যমুনা ব্যাংকের নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড অনুমোদন

jamuna -smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত যমুনা ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৩৭ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

এই বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে আইডিএলসি ফাইন্যান্স ও যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ঢাকা ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

dhakaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৩৭ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে গ্রিন ডেল্টা ইস্যুরেন্স কোম্পানি এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আইনের আওতায় আনা হবে: শ্রম প্রতিমন্ত্রী

8e7d1e7882f23acb1dd39bf4acff11d2-5abb7e95add04স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্মাণ শিল্পে নিরাপত্তা সর্বাগ্রে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, ‘এ শিল্পের শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আইনের আওতায় আনা হবে।’

বুধবার (২৮ মার্চ) রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) জাতীয় সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সম্প্রতি ওয়ার্ল্ড স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের সদস্য হয়েছে। সরকার দক্ষতা উন্নয়ন কাউন্সিলের (এনএসডিসি) অধীনে সেক্টর ভিত্তিক ৬ মাস বা ১ বছর মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের বিশ্বের অন্যান্য দেশের সমমানের সনদ দেওয়া হবে। এতে এনএসডিসি থেকে শ্রমিকরা বিশ্ব মানের সনদ নিয়ে নির্দিষ্ট কাজে বিদেশে গেলে অন্য দেশের শ্রমিকদের সমমানে মজুরি পাবেন।’

তিনি বলেন, ‘শ্রমিকদের জন্য অংশগ্রহণমূলক ভবিষ্যৎ তহবিল (পিপিএফ) গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।’ তিনি নির্মাণ শ্রমিকদের গুচ্ছ বীমায় নিয়মিত চাঁদা দেওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ হাসপাতালে শুধু শ্রমিকদের জন্য ১০০ শয্যা সংরক্ষিত থাকবে। শ্রমিকরা নামমাত্র মূল্যে বিভিন্ন রোগের জন্য পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সুযোগ পাবেন। শুধু শ্রমিকদের জন্য উন্নতমানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ বর্তমান সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। নির্মাণ শ্রমিকসহ প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষার জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকা অর্থ সহায়তা করা হচ্ছে।’

ইনসাব-এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. ওসমান গনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সালাউদ্দিন খোকা মোল্লা, প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার হাওলাদার ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম শহিদুল হক ফারুক প্রমুখ। সম্মেলন শেষে ইনসাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

অর্থ পাচার রোধ করতে হবে: দুদক চেয়ারম্যান

Dudak-chairস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশকে উন্নয়নশীল হিসেবে গড়ে তুলতে হলে অর্থ পাচার রোধ করতে হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুদক আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

যেকোনো উপায়ে দেশ থেকে অর্থ পাচার রোধ করার ওপর গুরুত্ব দেন দুদক চেয়ারম্যান। বর্তমানে দুদক বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করছে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, অর্থ পাচারে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে। পুরোপুরি দূর করতে হলে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ করার ওপর জোর দেন তিনি।

মানববন্ধনে দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শেয়ারবাজারের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে আবারও চরম আস্থাহীনতা দেখা দিয়েছে। প্রতিদিনই কমছে সূচক ও শেয়ারের দাম। নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। নির্বাচন সামনে রেখে সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল বছরটিতে শেয়ারবাজার ভালো যাবে। কিন্তু বাস্তবে ঘটছে উল্টো।

অব্যাহত দরপতনে সাধারণ বিনিয়োগকারীর মধ্যে ১৯৯৬ ও ২০১০ সালের বাজারধসের আতঙ্ক আবারও ভর করছে। শেয়ারবাজারের এ দুটি বড় কেলেঙ্কারির ঘটনাই ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনামলে।

কয়েক দিনে বাজারের একাধিক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ একেবারেই কমে গেছে। অনেক ব্যাংক তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে টাকা তুলে নিয়ে অন্যত্র খাটাচ্ছে। ব্যাংক খাতে হঠাৎ করে আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় অনেকে শেয়ারবাজারের পরিবর্তে ব্যাংকে টাকা লগ্নি করছেন।

শেয়ারবাজারের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, সাম্প্রতিক দরপতনে সবচেয়ে বেশি কমছে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের শেয়ারের দাম। গতকালও ব্যাংক খাতের লেনদেন হওয়া প্রতিটি শেয়ারের দাম গড়ে ২ শতাংশ এবং আর্থিক খাতের প্রতিটি শেয়ারের দাম গড়ে সোয়া ২ শতাংশের মতো কমেছে। সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতেই এসব কোম্পানির শেয়ার বেশি থাকে।

এদিকে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী ইস্যুকে কেন্দ্র করে মতিঝিলের শেয়ারবাজারে পাড়ায় বেশ কিছু দিন ধরে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। চীন ও ভারতের আলাদা দুটি জোট ডিএসইর শেয়ার কিনতে আগ্রহী। চীনের জোটের কাছে শেয়ার বিক্রি করতে এককাট্টা ডিএসইর সদস্যরা। বাজারে গুঞ্জন রয়েছে, যদি চীনের প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রির অনুমোদন দেওয়া না হয়, তবে বাজারে তার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এমন এক পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চীনের প্রস্তাবের আইনি দিক নিয়ে প্রশ্ন তুলেছে। প্রস্তাবটি সংশোধন করে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে বিএসইসি।

গত জানুয়ারির মাঝামাঝি থেকে বাজারে পতন শুরু হয়। তাতে গত তিন মাসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ৭৬২ পয়েন্ট। এর মধ্যে ১ মার্চ থেকে গতকাল পর্যন্ত মাত্র ১৭ কার্যদিবসে কমেছে প্রায় ৩৭৯ পয়েন্ট।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ঋণ আমানত অনুপাত (এডিআর) কমানোর ঘোষণার পর থেকেই মূলত শেয়ারবাজারে দরপতন শুরু হয়। চাপে পড়ে বাংলাদেশ ব্যাংক এডিআর সমন্বয়ের সময় বাড়ালেও শেয়ারবাজারের পতন থামেনি।

বেশির ভাগ বিনিয়োগকারী মনে করেন, নিয়ন্ত্রক সংস্থার তদারকি দুর্বলতার কারণেই বাজারে নানাভাবে কারসাজির ঘটনা ঘটে। দেখা যায়, যেদিন বাজারে বিএসইসির তদারকি শক্তিশালী থাকে, সেদিন খুব বেশি সূচক কমে না। একাধিক বিনিয়োগকারী বলেছেন, বাজারে যদি সংকটই থাকবে তাহলে মাঝেমধ্যে বড় ধরনের উল্লম্ফন ঘটে কীভাবে? আসলে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য বাজারকে নানাভাবে ব্যবহার করছে। আর তাতে বারবার নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের এমডির নাম ঘোষণা ১৩ মে

ISNLTDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৩ মে আহবান করা হয়েছে। এই সভায় কোম্পানিটি ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নাম ঘোষণা করবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আর্টিক্যাল অফ এসোসিয়েশনের ১০৬ ধারা অনুযায়ী এই বিষয়টিতে শেয়াহোল্ডারদের অনুমোদন নিতে এই ইজিএম আহবান করা হয়েছে।

রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্তিত টিএমসি ভবনের (৪র্থ তলায়) কোম্পানির প্রধান কার্যালয়ে বিকাল ৪ টায় ইজিএমটি অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১৭ এপ্রিল।

গত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডাদের কোনো লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা ৪ এপ্রিল

standardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ৪ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিল কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. রেনাটা লিমিটেড
  2. স্কায়ার ফার্মা
  3. ব্র্যাক ব্যাংক
  4. গ্রামীন ফোন
  5. সালভো কেমিক্যাল
  6. ইফাদ অটোস
  7. মার্কেন্টাইল ব্যাংক
  8. ফার্মা এইড
  9. সিটি ব্যাংক
  10. মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

ডিএসই ও সিএসইতে কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২৭৭ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কমেছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সংমিশ্রনে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৭ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৩১১ কোটি ৪৪ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬০ টির। আর দর অপরিবর্তিত আছে ৬০ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – রেনাটা লিমিটেড, স্কায়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীন ফোন, সালভো কেমিক্যাল, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ফার্মা এইড , সিটি ব্যাংক ও মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

এদিন লেনদেন হয়েছে ১০ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১২ কোটি ২৭ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম ও বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

 

ডেল্টা ব্রাক ও নিটল ইন্স্যুরেন্সের লেনদেন স্থগিত বৃহস্পতিবার

trade suspended logo mmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্রাক হাউজিং ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানি দুইটি আগামী ২৯ মার্চ বৃহস্পতিবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে কোম্পানি দুইটি বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী রবিবার থেকে কোম্পানি দুইটি লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম