প্রবাসীদের ফিরিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনা মহামারির কারণে আটকে পড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের দেশটিতে ফিরিয়ে নিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানিকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে ড. মোমেন এ অনুরোধ করেন।

সাধারণ ক্ষমার আওতায় ৩০ হাজার অনিয়মিত প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়মিত করায় বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এসময় বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধির অনুরোধ করেন।
বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শিগগির ঢাকায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি প্রকাশ করেন। ড. মোমেন প্রবাসী বাংলাদেশিসহ বাহরাইনে অবস্থানরত সকলের জন্য বিনামূল্যে টিকা বিতরণের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান।

স্টকমার্কেটবিডি.কম/

১৭ মার্চ হচ্ছে না বাণিজ্য মেলা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারির পরিবর্তে ১৭ মার্চ শুরু হওয়ার কথা ছিল। তবে তা আর হচ্ছে না। এ মেলা আপাতত স্থগিতই থাকছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৭ মার্চকে নির্ধারণ করে ছাড়পত্রের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু ওই দিন বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস হওয়ায় ১৭ মার্চের পরিবর্তে ১৪ মার্চকে পুনঃনির্ধারণ করে আবার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মেলা আপাতত স্থগিতের কথা জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে।

এ বিষয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, নতুন স্থানে (পূর্বাচলে) মেলার আয়োজন নিয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবধরনের প্রস্তুতি আছে।

কিন্তু মহামারি করোনার উদ্বেগের কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনায় আপাতত স্থগিত করা হলো এই মেলা। ’
এ মেলা কি এবার হবে? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, ‘আপাতত হচ্ছে না, বা না হওয়ার সম্ভাবনাই বেশি; এতটুকু বলা যায়। আগামীকাল সব ক্লিয়ার করে বলা যাবে। ’ সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/

পিপলস লিজিং’র সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে তলব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনানসিয়াল সার্ভিসেস (পিএলএফএস) লিমিটেডের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন, তার পরিবারের অপর দুইসদস্যসহ ৩ জনকে তলব করেছেন হাইকোর্ট। নিজের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব থেকে পিএলএফএস লিমিটেডের অনুকূলে শেয়ার ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তার ব্যাখ্যা দিতে আগামী ৩ ফেব্রুয়ারি তাদের হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন। অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিএলএফএস লিমিটেডের সাময়িক অবাসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের করা এক আবেদনে এ আদেশ দেওয়া হয়। আবেদনে মোয়াজ্জেম হোসেনের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে স্থানান্তর করা ৩১ লাখ ২৫ হাজার শেয়ার পিএলএফএস লিমিটেডে ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার কাজী এরশাদুল আলম।

মোয়াজ্জেম হোসেনের পরিবারের ওপর দুই সদস্য হলেন, ফারজানা মোয়াজ্জেম ও এহসান-ই-মোয়াজ্জেম। এই তিন ব্যক্তি ছাড়াও ই-সিকিউরিটিস লিমিটেড এবং গ্রেডওয়ালস ল্যান্ড প্রোপার্টিস লিমিটেডের প্রধানকেও তলব করা হয়েছে। ওই দুটি প্রতিষ্ঠানের কর্ণধারও এম মোয়াজ্জেম হোসেন।

ব্যারিস্টার মেজবাহুর রহমান জানান, পিএলএফএস লিমিটেড থেকে এসএস স্টিল লিমিটেডকে আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং বা প্রাথমিক গণপ্রস্তাব) শেয়ার কেনার জন্য ২০১৫ সালে ৬ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়। এরপর এসএস স্টিল লিমিটেড ২০১৮ সালে ১০ টাকা মূল্যের ৩১ লাখ ৩০ হাজার শেয়ার পিপলস লিজিং-এর অনুকূলে স্থানান্তর করে। ওই সময় বাকি ৩১ লাখ ২৫ হাজার শেয়ার পিপলস লিজিং-এর অনুকুলে স্থানান্তর না করে পিপলস লিজিং-এর চেয়ারম্যান এম মোয়াজ্জেম হোসেন নিজের বিও হিসাবে স্থানান্তর করে নেন। এই শেয়ার পিপলস লিজিং-এর অনুকুলে স্থানান্তরের নির্দেশনা চেয়ে গতবছর ৯ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করা হয়। এ আবেদনের ওপর শুনানি নিয়ে আজ আদেশ দিলেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে রবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ওঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪৬ কোটি ৮৩ লাখ টাকা লেনদেন হয়েছে। ১৩১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন করে দ্বিতীয় স্থানে ওঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

তালিকার তৃতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের লেনদেন হয়েছে ৭৭ কোটি ১৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হোলসিম, ন্যাশনাল ব্যাংক ও বিডি ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/

মেহেদী হাসান রাহাতের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ও দৈনিক বণিক বার্তার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রাহাতের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিএমজেএফ। সংগঠনের সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক মনির হোসেন এক বিবৃতি মঙ্গলবার এই নিন্দা জানান।

রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা নামে শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি পাঁচ তারকা হোটেলের আর্থিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট করায় ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার এ মামলা করা হয়। মামলার বাদী রয়েল টিউলিপের প্রশাসনিক কর্মকর্তা মো. মশিউর রহমান। মামলায় পত্রিকার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে এক নম্বর আসামী করা হয়েছে।

প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি বণিক বার্তার প্রথম পাতায় ‘রয়েল টিউলিপে বিনিয়োগ করে বিপাকে আইসিবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে রয়েল টিউলিপ হোটেলটির ব্যবসায়িক পরিস্থিতি এবং সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে বন্ডের কিস্তি পরিশোধে ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়।

সিএমজেএফের নেতৃবৃন্দ মনে করেন, বণিক বার্তায় যে প্রতিবেদন ছাপা হয়েছে, তা অত্যান্ত যৌক্তিক এবং সাংবাদিকতার নীতিমালা মেনেই করা হয়েছে। তারপরও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করা উদ্দেশ্য প্রণোদিত। সংবাদ প্রকাশের জেরে এ ধরনের মামলা দায়ের করে পেশাদার সাংবাদিককে হয়রানি করা, মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। ঘটনার সুষ্ঠ তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহার ও সাংবাদিকদের কোনো ধরনের হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। আর মামলা প্রত্যাহার না হলে গণমাধ্যমের স্বাধীনতার স্বার্থে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

জেএমআই সিরিঞ্জের এমডি রাজ্জাকের জামিন বহাল হাইকোর্টে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করার অভিযোগের মামলায় শর্ত সাপেক্ষে জেএমআইর চেয়ারম্যান ও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের এমডি আবদুর রাজ্জাকের জামিন বহাল রেখেছেন হাইকোর্ট। আবদুর রাজ্জাকের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ দুদকের আবেদন খারিজ করে এ আদেশ দেন। নিম্ন আদালত থেকে আবদুর রাজ্জাককে দেওয়া জামিন বাতিল চেয়ে দুদক হাইকোর্টে আবেদন করেছিল। এ আবেদনে জারি করা রুল খারিজ করে আজ মঙ্গলবার আদেশ দেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আবদুর রাজ্জাকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

জামিন বহাল রাখার শর্ত হিসেবে বলা হয়েছে, বিচারিক আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। মামলাটি ছয় মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জামিনের অপব্যবহার করা হলে বিচারিক আদালত জামিন বাতিল করতে পারবে।

ঢাকার বিশেষ জজ আদালত গতবছর ১৫ অক্টোবর আবদুর রাজ্জাককে জামিন দেয়। এই জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুদক।

স্টকমার্কেটবিডি.কম/

এনার্জিপ্যাকের শেয়ার ৪৬.৫০ টাকায় লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার লেনদেন আজ মঙ্গলবার হতে শুরু হয়েছে। প্রথম দিনেই শেয়ারটি সর্বোচ্চ ৪৬.৫০ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন সকাল ১০ টায় এই শেয়ারটি লেনদেন শুরু হয়। শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটি ৪৬.৫০ টাকাতেই লেনদেন হয়। এদিন শেয়ারটির মাত্র ৫ বার লেনদেন হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/

২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে : নসরুল হামিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদন বেড়ছে। আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজারে মেগাওয়াটে উন্নীত হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে আলী আজম (ভোলা-২) এর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের উন্নয়ন ও ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন এবং যথা সময়ে সেগুলো বাস্তবায় লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করেছে। এ পরিকল্পনাসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে এবং বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে মোট ১৪ হাজার ৩৪৫ মেগাওয়াট ক্ষমতার ৪১ টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০২১ হতে ২০২৬ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। মোট ২ হাজার ৮৯৯ মেগাওয়াট ক্ষমতার ১৮টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০২১ হতে ২০২৬ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দেশে কোনো চিনিকল বন্ধ করা হয়নি: শিল্পমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে কোনো চিনিকল বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এতথ্য জানান মন্ত্রী।

বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের লিখিত জবাবে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের মাড়াই কার্যক্রম ২০২০-২১ মাড়াই মৌসুমের জন্য স্থগিত রাখা হয়েছে। বাকি ৯টি চিনিকলের মাড়াই কার্যক্রম চলমান।

সরকারি দলের সদস্য আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিনি শিল্পকে রক্ষার লক্ষ্যে ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। দেশে ১৫টি চিনি কলের মধ্যে ১৪টি অলাভজনক। লাভজনক চিনি কলটি হচ্ছে কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড। তিনি বলেন, চিনি শিল্পকে রক্ষার লক্ষ্যে চিনি শিল্পের আধুনিকায়ন ও পরিবেশ সুরক্ষায় বিএসএফআসি’র আওতায় দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো হলো বিএমআর অব কেরু অ্যান্ড কোং লিমিটেড ও ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপন।

মন্ত্রী জানান, ২০২০-২০২১ অর্থবছরে এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প প্রস্তাবনা হিসেবে ছয়টি চিনিকলে পুরনো সেন্ট্রিফিউগ্যাল মেশিন, জুস ক্লারিফায়ার এবং রোটারি ভ্যাকুয়াম ফির্টারের জন্য আধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন, কেরু অ্যান্ড কোং (বিডি) লিমিটেড, অণুজীব ল্যাবরেটরি আধুনিকীকরণসহ কেরু ডিস্টিলারি প্ল্যান্টের জন্য ইটিপি স্থাপন, রাজশাহী চিনিকলে ফল প্রক্রিয়াজাতকরণ ও বোতলজাতকরণ প্ল্যান্ট স্থাপন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং ঠাকুরগাঁও চিনিকলের আধুনিকায়ন, বহুমুখীকরণ ও বিটসুগার প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাই অন্তর্ভুক্ত।

এছাড়া নাটোর জেলার লালপুর উপজেলা, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার দামুহুদা উপজেলায় বৈদেশিক বিনিয়োগেরম মাধ্যমে শিল্প কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।

সরকারি দলের সদস্য মো. হাবিবর রহমানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বিসিকের আওতায় সারা দেশে উন্নত অবকাঠামো সমৃদ্ধির লক্ষ্যে ৭৬টি বিসিক শিল্পনগরী স্থাপিত হয়েছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি ২০২০-২১ অর্থবছরে ১২টি শিল্পনগরী প্রকল্প স্থাপনের কাজ বাস্তবায়নাধীন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

কেডিএস এক্সেসরিজের শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের একজন উদ্যোক্তা ২৩ লাখ ৩০ হাজার ৯৩৯টি শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

খলিলুর রহমান নামে এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার ব্লক মার্কেটে চলমান বাজার দরে বিক্রয় করবেন। তার হাতে মোট ১১ লাখ ৮৪ হাজার ১৩৬টি শেয়ার রয়েছে।

তিনি এই ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ