সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বৃদ্ধি

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পাশাপাশি সব ধরনের মূল্য সূচকও বেড়েছে। এসময় ডিএসইতে লেনদেন বেড়েছে ২১ দশমিক ৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তএ‌্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে ৩৫১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯৭০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।

সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ৬০ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে দশমিক ৫৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে শূন্য দশমিক ৯০ শতাংশ।

এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ২ দশমিক ৮৮ শতাংশ বা ১২৬ দশমিক ১২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ২৯ শতাংশ বা ৫৬ দশমিক ৪৪ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ৯৬ শতাংশ বা ৩১ দশমিক ৯৩ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪০টি কোম্পানির। আর দর কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর ২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২৯ কোটি ৩৪ লাখ টাকার। সার্বিক সূচক বেড়েছে ২ দশমিক ৫৪ শতাংশ।

সিএসইতে মোট ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, দর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

সন্ধানী লাইফের ২৫% বোনাস ঘোষণা

sandani-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সমাপ্ত অর্থ বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৫ বছরে কোম্পানিটি বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য ২৫% বোনাস ঘোষণা করে কোম্পানি।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ১ সেপ্টম্বের ২০১৬ বার্ষিক সাধারণ সভার দিন ধার্য করা হয়েছে। ওই দিন সকাল ১১ টাকায় এমএইচ শমরিতা হাসপাতাল এ্যান্ড মেডিকেল কলেজের অডিটরিয়ামে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আগামী ১৪ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (কনসুলিডেটেড) হয়েছে ২.৯৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.১৬ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদমূল্য হয়েছে ২৫.০২ টাকা, যা আগের বছর একই সময় ছিল ২৭.৬১।

এছাড়া শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১.৬৪ টাকা, যা আগের বছর একই সময় ছিল ০.৬৮ টাকা (ঋণাত্মক)।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

ডিএসইতে ১৭ কোটি টাকার রাজস্ব কমেছে

taxস্টকমার্কেট ডেস্ক :

সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় প্রায় ১৭ কোটি টাকা কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এই অর্থবছরে সরকারের রাজস্ব আদায় হয়েছে মোট ১৫৮ কোটি ৪ লাখ ৩০ হাজার ৩৯২ টাকা। যা ২০১৪-১৫ বা গত অর্থবছরে ছিল ১৭৪ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৩৮৭ টাকা। এ হিসাবে এবার রাজস্ব কমেছে ১৬ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা বা ৯ দশমিক ৬৩ শতাংশ।

এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১০৭ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪৭ টাকা।

২০১৪-১৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ১১২ কোটি ৩৫ লাখ ১৬ হাজার ৬৫৭ টাকা। সেই হিসাবে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে ৫ কোটি ১০ লাখ ৫৬ হাজার ২১০ টাকা।

একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় হয়েছে ৫০ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৯৪৫ টাকা। যা এর আগের বছর ছিল ৬২ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৭৩০ টাকা। উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় কমেছে ১১ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার ৭৮৫ টাকা।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই থেকে ২০১৫-১৬ হিসাব বছরে এই রাজস্ব আদায় হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

আরামকোর তালিকাভুক্তি নিয়ে সৌদি-জাপানের আলোচনা

imagesস্টকমার্কেট ডেস্ক :

সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি সৌদি আরামকোর পরিকল্পিত ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে (আইপিও) জাপানি বিনিয়োগ নিয়ে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ এ কথা জানিয়েছেন। খবর অ্যারাবিয়ান বিজনেস।

চলতি বছরের শুরুতে দেশটির তেলের ওপর নির্ভরশীলতা কমাতে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী শক্তিতে রূপান্তরিত হওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানান সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। এ প্রচেষ্টার প্রধানতম অংশ হিসেবে রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানি আরামকোর ৫ শতাংশ আইপিও হিসেবে বাজারে ছাড়া হচ্ছে। সৌদি জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, জাপানের জ্বালানি কোম্পানি একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সৌদি আরবের সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, আমি নিশ্চিত সৌদি আরামকোর আইপিওতে জাপানি আর্থিক প্রতিষ্ঠানগুলোর উষ্ণ অংশগ্রহণ থাকবে।

বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত জি২০-এর জ্বালানিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে জাপানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন সৌদি আরবের জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী। আরামকোর আইপিও কেনার জন্য এরই মধ্যে উঠেপড়ে লেগেছে বিনিয়োগ ব্যাংকগুলো। সৌদি আরবের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা থেকে লাভজনক প্রকল্পের প্রবাহ বেরিয়ে আসার দরজা হিসেবে আরামকোর আইপিও ছাড়াকে দেখা হচ্ছে।

আরামকোর আইপিও নিয়ে যুবরাজ সালমান জানান, শীর্ষ তেল রফতানিকারক আরামকো এত বিশাল যে এর মাত্র ১ শতাংশ বিক্রি বিশ্বের সবচেয়ে বড় আইপিও তৈরি করতে সক্ষম। আরামকোর আইপিওর মূল্য অন্তত ২ লাখ কোটি ডলার হবে বলে আশা করছেন তিনি। এ মুহূর্তে আইপিওর বিকল্পগুলো নিয়ে কাজ করছে সৌদি আরামকো। এর মধ্যে একক ঘরোয়া স্টক এক্সচেঞ্জ তালিকা ও বিদেশী বাজারের সঙ্গে দ্বৈত তালিকা রয়েছে।

এদিকে আরামকোর প্রধান নির্বাহী জানিয়েছেন, কোম্পানি প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছে এবং শিগগিরই সর্বোচ্চ পরিষদের কাছে উত্থাপন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

ইয়াকিন পলিমারের আবেদন শুরু ১০ জুলাই

yakinনিজস্ব প্রতিবেদক :

ইয়াকিন পলিমার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া শুরু হবে ১০ জুলাই। চলবে ২০ জুলাই পর্যন্ত। স্থানীয় এবং অনিবাসী সব ধরনের বিনিয়োগকারীকে এ সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৫০০ শেয়ার নিয়ে এর মার্কেট লট। তাই একটি আবেদনের জন্য ৫ হাজার টাকা জমা দিতে হবে। একজন বিনিয়োগকারী একক নামে একটি এবং যৌথ নামে আরো একটি আবেদন করতে পারবেন। গত ১৯ মে বিএসইসির ৫৭৩তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

ইয়াকিন পলিমার বাজারে দুই কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করছে কোম্পানি। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪১ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৪ টাকা ৬১ পয়সা।

বিএসইসি সূত্রে জানা গেছে, আইপিওর অর্থে মেশিনারিজ ক্রয়, কারখানা ও প্রশাসনিক ভবন নির্মাণ ও আনুষঙ্গিক অন্যান্য খাতে ব্যয় করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

সদ্য বছরে লেনদেন কমেছে ৫ হাজার কোটি টাকার

dseনিজস্ব প্রতিবেদক :

বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ সমন্বয়কে কেন্দ্র করে ২০১৫-১৬ অর্থবছরের প্রায় পুরোটা সময়ই শেয়ারবাজারে অস্থিরতা দেখা দেয়। ব্যাংকগুলোর বিনিয়োগ প্রত্যাহারের শঙ্কায় ব্যক্তি ও অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি অংশ এ সময় সাইডলাইনে চলে যায়। এতে শেয়ারবাজারে সার্বিক লেনদেনে বিরূপ প্রভাব পড়ে। এর বাইরে মার্জিন ঋণ সংকটের আবর্তে ঋণাত্মক ইকুইটির কারণেও হাজার হাজার বিনিয়োগকারীর পোর্টফোলিওতে থাকা শেয়ার লেনদেন হচ্ছে না। এসব কারণে আগের অর্থবছরের চেয়ে সদ্য শেষ হওয়া অর্থবছরে শেয়ার কেনাবেচার পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা কমে গেছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত দুই অর্থবছরের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছরে মোট ২৩৪ কার্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ১ লাখ ১২ হাজার ৩৫১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট কেনাবেচা হয়েছে। আর সদ্য শেষ হওয়া ২০১৫-১৬ অর্থবছরে ২৪৭ কার্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট কেনাবেচার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৪৬ কোটি টাকা। এ হিসাবে এক বছরে ৫ হাজার ১০৫ কোটি টাকা কম লেনদেন হয়েছে। যদিও সর্বশেষ অর্থবছরে ১৩ কার্যদিবস বেশি লেনদেন হয়েছে।

সদ্য শেষ হওয়া অর্থবছরে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৪৩২ কোটি ১৯ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৩৯ কোটি ৯২ লাখ টাকা কম। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) দেয়া তথ্যানুুযায়ী, গতকাল পর্যন্ত বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৬১ হাজার ৯৯৫। অবশ্য এর অধিকাংশ হিসাবেই কোনো শেয়ার নেই। এছাড়া এ বিও হিসাবের উল্লেখযোগ্য অংশই শুধু প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে অংশগ্রহণের জন্য ব্যবহূত হয়ে থাকে।

এদিকে শেয়ারবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়কে কেন্দ্র করে যে অস্থিরতা দেখা দিয়েছিল, তা ২০১৫-১৬ অর্থবছরের শেষ সময়ে এসে সমস্যাটির সমাধান করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে কোনো শেয়ার বিক্রি না করেই নির্ধারিত সময়ের আগেই অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সুযোগ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের এপ্রিলে অতিরিক্ত বিনিয়োগের (এক্সপোজার) উপাদান হিসাবের ক্ষেত্র পুনর্বিন্যাসসহ কতিপয় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধির সুযোগ দেয়া হয়। এর মাধ্যমে শেয়ারবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের ৫৬টি ব্যাংকের মধ্যে ৪৮টির শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে। একক ভিত্তিতে বিনিয়োগ ইকুইটির ২৫ শতাংশে নামিয়ে আনার নির্দেশ থাকলেও নভেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর বিনিয়োগ ছিল ৩৪ শতাংশ, যার পরিমাণ প্রায় ২৩ হাজার কোটি টাকা। ব্যাংকগুলোর সহযোগী ৩৩ প্রতিষ্ঠানকে নভেম্বর পর্যন্ত প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা মূলধন জোগান দিয়েছে। গত ডিসেম্বরের নির্দেশনা জারির ফলে এ মূলধন আর ব্যাংকের একক হিসেবে গণ্য হবে না। ফলে নভেম্বরের হিসাবে বিনিয়োগ কমে আসে ২৫ দশমিক ৮৭ শতাংশ। এর ফলে ৪৮ ব্যাংকের মধ্যে মাত্র ছয়টি ব্যাংকের সীমা ২৫ শতাংশের বেশি রয়ে যায়। এ অবস্থায় অতিরিক্ত বিনিয়োগ সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর মূলধন বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্ট ছয়টি ব্যাংকের এক্সপোজারজনিত সমস্যার সমাধান এরই মধ্যে করা হয়েছে।

প্রসঙ্গত, শেয়ারবাজারে যেসব ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ রয়েছে, তা ২১ জুলাইয়ের মধ্যে নামিয়ে আনার কথা রয়েছে। এ সময়সীমা বাড়াতে বিভিন্ন পক্ষের দাবি করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, সময়সীমা বাড়াতে হলে আইন পরিবর্তন করতে হবে। তাই এক্সপোজারের সংজ্ঞায় পরিবর্তন এনে অতিরিক্ত বিনিয়োগজনিত সমস্যার সমাধান করা হয়েছে।

তবে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগজনিত সমস্যার সমাধান হলেও শেয়ারবাজারের লেনদেন পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গত এপ্রিলে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ বিষয়টি সমাধান হলেও ডিএসইর লেনদেন ৩০০ থেকে ৪০০ কোটি টাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। মূলত মার্জিন ঋণ সংকটই লেনদেন বাড়ানোর পথে প্রধান অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেয়ারবাজারে বর্তমানে প্রায় ১৪ হাজার কোটি টাকার মার্জিন ঋণ রয়েছে। এ ঋণের একটি বড় অংশই নেগেটিভ ইকুইটিতে পরিণত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ