংগঠনটির নির্বাচন হবে। এই নির্বাচনে নতুন নেতৃত্ব উঠে আসবে। এর পর কমিশনের নেতৃত্বে সারা দেশে বিনিয়োগকারীদের আর্থিক শিক্ষাপ্রদান করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন এমডি একেএম মাজেদুর রহমান বলেন, অর্থনীতির সঙ্গে শেয়ারবাজার অঙ্গাঙ্গিভাবে জড়িত। এতেদিন অর্থনীতির ব্যাংক সেক্টরে কাজ করেছি এখন শেয়াবাজার নিয়ে কাজ করবো। এটি আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং আমি সব সময় চ্যালেঞ্জিং কাজ করতে ভালোবাসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন ও সভাপতি হিসাবে ডিবিএ’র প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন। এছাড়া বিএসইসি’র কমিশনার অধ্যাপক স্বপন কুমার বালা, সালাম শিকদার, ডিএসই’র চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক একেএম মাজেদুর রহমান, বিএসইসি-ডিএসই-সিএসইসির পরিচালকবৃন্দ ও ডিবিএ’র সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/এম

বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক আকবর আলী

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে যোগদান করেছেন আকবর আলী শেখ। তিনি গঠিত এ বিশেষ ট্রাইব্যুনালের দ্বিতীয় বিচারক। এর আগে তিনি কুমিল্লায় বিশেষ জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজধানীর পুরানা পল্টনে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বিশেষ ট্রাইব্যুনালের প্রথম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো. হুমায়ুন কবির। তার পদেই বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আকবর আলী শেখ। হুমায়ুন কবির বর্তমানে রংপুরে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২৯ জুন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. মাহবুবার রহমান সরকার স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক পরিবর্তনের এ তথ্য প্রকাশ করা হয়।

জানা গেছে, ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর এ দাবি আরও জোরালো হয়। পুনর্গঠিত বিএসইসি বিভিন্ন আইন সংশোধনের পাশাপাশি আলাদা ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

২০১৫ সালের ২১ জুন এ ট্রাইব্যুনালের প্রথম বিচারিক কার্যক্রম শুরু হয়। ১৯৯২ থেকে ২০১৫ সাল পর্যন্ত শেয়ার কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে বিএসইসির দায়ের করা মামলাগুলো এ বিশেষ ট্রাইব্যুনালের আওতায় নিষ্পত্তি হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. একমি ল্যাব.
  2. শাহজিবাজার পাওয়ার
  3. এমজেএল বিডি
  4. বিএসআরএম লি.
  5. ইসলামী ব্যাংক
  6. ডিবিএইচ
  7. ইউনাইটেড পাওয়ার
  8. আমান ফিড
  9. স্কয়ার ফার্মা
  10. এসিআই ফর্মূলেশন।

ডিএসইতে কমলেও বেড়েছে সিএইসইর লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে। তবে এদিন আগের দিনে চেয়ে সূচকের উর্ধ্বগতি ছিল। অনূদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার সেখানে ৪৫০ কোটি ৩২ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২০ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ৪.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৮৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ১২২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাব., শাহজিবাজার পাওয়ার, এমজেএল বিডি, বিএসআরএম লি., ইসলামী ব্যাংক, ডিবিএইচ, ইউনাইটেড পাওয়ার, আমান ফিড, স্কয়ার ফার্মা ও এসিআই ফর্মূলেশন।

এদিকে শনিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ২৩ কোটি ৮৩ টাকার শেয়ার লেনদেন হয়। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল হেডেলবার্গ ও এপ্রেক্স ফুটওয়ার।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

ফেডারেল ইন্স্যুরেন্সের ৬৭,০০০ শেয়ার ক্রয়

federal-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুইজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মো: আব্দুল খালেক ও মিসেস খাদিজাতুল আনোয়ার নামে বীমার এই দুই পরিচালক প্রতিষ্ঠানটির যথাক্রমে ৩৪ হাজার ও ৩৩ হাজার শেয়ার ক্রয় করবেন।

এই উদ্যোক্তারা এসব শেয়ার বাজার দরে ক্রয় করবেন।

তারা এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে বীমাটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ইভেন্সি টেক্সটাইলের লেনদেন শুরু আজ

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্সি টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আজ রবিবার। আগামী ১৭ জুলাই দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ETL” এবং ডিএসইতে কোম্পানি কোড-17472 নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

অবৈধভাবে ‘গো ব্রডব্যান্ড’ ইন্টারনেট সেবা দেওয়ায় গ্রামীণফোনকে নোটিস

grameenস্টকমার্কেট ডেস্ক :

অবৈধভাবে অপটিক্যাল ফাইবারের (তার) মাধ্যমে গ্রাহকদের ‘গো ব্রডব্যান্ড’ ইন্টারনেট সেবা দেওয়ায় মোবাইল অপারেটর গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে বিটিআরসি।

গত বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার এ সংক্রান্ত চিঠি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়।

টেলিযোগাযোগ আইন ভঙ্গ করে ‘গো ব্রডব্যান্ড’ সেবাটি অবৈধভাবে সোনালী ব্যাংককে কেন দেওয়া হয়েছে, চিঠিতে তা জানতে চেয়েছে বিটিআরসি।

গ্রামীণফোন নোটিসের সন্তোষজনক উত্তর দিতে না পারলে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে বলে বিটিআরসি কর্মকর্তারা জানিয়েছেন।

বিটিআরসি সচিব সরওয়ার আলম বলেন, “কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। গ্রামীণফোন উত্তর দেওয়ার পর কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।”

গ্রামীণফোনের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না- আগামী ৩০ দিনের মধ্যে তার উত্তর চেয়েছে বিটিআরসি।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অফ এক্সটারনাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল বলেন, “আমরা বিটিআরসি থেকে নোটিস পেয়েছি এবং সে অনুযায়ী আমাদের জবাব দেব।”

চিঠিতে বলা হয়েছে, সোনালী ব্যাংককে ইন্টারনেট সেবা দিতে গ্রামীণফোন ফাইবার অপটিক সংযোগ প্রতিষ্ঠা করেছে, যা মোবাইল অপারেটর লাইসেন্সের নীতিমালা-বিরুদ্ধ।

টু জি ও থ্রি জি লাইসেন্স নীতিমালা অনুযায়ী, মোবাইল অপারেটরগুলো শুধু মোবাইল ডিভাইস এবং মডেমের মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে পারে।

চিঠিতে বলা হয়, ইন্টারনেট সেবা দিতে গ্রামীণফোন সোনালী ব্যাংকের সঙ্গে যে চুক্তি করেছিল, তা কমিশনের অনুমতি নিয়ে করেনি এবং এ সেবা দিতে গ্রামীণফোনের এ ধরনের কোনো লাইসেন্স নেই।

২০১২ সালের জুন মাসে গ্রামীণফোন আইএসপি (ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান) অগ্নি ও এডিএনের সঙ্গে যৌথভাবে ইন্টারনেট সেবার অনুমতি পায়।

ওই অনুমতিপত্রে বলা আছে, ‘কেবল মাত্র কো-অর্ডিনেশন সার্ভিস’ নামে এডিএন ও অগ্নি আইএসপির সঙ্গে গ্রামীণফোনের গ্রাহক সেবাকেন্দ্র ব্যবহার করে ‘ইনফাস্ট্রাকচার শেয়ারিং’ নীতিমালা অনুযায়ী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারবে।

প্রাথমিক অবস্থায় চুক্তির মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছিল।

কেবল ‘এডিএন’ ও ‘অগ্নি’ নামের দুটি আইএসপি প্রতিষ্ঠান কো-অর্ডিনেশনেটেড সেবা দিতে পারবে বলে পরিষ্কারভাবে অনুমতিপত্রে বলা থাকলেও গ্রামীণফোন তা না মেনে আইএসপি সেবা দিয়েছে বলে বিটিআরসি কর্মকর্তারা জানান।

বিটিআরসি বলছে, সোনালী ব্যাংকে ‘গো ব্রডব্যান্ড’ নামে গ্রামীণফোন ট্রান্সমিশন সংযোগ দিয়েছে। এটি ইনফ্রাস্ট্রাকচার নীতিমালার ৪ দশমিক ৭ এবং ৪ দশমিক ৮ নম্বর শর্তানুযায়ী সম্পূর্ণ অবৈধ।

আইন অনুযায়ী, মোবাইল ফোন অপারেটররা অপটিক্যাল ব্যাকবোন ট্রান্সমিশন স্থাপন করতে পারে না। এর অনুমোদন রয়েছে শুধু অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবাদানকারী ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) প্রতিষ্ঠানগুলোর।

গ্রামীণফোন ‘গো ব্রডব্যান্ড’ নিয়ে কয়েকটি অনিয়ম করেছে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, গ্রামীণফোন ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইন অমান্য করেছে। নীতিমালা অনুসারে তারা অনুমতি ছাড়া ইনফ্রাস্টকচার শেয়ার বা লিজ দিতে পারে না। গ্রামীণফোন অন্য সব মোবাইলফোন অপারেটরের মতই কোনো ওয়্যার কানেকটিভিটি দিতে পারে না।

বিটিআরসি একজন কর্মকর্তা বলেন, “এর আগে দুই দফা গ্রামীণফোনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় কমিশন এ বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেওয়ার সিদ্ধান্ত নেয়।”

কমিশনের চিঠিতে সোনালী ব্যাংকে ইন্টারনেট সার্ভিস ও ট্রান্সমিশন সেবা দিতে গ্রামীণফোনের সম্পাদিত চুক্তি বাতিল করার নির্দেশও দেওয়া হয়েছে।

গ্রামীণফোনকে পাঠানো চিঠির একটি অনুলিপি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপককেও পাঠানো হয়েছে।

‘গো ব্রডব্যান্ড’ সার্ভিস নামে সোনালী ব্যাংকে ফাইবার অপটিক সংযোগ দিয়েছে এই মর্মে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) গত ২৮ ফেব্রুয়ারি লিখিতভাবে রেগুলেটরের কাছে অভিযোগ করার পরই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। সূ্ত্র : বিডিনিউজ

স্টকমার্কেটবিডি.কম/

বিজিআইসির ঋণমান প্রকাশ

bgic-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে অরগস ক্রেডিট রেটিং সারবিস লিমিটেড (এসিআরএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০১৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ