ঈদের আগে রেমিট্যান্স কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে রেমিট্যান্স আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ২৩ শতাংশ কমে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সাধারণত ঈদুল ফিতরের আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ে, কিন্তু এ বছর ঈদের আগের মাস মার্চে রেমিট্যান্স কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ চ্যানেলে বা হুন্ডির কারণে রেমিট্যান্স কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে যে রেমিট্যান্স এসেছে তা আগের মাসের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ কম। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

স্টকমার্কেটবিডি.কম///

অতীতের রেকর্ড ভাঙ্গলো স্বর্ণের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে স্বর্ণের দামে। প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ২৫০ ডলার ছাড়িয়ে গেছে।

সোমবার লেনদেন শুরু হতেই স্বর্ণের দামে বড় উত্থান হয়েছে। শুধু সোমবার নয়, মার্চ মাসজুড়েই বিশ্ববাজারে স্বর্ণের দাম এমন লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

এর মধ্যে গত সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়ে ৫১ দশমিক ৪৬ ডলার বা ২ দশমিক ২৬ শতাংশ। আর মার্চ মাসে বেড়েছে ২০০ ডলারের ওপরে।

সোমবার লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে ২ হাজার ২৫০ ডলারের মাইলফলক স্পর্শ করে।

বিশ্ববাজারের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ১৮০ দশমিক ৯২ ডলার।

সেখান থেকে বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ২৩২ দশমিক ৩৮ ডলারে থিতু হয় সপ্তাহ শেষে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়ে ৫১ দশমিক ৪৬ ডলার বা ২ দশমিক ২৬ শতাংশ।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণ উল্লেখ করে সেদিন সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করে হয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

ইউনিয়ন ব্যাংক পিএলসি. সমৃদ্ধির ১২ বছরে পদার্পণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আধুনিক প্রযুক্তিনির্ভর শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি.সমৃদ্ধির১২ বছরে পদার্পণউপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এ. বি. এম.মোকাম্মেল হক চৌধুরী বলেন, “ইউনিয়ন ব্যাংকের সফলতার পেছনে ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, সর্বোপরি দেশবাসীর অশেষ অবদান রয়েছে। তাই আজকের এই দিনে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদএবংমোঃ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ। এ উপলক্ষে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

বাসভাড়া প্রতি কিলোমিটারে ৩ পয়সা কমানোর সুপারিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাসের ভাড়া নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত কমিটি প্রতি কিলোমিটারে ৩ পয়সা ভাড়া কমানোর সুপারিশ করেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের নেতৃত্বে গঠিত কমিটির সভায় আজ সোমবার এ সুপারিশ করা হয়।

প্রস্তাবে বলা হয়েছে, আন্তঃনগর বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সার পরিবর্তে ২ টাকা ১২ পয়সা হবে।

সিটি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সার পরিবর্তে ২ টাকা ৪২ পয়সা হবে।

এ সুপারিশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হবে এবং অনুমোদন পেলে বিভাগ সার্কুলার জারি করবে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান।

স্টকমার্কেটবিডি.কম////

মার্জিন কমলেও ব্যাংক ঋণের সুদ ১৩ শতাংশ ছাড়িয়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণের সুদহার বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ওপর চাপ কমাতে ব্যাংকগুলো ঋণের সুদহার নির্ধারণে যে মার্জিন ব্যবহার করে তা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছয় মাসের মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট বেঞ্চমার্ক রেটের ওপর ব্যাংকগুলো সর্বোচ্চ ৩ শতাংশ মার্জিন আরোপ করতে পারবে, আগে যা ছিল ৩ দশমিক ৫ শতাংশ।

মার্জিন কমানোর ফলে এপ্রিলে ঋণের সর্বোচ্চ সুদহার হতে পারে ১৩ দশমিক ৫৫ শতাংশ।

স্মার্ট রেট দুই অঙ্কের সীমা অতিক্রম করায় বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। মার্চ শেষে স্মার্ট ১০ দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

ঈদে বাড়তি ছুটির দাবি নাকচ করল মন্ত্রিসভা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ছুটি যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ ছুটি বাড়ছে না। আগামী ৯ এপ্রিল বাড়তি এক দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছিল আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে।

এর মধ্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। ঈদের ছুটির আগে সাপ্তাহিক ছুটি ও শবেকদরের ছুটি। ঈদের পরও সাপ্তাহিক ছুটি এবং নববর্ষের ছুটি।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস: ২য় স্থানে সেন্ট্রাল ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ টাকা।

ফুয়াং সিরামিকসের ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৬ কোটি ৬৬ লাখ, মালেক স্পিনিংর ১৫ কোটি ৬৭ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি ২৫ লাখ, এমারেল্ড ওয়েলের ১৪ কোটি ৪১ লাখ, আইটি কনসালটেন্টসের ১২ কোটি ৪৬ লাখ, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৯৮ লাখ ও গোল্ডেন সনের ৯১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. শাইনপুকুর সিরামিকস
  2. সেন্ট্রাল ফার্মা
  3. ফুয়াং সিরামিকস
  4. এশিয়াটিক ল্যাবরেটরিজ
  5. মালেক স্পিনিং
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. এমারেল্ড ওয়েল
  8. আইটি কনসালটেন্টস
  9. লাভেলো আইসক্রিম
  10. গোল্ডেন সন।

দিনশেষে দুই এক্সচেঞ্জেই সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৬১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯৫পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৮২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৬৭ কোটি টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩১৫টির আর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – শাইনপুকুর সিরামিকস, সেন্ট্রাল ফার্মা, ফুয়াং সিরামিকস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড ওয়েল, আইটি কনসালটেন্টস, লাভেলো আইসক্রিম ও গোল্ডেন সন।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১৭.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬২৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৩৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৯২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শাইনপুকুর সিরামিকস ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

কেয়া নীট কম্পোজিটের কারখানায় শ্রমিক বিক্ষোভ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ীতে জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নীট কম্পোজিট পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন।

আজ সোমবার সকাল সোয়া ৯টায় এই প্রতিবেদন লেখার সময় শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জরুন এলাকায় কেয়া নীট কম্পোজিট লিমিটেডের প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন। আজ ভোর ৬টায় তারা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘শ্রমিকরা বকেয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।’

তিনি জানান—গাজীপুরের শিল্প পুলিশ, কোনাবাড়ী থানা পুলিশ, সিটি এসবি পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

কেয়া নীট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ—কারখানা কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারির বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস ‘দিই’ ‘দিচ্ছি’ বলেও দিচ্ছে না।

শ্রমিকেরা জানান—বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কেয়া নীট কম্পোজিট লিমিটেড প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া ডেইলি স্টারকে বলেন, ‘শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শুধু ফেব্রুয়ারি বেতন বকেয়া আছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।’

স্টকমার্কেটবিডি.কম///