ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৩তম এজিএম অনুষ্ঠিত

Delta_Life_Insurance_AGM[1]স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লে: জেনারেল এম. নুর উদ্দিন খান পিএসসি (অব:) সভাপতিত্ব করেন।

সভায় ২০১৮ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য জেয়াদ রহমান, কাজী ফজলুর রহমান, মোহাম্মদ শামস্-উল ইসলাম,
সালাহ্উদ্দিন আহমদ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান এসিআইআই (ইউকে) উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

অনির্দিষ্টকালের কর্মবিরতির কবলে চট্টগ্রাম বন্দর

saport-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতগামী জাহাজের নাবিকদের ল্যান্ডিং পাস নিশ্চিত, শ্রমিকদের খোরাকি ফি, মধ্যবর্তী ভাতাসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন লাইটারেজ জাহাজের শ্রমিকরা।

মঙ্গলবার রাত ১২টা ১মিনিট থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। কর্মবিরতি চলাকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাস এবং দেশের সকল নৌরুটে লাইটারেজ জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন। এনিয়ে গত চার মাসে দুইবার ধর্মঘটে গেলো নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, গত ১৫ এপ্রিল লাইটার জাহাজের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে গেলে শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ফলপ্রসূ আলোচনা ও দাবি পূরণের চুক্তি স্বাক্ষরিত হওয়ায় নৌযান শ্রমিকরা আন্দোলন স্থগিত করেছিলো।

ওই যৌথ সভায় ৪৫ দিনের মধ্যে তখনকার ১১ দফা দাবি পূরণের সিদ্ধান্ত ও চুক্তি স্বাক্ষরের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছিলো। নৌযান শ্রমিক সংগঠনের বেঁধে দেওয়া ৪৫দিন সময় পার হয়ে আরো প্রায় আড়াই মাস পার হওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় ফের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে কর্ণফুলী নদীতে প্রায় দেড় হাজার লাইটার জাহাজ, বার্জ, অয়েল ট্যাংকার অলস বসে আছে বলে জানা যায়। তবে যাত্রীবাহী জাহাজের মালিক-শ্রমিকদের সঙ্গে চুক্তি হওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বুধবার দুপুরে। সারাদেশের অন্যান্য নৌযান শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, ১৫ দফা দাবিতে আমরা লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছি। তাই বন্দরে পণ্য খালাস বন্ধ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

কোরবানির ঈদে স্টেরয়েড যুক্ত গরু বাজারজাতকরণ বন্ধের দাবি

202540_bangladesh_pratidin_Ctg-Pic--02-(24_07_19)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির গরু বাজারে স্টেরয়েড যুক্ত গরু-মহিষ আমদানি ও বিক্রি বন্ধ এবং পশুর বাজার ভোক্তা বান্ধব করার দাবি করা হয়েছে। বুধবার নগরের খুলশীতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ক্যাবের উদ্যোগে অনুষ্ঠিত ‘পোল্ট্রি সেক্টরে সুশাসন’ প্রকল্পের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব দাবি করা হয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্র্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিটিশ কাউন্সিল প্রকাশ প্রকল্পের অ্যাডভাইজর কামরুন্নেসা নাজলী, ক্যাব কেন্দ্রিয় কার্যালয়ের প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম, থানা পশু সম্পদ কর্মকর্তা ডা. জাকিয়া আকতার, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, চট্টগ্রাম নগর সভাপতি জেসমিন সুলতানা পারু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নিরাপধ খাদ্য নিশ্চিতে খামারীর উৎপাদন থেকে শুরু করে পরিবহন, বাজারজাতকরণ, গুদামজাতকরণ ও রান্নায় পরিবেশন পর্যন্ত নিরাপদ খাবারের যাবতীয় নিয়মগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।

অন্যথায় নিরাপদ খাবারও অনিরাপদ হয়ে যেতে পারে। তাছাড়া পোল্ট্রি বিক্রেতারা যত্রতত্র ক্ষুদ্র অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি বিক্রি করার কারণেও নানারকম রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে পোল্ট্রি মুরগি অনিরাপদ হয়ে যাচ্ছে। বিষয়টি বারবার তাদেরকে জানানোর পরও মুরগি জবাই ও সংরক্ষণ ব্যবস্থায় উন্নয়ন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

অবৈধভাবে বিদেশে যাওয়া বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ

labourস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবৈধভাবে বিদেশে যাওয়া শ্রমিকদের মৃত্যু ও মানবেতর জীবন যাপনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
একইসঙ্গে অবৈধভাবে বিদেশে শ্রমিক পাঠানো বন্ধ এবং বিভিন্ন দেশে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের বৈধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ৪ বছরে (২০১৪-১৮) বৈধভাবে বিদেশে গেছে ৩৪ লাখ ৮২ হাজার ২ জন কর্মী।

একই সময়ে তারা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠিয়েছেন ৭২ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার (৭ হাজার ২৮৯ কোটি টাকা)। এছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো এবং বোয়েসেল-এর কার্যক্রমসহ অবৈধভাবে বিদেশে শ্রমিক পাঠানো বন্ধ ও অবৈধভাবে বিদেশে অবস্থানকারীদের বিষয়ে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তুলে ধরা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ।

কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, দিদারুল আলম, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ ও মো. ইকবাল হোসেন অংশ নেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে জানানো হয়- গত ৪ বছরে (২০১৪-১৮) বিদেশে যাওয়া ৩৪ লাখ ৮২ হাজার ২ জন কর্মী বিদেশ থেকে রেমিট্যান্স পাঠিয়েছেন ৭২ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার (৭ হাজার ২৮৯ কোটি টাকা)। এছাড়া গত জুন মাস পর্যন্ত ছয় মাসে সৌদী আরবে গেছেন ১ লাখ ৮৮ হাজার ৭৪৭ জন ও সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৬৫৮ জন কর্মী। এসময় কমিটি বিভিন্ন দেশে নিয়ম বহির্ভূত শ্রমিক প্রেরণ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে।

এছাড়া বৈঠকে রাজধানীর বাড্ডা সংলগ্ন ভাটারায় অবস্থিত মন্ত্রণালয়ের নিজস্ব জমিতে নির্মাণাধীন ভবনের সর্বশেষ অবস্থাসহ মন্ত্রণালয়ের পরিকল্পনা তুলে ধরা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এ

মিল্কভিটাসহ ১১ দুধ কোম্পানির বিরুদ্ধে মামলা

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হাইকোর্টের নির্দেশনায় পাস্তুরিত দুধের ১১টি নমুনা পরীক্ষায় ‘ভারী ধাতব’ পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দুধের ওই নমুনা পরীক্ষা করা হয়েছে ৬টি ল্যাবে। এ ঘটনায় ১০টি পাস্তুরিত দুধ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুলাই) সংস্থাটির নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে এই মামলা দায়ের করেন।

কামরুল হাসান বলেন, দুধে মানবদেহের জন্য ক্ষতিকর ভারী ধাতবের উপস্থিতি পাওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মামলা করার ক্ষমতা প্রদান করেছে। তাই আমি মামলাটি দায়ের করেছি। ১০টি কোম্পানির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। আগামী মাসের বিভিন্ন দিনে মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারক।

মামলা দায়ের করা ১০টি কোম্পানি হচ্ছে-বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা), বারো আউলিয়া ডেইরি মিল্কের (ডেইরি ফ্রেশ), ইগলু, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ (ফার্ম ফ্রেশ মিল্ক), আফতাব মিল্ক, শিলাইদহ ডেইরি (আল্ট্রা মিল্ক), আড়ং ডেইরি, প্রাণ মিল্ক, ইছামতি ডেইরি লিমিটেড (পিওর), সেইফ মিল্ক।

এর আগে প্রাণসহ ১১টি কোম্পানির পাস্তুরিত দুধে সিসার উপস্থিতি পাওয়ার কথা জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/বি

২০০০ বিনিয়োগকারীর তথ্য নিবে বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ছয় মাসে শেয়ারবাজারে সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছেন এমন ২ হাজার বিনিয়োগকারীর তথ্য চাওয়া হয়েছে। শীর্ষস্থানীয় ২০টি ব্রোকারেজ হাউস ও ২০টি মার্চেন্ট ব্যাংকের কাছে এই ২ হাজার গ্রাহক বা বিনিয়োগকারীর তথ্য চাওয়া হয়। শেয়ারবাজারের সাম্প্রতিক ‘অস্বাভাবিক’ দরপতনের ঘটনা তদন্তে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত তদন্ত কমিটি এসব তথ্য চেয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত শীর্ষ ২০ ব্রোকারেজ হাউসের গত ছয় মাসে বিক্রির দিক থেকে শীর্ষে থাকা ৫০ জন করে মোট ১ হাজার জনের এবং একইভাবে পোর্টফোলিও বা পত্রকোষে বিনিয়োগ রয়েছে এমন ২০ মার্চেন্ট ব্যাংকের ৫০ জন করে মোট ১ হাজার জনের শেয়ার বিক্রি, টাকা জমা, টাকা উত্তোলনসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি যেসব ব্রোকারেজ হাউসের নিজস্ব বিনিয়োগ বা ডিলার হিসাব রয়েছে, তাদেরও একই ধরনের তথ্য চাওয়া হয়েছে। গত ২১ জানুয়ারি থেকে ২২ জুলাই সময়কালে যেসব ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে সবচেয়ে বেশি শেয়ার বিক্রি হয়েছে, মূলত তাদের কাছ থেকেই তথ্য চাওয়া হয়েছে।

বিএসইসি গঠিত তদন্ত কমিটির প্রধান ও সংস্থাটির পরিচালক রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য চাওয়া হয়। ২২ জুলাই ব্রোকারেজ হাউসগুলোকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়। আর গতকাল মঙ্গলবার দেওয়া হয়েছে মার্চেন্ট ব্যাংকগুলোকে। চিঠিতেতিন কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২১ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৮৫৯ পয়েন্টে। আর ২২ জুলাই তা কমে নেমে আসে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে। এ সময়ে ডিএসইএক্স সূচকটি কমেছে ৮৯৩ পয়েন্ট। এ পতনকে ‘অস্বাভাবিক’ মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তাই এ সময়কালে যেসব প্রতিষ্ঠান ও বড় বিনিয়োগকারী শেয়ার বিক্রি করেছেন সেখানে কোনো অনিয়ম বা কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে মূলত এসব তথ্য চাওয়া হয়েছে। ডিএসইর শীর্ষ পর্যায়ের একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তা তদন্ত কমিটির চিঠি ও শীর্ষ বিনিয়োগকারীদের তথ্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএসইসি সূত্রেও তথ্য চাওয়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউস ও ২০টি মার্চেন্ট ব্যাংক মিলিয়ে ৪০ প্রতিষ্ঠানে শেয়ার বিক্রিতে শীর্ষে থাকা বিও হিসাবের তথ্য চেয়েছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির চিঠিতে জানুয়ারি থেকে জুলাই সময়কালে বিক্রির দিক থেকে শীর্ষ ৫০ বিনিয়োগকারীর পোর্টফোলিওর তথ্য, আর্থিক খতিয়ান, লেনদেনের প্রতিবেদন, অর্থ স্থানান্তর, জমা ও উত্তোলনের তথ্য চাওয়ার পাশাপাশি বাজারের পতনের প্রধান একটি করে কারণও জানতে চাওয়া হয় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের প্রধানদের কাছে। এ ছাড়া উল্লেখিত সময়ে বাজারে প্রভাব ফেলেছে, সংবাদপত্রে প্রকাশিত এমন কোনো প্রতিবেদন থাকলে তার কপি, সুনির্দিষ্ট কোনো কারণ, গুজব বা অনিয়মের ঘটনা জানা থাকলে তাও লিখিতভাবে তদন্ত কমিটিকে জানাতে বলা হয়। এর বাইরে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর গ্রাহকের সমন্বিত ব্যাংক হিসাব এবং গ্রাহকের কাছ দেনা-পাওনার হিসাব সমন্বয় শেষে প্রতিষ্ঠানগুলোর ব্যাংক স্থিতির তথ্যও জমা দিতে বলা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কেন্টাইল ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৯ জুলাই

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রিমিয়ার ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ৩০ জুলাই

primiarস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মা
  2. বাংলাদেশ শিপিং
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ফরচুন সুজ
  5. বীকন ফার্মা
  6. ন্যাশনাল লাইফ
  7. রূপালী লাইফ
  8. এশিয়ান টাইগার
  9. গ্রামীনফোন লিমিটেড
  10. সী পাল রিসোর্ট লিমিটেড।

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৩১৭ কোটি ৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৪৬ পয়েন্ট কমে বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭ পয়েন্টে। আর ডিএসই সূচক ৩.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮১৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩২টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, বীকন ফার্মা, ন্যাশনাল লাইফ, রূপালী লাইফ, এশিয়ান টাইগার, গ্রামীনফোন লিমিটেড ও সী পাল রিসোর্ট লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫২০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বিএসআরএম লিমিটেড ও ডরিন পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড