রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না, অপেক্ষা করতে হবে : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এটা নিয়ে কাজ চলছে, এজন্য আমাদের অপেক্ষা করতে হবে। আল্টিমেটলি এই ক্রাইসিসটা তো ম্যানেজ করতে হবে। ’

আজ রবিবার বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ডের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিজ দপ্তরে এই বৈঠক হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যেসব সমস্যা ফেস করছে এগুলো নতুন কোনো সমস্যা নয়। বাংলাদেশ এসব সমস্যা যেভাবে মোকাবিলা করছে সেটার প্রশংসা করেছেন তারা। কাজেই এরমধ্যে সন্দেহের কিছু নাই।

আর আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কথা বলেছি, বিশেষ করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করতে চায়, তাদের সঙ্গে তারা কথা বলতে চায়। ’
তিনি বলেন, ‘কিছুদিন আগে মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এতে ওই অঞ্চলে (উত্তরা, মিরপুর) যারা থাকেন- এসব এলাকার মানুষের যে কী উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস। নারীরা মেট্রোরেলে উঠে স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে যাচ্ছেন, কিন্তু তাদের চোখে-মুখে প্রশান্তি এবং আনন্দ।

স্টকমার্কেটবিডি.কম///

বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে : শিল্পমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন কারণে বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে জানিয়ে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাজার যাতে স্থিতিশীল থাকে, সেদিকে লক্ষ্য রেখে এবং রোজায় যাতে জনমনে দুর্ভোগের সৃষ্টি না হয়, সেজন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সামনে রমজান, স্বাভাবিকভাবেই সারা বিশ্বের মুসলমানরা এই পবিত্র মাস পালন করবেন। আমাদের বাজারে কিছুটা অস্থিতিশীলতা আছে।

সেটি বিভিন্ন কারণে, বৈশ্বিক কারণে। চিনি আমরা আমদানি করি। আমাদের ১৭টি চিনির কল আছে, সেখানে যে কাঁচামাল ইক্ষু, সেটি উৎপাদন করতে এক বছর লাগে। আজ যান্ত্রিক হয়ে গেছে।

কৃষকরা নিজেদের স্বার্থ অবশ্যই দেখবে। দীর্ঘকালীন ফসলটি উৎপাদন করতে চাচ্ছেন না অনেকে। চিনিকলগুলোয় অনেক জায়গা আছে। আমরা যদি বহুমুখী পদক্ষেপ না নিই, তাহলে চিনি কলগুলো বোঝা হয়ে যাবে।

স্টকমার্কেটবিডি.কম///

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। আজ রবিবার সকালে আগারগাঁওয়ের ইআরডি ভবনে এ বৈঠক শুরু হয়।

শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠকে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।’ তিনি সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না। এ নিয়ে কাজ চলছে। অপেক্ষা করতে হবে। আমাদের ম্যানেজ করতে হবে।’

স্টকমার্কেটবিডি.কম////

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক এমডির সৌজন্য সাক্ষাৎ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড।

আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এমডি। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস; ২য় স্থানে সেন্ট্রাল ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৯কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৪ লাখ টাকা।

জেমিনি সী ফুডসের ২৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজের ২৭ কোটি ২৮ লাখ, ফুয়াং সিরামিকসের ২৫ কোটি ৪৮ লাখ, লাভেলো আইসক্রিমের ২০ কোটি ২২ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ২৯ লাখ, মুন্নু ফেব্রিকসের ১৬ কোটি ৮৬ লাখ, ওরিয়ন ইউফিউশনের ১৬ কোটি ৩৫ লাখ ও বিডি থাই এলুমিনিয়ামের ১৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. বেস্ট হোল্ডিংস
  2. সেন্ট্রাল ফার্মা
  3. জেমিনি সী ফুডস
  4. ফরচুন সুজ
  5. ফুয়াং সিরামিকস
  6. লাভেলো আইসক্রিম
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. মুন্নু ফেব্রিকস
  9. ওরিয়ন ইউফিউশন
  10. বিডি থাই এলুমিনিয়াম।

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৫৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩০পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৪ কোটি ৯৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৬২ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৩টির আর অপরিবর্তিত আছে ৫৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেস্ট হোল্ডিংস, সেন্ট্রাল ফার্মা, জেমিনি সী ফুডস, ফরচুন সুজ, ফুয়াং সিরামিকস, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিকস, ওরিয়ন ইউফিউশন ও বিডি থাই এলুমিনিয়াম।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৩.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৯২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে বেস্ট হোল্ডিংস ও বিএসসি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রিন সাইন টেক্সটাইলের এজিএম স্হগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিন সাইন টেক্সটাইল লিমিটেড পরিচালনা বোর্ড কোম্পানির আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএমটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

কোম্পানিটির এজিএমের নতুন ভ্যানু, তারিখ ও সময় পরিবর্তিতে জানানাে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ব্র্যাক ব্যাংকের ৩০০ কোটি টাকার জমি ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি পরিচালনা বোর্ড জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসইর সূত্রে আরো জানা যায়, ঢাকায় ৩০০ কোটি টাকার জমি কিনবে ব্য্যংকটি । রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানিটির ৩০০ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। সিদ্ধান্তটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণমূলক সংস্থা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সব জমি কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জেমিনি সী ফুডসের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সী ফুডস লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৭ এপ্রিল বেলা সাড়ে ১১ হাইব্রিড প্লাটফর্মে কোম্পানিটির এই ইজিএম অনুষ্ঠিত হবে। আর এজন্য রেকর্ড ডেট জানানো হয়নি।

এই ইজিএমে কোম্পানিটির রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমতি নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম////