অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সরকার কাজ করছে : প্রবাসী প্রতিমন্ত্রী

2222222222222222222স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অভিবাসন ব্যয় কমিয়ে আনার জন্য সরকার কাজ করছে।

তিনি বলেন, জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত কনফারেন্স ওন: লেবার মাইগ্রেসান গভার্নেন্স : এচিভমেন্ট, লেচন লার্লান্ড এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।

ইমরান আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদানের কথা স্মরণ করে তাদের কল্যাণার্থে সকল পদক্ষেপ গ্রহণে সরকার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নৈতিক অভিবাসনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকার সক্ষম।

দুই দিনব্যাপী এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও আইএলওর অভিবাসন সংশ্লিষ্ট কাজ সম্পর্কে অবহিত করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারন করা।
অনুষ্ঠানে জাতিসংঘের আবসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, বায়রার সভাপতি বেনজির আহমেদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি, আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

বন্দর নগরীতে রিহাবের আবাসন মেলা শুরু ১৪ মার্চ

80e0b6afd51725c6b7600b9f86f3374a-5c879b867a74eস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রামে চার দিনের আবাসন মেলা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ থেকে। মঙ্গলবার (১২ মার্চ) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী। ১৪ মার্চ শুরু হয়ে এই মেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৈয়ূম চৌধুরী বলেন, ‘১৪ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৯ অনুষ্ঠিত হবে। গত বারের মতো এবারও চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু-বে বিউ’তে মেলা অনুষ্ঠিত হবে। এবার মেলায় ৫৬টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার কো-স্পন্সর হিসেবে অংশ নেবে ১৭টি প্রতিষ্ঠান, ৭টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১১টি ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান।’

তিনি আরও বলেন, ‘১৪ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী।’

কৈয়ূম চৌধুরী বলেন, ‘মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল, অপরটি মাল্টিপল। সিঙ্গেল টিকিটের মূল্য ৫০টাকা। আর মাল্টিপলের মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন। এর আগে মেলা উপলক্ষে ১৩ মার্চ বুধবার সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভির ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো শাকিল কামাল চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম/এম

রিং সাইন টেক্সটাইলের ১৫০ কোটি টাকার আইপিও অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিং সাইন টেক্সটাইল লিমিটেডেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহণের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রিং সাইন টেক্সটাইলের প্রতিটি ১০ টাকা মূল্যের ১৫ কোটি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে।

এ অর্থ কোম্পানিটি প্লান্ট ও যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভিপিএস রিভ্যালুয়েশন ছাড়া) দাঁড়িয়েছে ২৩.১৭ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

৮ মাসে এডিপি বাস্তবায়নের হার বেড়েছে : এম এ মান্নান

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ। গত অর্থবছরে একই সময়ে এ হার ছিল ৩৮ দশমিক ০১ শতাংশ। এই হিসাব অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার বেড়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানান, এ অর্থবছরে বৈদেশিক সহায়তার ক্ষেত্রে বরাদ্দ ছিল ৬০ হাজার কোটি টাকা। সেখান থেকে ৯ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত চাহিদা দেওয়া হয়েছে ৫১ হাজার কোটি টাকা। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রে বরাদ্দ ছিল ৭ হাজার ৮৬৯ হাজার টাকা। সেখান থেকে ৫৭ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত চাহিদা দেওয়া হয়েছে ৭ হাজার ৮১১ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের ৮ মাসে এডিপি বাস্তবায়নের হার ৩৯ দশমিক ১৩ শতাংশ। এই সময়ে আমরা ব্যয় করেছি ৭০ হাজার ৭৭২ কোটি টাকা। গত বছর একই সময়ে ব্যয় হয়েছে ৬২ হাজার ৩৭২ কোটি টাকা।’

এম এ মান্নান জানান, চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারি তহবিলের বরাদ্দ ছিল এক লাখ ১৩ হাজার কোটি টাকা। সেখান থেকে সংশোধিত এডিপিতে ২৮ হাজার ৭৩৪ কোটি টাকা বাড়িয়ে চাহিদা দেওয়া হয়েছে এক লাখ ৪১ হাজার ৭৩৪ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি/এম

বাংলাদেশ ব্যাংকের বইয়ের জন্য ক্ষমা চাইলেন শুভঙ্কর সাহা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ শীর্ষক বইয়ে বঙ্গবন্ধুর ছবি না ছাপিয়ে ইতিহাস বিকৃতির ঘটনায় ওই বইটির সম্পাদক শুভঙ্কর সাহা হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী যোবায়ের রহমান।

মঙ্গলবার শুনানির শুরুতেই শুভঙ্কর সাহার কাছে আদালত জানতে চান— বইয়ে ইতিহাস বিকৃতি কিভাবে ঘটলো? জবাবে শুভঙ্কর সাহা বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বই প্রকাশে একটি টিম দায়িত্বে ছিলো। আমরা বইয়ে বঙ্গবন্ধুর অবদান, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, আগরতলা ষড়যন্ত্র মামলাসহ সব বিষয় অন্তর্ভুক্ত করেছি। কিন্তু বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত বঙ্গবন্ধুর কোনও ছবি না পাওয়ায় বইয়ে তার কোনও ছবি দেওয়া হয়নি। এজন্য আমি আদালতের কাছে পুরো টিমের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।’

তখন আদালত বলেন, ‘আইয়ুব খান, মোনায়েম খানকে বইতে হাইলাইট করলেন। অথচ বঙ্গবন্ধুর একটা ছবিও পেলেন না?’

শুভঙ্কর সাহা উত্তরে বলেন, ‘বইতে আইয়ুব খানকে স্বৈরাচার হিসেবেই অ্যাখ্যায়িত করা হয়েছে।’ এসময় বঙ্গবন্ধুর ছবি প্রকাশ না করার ঘটনায় দুঃখ প্রকাশ করে পুনরায় শুভঙ্কর সাহা আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালত এ পর্যায়ে রিটকারী আইনজীবী এ বি এম আলতাফ হোসেনকে বলেন, ‘ক্ষমা চেয়ে ইতিহাস বিকৃতির দায় থেকে মুক্তি পাওয়া যায় না।’

স্টকমার্কেটবিডি/এম

 

ঋণ প্রসঙ্গে ব্যাংক পরিচালকদের ওপরে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঋণ প্রদান ও আদায়ে অনিয়মসহ ব্যাংকিং খাতে সব ধরনের অনিয়ম ও জালিয়াতি বন্ধে জোরালো প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের সবাইকে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে রাখা হবে। শুধু তাই নয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের ওপর বিশেষ নজরদারি করবে নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠানটি। খেলাপি ঋণ কমিয়ে আনার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘খেলাপি ঋণ কমিয়ে আনার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ জন্য কয়েকটি তদন্ত (পরিদর্শন) কমিটিও গঠন করা হয়েছে। আশা করা যায়, ব্যাংক খাতে স্বচ্ছতা বাড়বে। খেলাপি ঋণও কমে আসবে ।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের কর্মকাণ্ড তদন্ত করতে এরইমধ্যে তিনটি পরিদর্শন ও একটি তদারক কমিটি গঠন করা হয়েছে। এদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ‘বিশেষ অডিট’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে নিরপেক্ষ একটি অডিট ফার্মকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

জানা গেছে,বাংলাদেশ ব্যাংকের তদন্ত কর্মকর্তারা ব্যাংকগুলোর পরিচালকদের নামে-বেনামে নেওয়া ঋণও খতিয়ে দেখবেন। এছাড়া, সুদ মওকুফ, ঋণ অনুমোদন ও ঋণ অবলোপনসহ পরিচালনা পর্ষদের উত্থাপিত বেশকিছু ফাইল যাচাই-বাছাই করবেন। নিজ ব্যাংকের বাইরে অন্য ব্যাংক থেকে পরিচালকদের ঋণ নেওয়ার ঘটনা খতিয়ে দেখা হবে। ঋণ বিতরণ ও তদারকিতে পর্ষদের ভূমিকাও মূল্যায়নের পদক্ষেপ নেওয়া হবে।

এপ্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ব্যাংক পরিচালনার ক্ষেত্রে পর্ষদ যথাযথ ভূমিকা পালন করছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখবে বাংলাদেশ ব্যাংক। ঋণ অনুমোদন, সুদ মওকুফ, ঋণ অবলোপনে কোনও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হবে।

প্রসঙ্গত, ব্যাংকিং খাতকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটিসহ মোট সাতটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ব্যাংকগুলোর পরিচালকরা নামে-বেনামে নিজ নিজ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংক থেকেও ঋণ নিচ্ছেন। এভাবে অনেক ব্যাংকের পরিচালকেরা ঋণ ভাগাভাগি করে নিয়েছেন। কিন্তু পরে এই ঋণ আর আদায় হচ্ছে না, বরং ভুয়া ঋণ সৃষ্টি করে, তা আদায় দেখানো হচ্ছে। আবার কিছু কিছু গ্রাহকও ঋণ নিয়ে তা পরিশোধ করছেন না। এতে বেড়ে গেছে ঋণখেলাপির পরিমাণ।

স্টকমার্কেটবিডি/এম

 

  1. বিএটিবিসি
  2. মুন্নু সিরামিকস
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ডাচ-বাংলা ব্যাংক
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. সিঙ্গার বিডি
  7. গ্রামীনফোন লিমিটেড
  8. স্কয়ার ফার্মা
  9. ন্যাশনাল পলিমার
  10. ফরচুন সুজ লিমিটেড।

লেনদেন বাড়লেও সূচকের সামান্য পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক মিশ্র অবস্থায় কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫০৬ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৪.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিসি, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সিঙ্গার বিডি, গ্রামীনফোন লিমিটেড, স্কয়ার ফার্মা, ন্যাশনাল পলিমার ও ফরচুন সুজ লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪২১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ১০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীনফোন লিমিটেড ও বিএটিবিসি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

একনেকে ২৬৫০ কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন

ECNEC-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ছয়টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোর ব্যয়ের দুই হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকার পুরোটাই নির্বাহ করবে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সকালে একনেক বৈঠকে ওই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এর পর সংবাদ সম্মেলনে তা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রকল্পগুলোর মধ্যে প্রশাসন মন্ত্রণালয়ের ‘সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় হবে ৩৭৯ কোটি ৯৬ লাখ টাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়কের (এন-৮০৯) বরিশাল (চরকাউয়া) থেকে ভোলা (ইলিশা ফেরিঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় হবে ৩১২ কোটি ৪৮ লাখ টাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘শরীয়তপুর (মনোহর বাজার) ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত সড়ক (আর-৮৬০) উন্নয়ন’ প্রকল্পে ব্যয় হবে ৮৫৯ কোটি ৬৩ লাখ টাকা।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘নীলফামারী-ডোমার (জেড-৫০০৩) সড়ক (নীলফামারী অংশ) এবং ফুলবাড়ী-পার্বতীপুর (জেড-৫৮৫৭) সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় হবে ২৫০ কোটি ২৪ লাখ টাকা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘শেখ হাসিনা নকশিপল্লী, জামালপুর (প্রথম পর্যায়)’ প্রকল্পে ব্যয় হবে ৭২২ কোটি টাকা। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের ‘লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পে ব্যয় হবে ১২৬ কোটি ৪৪ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিনিয়োগকারীদের ১০ বছরের জন্য ভিসা দেবে আমিরাত

444444444স্টকমার্কেটবিডি ডেস্ক :

উদ্যোক্তা, উদ্ভাবক এবং বিনিয়োগকারীদের ১০ বছরের জন্য প্রাথমিকভাবে ভিসা দেয়া হবে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার আমিরাতের মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে, উদ্যোক্তা, উদ্ভাবক এবং বিনিয়োগকারীদের ১০ বছরের জন্য প্রাথমিকভাবে ভিসা দেয়া হবে।

সরকারিভাবে আরও জানানো হয়েছে, শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি বিভাগ আবেদন গ্রহণ করা শুরু করবে। সংযুক্ত আরব আমিরাত বরাবরই মেধার মূল্যায়ন করে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এ