কেজিতে ৫ টাকা কমল চিনির দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় মিলসমূহের উৎপাদন ব্যয় বিবেচনায় চিনির দাম প্রতিকেজি ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।

রবিবার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলসমূহের উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হলো।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় রূপালি লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৮ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮০ লাখ।

সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টসের ১৩ কোটি ১৪ লাখ, জেমিনী সী ফুডের ১২ কোটি ২৮ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৪৩ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ১০ কোটি ১৩ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ১১ লাখ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ১৫ লাখ ও  কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের ৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

আমরা নেটওয়ার্কের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ আগাস্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩:৩০টায় রাজধানীর বনানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ৩০ জুন’২০২৩ সালে শেষ  নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

হাওয়া ওয়েল টেক্সটাইলের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হয়েছে হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করলো কোম্পানিটির পরিচালনা বোর্ড।

আগামীকাল সোমবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. রূপালি লাইফ ইন্সুরেন্স
  3. সোনালী পেপার
  4. রংপুর ডেইরী এন্ড ফুড
  5. জেমিনী সী ফুড
  6. এমারেল্ড অয়েল
  7. সি পার্ল বিচ রিসোর্ট
  8. খান ব্রাদার্স
  9. সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ
  10. কন্টিনেন্টাল ইন্সুরেন্স।

দিনশেষে সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুল সূচকই কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৮৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৫১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮০ কোটি ৬৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৯টির আর দর অপরিবর্তিত আছে ১৭১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, রূপালি লাইফ ইন্সুরেন্স, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, জেমিনী সী ফুড, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৬৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৫ কোটি ৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি ও ফু-ওয়াং ফুডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত মাসেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছিল। যার প্রভাব পড়েছিল দেশের বাজারেও। এবার সবাইকে সুখবর দিয়ে স্বর্ণের দাম কমেছে বিশ্ববাজারে। প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৩০ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা এবং প্লাটিনামের দামও কমেছে। এর আগে গত ২০ জুলাই বিশ্ববাজারের পাশাপাশি স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৈঠকে ২১ জুলাই থেকে সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৭৮ টাকা। এর সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯ হাজার টাকার ওপরে।

ভালোমানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়, সব ধরনের স্বর্ণের দাম। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয় রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

প্রয়োজন হলে আমদানি করা হবে ডিম : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দাম না কমলে প্রয়োজন হলে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রবিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে আগস্ট মাসের চালসহ টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের দাম কত হওয়া উচিত সেটা সেটা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারণ করতে হবে। গত বছরের এই সময়ে প্রতি ডজন ডিমের দাম উঠেছিল ১৫৫ টাকা।

তবে বর্ষা শেষে তা আবার কমে যায়। গত মাস পর্যন্ত ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হয় ডিম। এরপরই থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পণ্যটির দাম। ফার্মের মুরগির ডিমের ডজন এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অর্থাৎ প্রতি পিসের দাম ১৫ টাকা।

ডিম এত বেশি দামে কিনে খাওয়ার কথা স্মরণ করতে পারছে না দেশবাসী। নিত্যপণ্যটির দাম বৃদ্ধির জন্য করপোরেট সিন্ডিকেটকে দায়ী করছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। এই সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানায় সংগঠনটি।

এমন পরিস্থিতিতে ডিমের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে অভিযান চালানোর কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে গতকাল অভিযান অভিযান চালায় সংস্থাটি। কিন্তু তারপরেও রাজধানীর অনেক স্থানে ৬০ টাকা হালি দরে ডিম বিক্রি করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে দাম না কমলে প্রয়োজনে ডিম আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম///

জেনেক্স ইনফোসিস পরিচালনা বোর্ডে বড় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা বোর্ডে বড় ধরণের পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির চেয়ারম্যান চৌধুরী ফজলে ইমাম উক্ত পদ থেকে পদত্যাগ করেছেন। আর মোহাম্মদ আদনান ইমাম ব্যবস্হপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এখন কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।

বর্তমান সিইও প্রিন্স মজুমদার নিজ পদ থেকে পদত্যাগ করে কোম্পানির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

আর শাহজালাল উদ্দিন কোম্পানিটির ভারপ্রাপ্ত এমডি ও সিইওর দায়িত্ব পালন করবেন।

গত ৯ আগস্ট হতে পরিচালনা বোর্ডের সদস্যরা নতুন পদে দায়িত্ব পালন করা শুরু করেছেন।

স্টকমার্কেটবিডি.কম///

রবিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চিনি ছাড়াই এবার পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল রবিবার থেকে নিত্যপণ্য কিনতে পারবে ক্রেতারা।

শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই থেকে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তরের ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ মাসের বিক্রয় কার্যক্রম রোববার থেকে ঢাকাসহ সারা দেশে শুরু হচ্ছে।

গত মাস থেকে টিসিবির পণ্যের সঙ্গে ওএমএসের চাল পাচ্ছেন কার্ডধারীরা। প্রতি কেজি ৩০ টাকা দরে টিসিবির পণ্যের সঙ্গে প্রতি মাসে কার্ডধারী পরিবার পাঁচ কেজি করে চাল পাবেন। চালের সঙ্গে একজন ক্রেতা ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম///