লংকাবাংলা ফাইন্যান্সের বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সকে ২০০ কোটি টাকার নন কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কমিশনের ৮৯২তম সভায় এই বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে।

এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি হিসাবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/

রূপালী ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কমিশনের ৮৯২তম সভায় ব্যাংককে এ বন্ড অনুমোদন দেওয়া হয়।

রূপালী ব্যাংক লিমিটেডের ১২০০ কোটি টাকার আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার মেয়াদ সাত বছর। এর বৈশিষ্ট্য হলো- আনসিকিউরেন্ড, নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদধারী বিনিয়োগকারী বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনতে পারবেন।

এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার টু ক্যাপিটালের শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি হিসাবে ব্যাংক ইনবেস্টমেন্ট লিমিটেড ও লিড অ্যারেঞ্জার হিসাবে কাজ করছে সিটি ব্যাংক রিসোর্সেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডেল্টা লাইফ ইনসিওরেন্সের বার্ষিক সাধারণ সভা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর ৩৪, ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

মহামান্য সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আদেশের বলে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী উক্ত এজিএম সমূহে সভাপতিত্ব করেন। কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব হাফিজ আহমেদ মজুমদার, এমপি ও পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামালসহ পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ পর্যবেক্ষক হিসাবে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এডিশনাল সেক্রেটারী জনাব আজিমুদ্দীন বিশ্বাস, এন.ডি.সি এবং বহিঃনিরীক্ষক, বিএসইসি’র প্রতিনিধি, ডিএসই ও সিএসই’র প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং কোম্পানীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও শেয়ার হোল্ডারবৃন্দ উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।

সভায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরসমূহের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ করে মোট ৯০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

স্টকমার্কেটবিডি.কম///

ন্যাশনাল ব্যাংকের বোর্ড বিলুপ্ত করল বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুশাসনের অভাবে দীর্ঘদিন থেকে সমালোচিত ন্যাশনাল ব্যাংকের বোর্ড বিলুপ্ত করে নতুন বোর্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, নতুন করে গঠন করা পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সৈয়দ ফরাদ আনোয়ার। তিনি বর্তমানে মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করছেন।

স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন।

এছাড়া নতুন বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন পারভীন হক সিকদার, খলিলুর রহমান, মো. সফিকুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।

নতুন পরিচালনা বোর্ডে স্থান পেয়েছেন আগের পরিচালনা পরিষদের তিনজন পরিচালক। বাকি পরিচালকদের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

মুখপাত্র বলেন, আগের বোর্ড মোট পরিচালক সংখ্যা ছিলেন আটজন। তাদের মধ্যে থেকে নতুন বোর্ডে জায়গা পেয়েছেন তিনজন।

স্টকমার্কেটবিডি.কম///

মার্চে রোমে ফ্লাইট শুরু করবে বিমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বছরের মার্চ মাসে ইতালির রোম শহরে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রেনিং সেন্টার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে ডায়ালগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী মার্চ মাসে ইতালির রোমে বিমান ফ্লাইট শুরু করবে। বিমানের সামর্থ্যকে আমরা আরও বিস্তৃত করব।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘রোমে বিমানের ফ্লাইট ২০০৯ এর পর বন্ধ করেছিলাম। এখন আবার চালু করা হবে। এজন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করা আছে, গ্রাউন্ড হেন্ডেলিং ফাইনাল করা আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রোমে সরসরি অথবা কোনো দেশকে ভায়া করতে পারি। আমরা এটি নিয়ে স্টাডি করছি। যদি সরাসরি ফ্লাইট যায় রোমে তাহলে ৯/১০ ঘণ্টা লাগবে।’

যদি ট্রানজিশন বা বিরতি নেওয়া হয় তাহলে কোন দেশে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কুয়েত অথবা দুবাই (সংযুক্ত আরব আমিরাত) হতে পারে। তবে এসব বিষয়ে কোনো কিছুই ফাইনাল না।’

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় অলিম্পিক এক্সেসরিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ টাকা।

খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ১৮ কোটি ৩০ লাখ, প্যাসিফিক ডেনিমসের ১৭ কোটি ৮৬ লাখ, বিডি থাই এলুমিনিয়ামের ১৭ কোটি ৪৩ লাখ, সেন্ট্রাল ফার্মার ১৬ কোটি ৮৫ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৫১ লাখ, কহিনূর কেমিক্যালসের ১৫ কোটি ৩ লাখ ও ইভেন্সি টেক্সটাইলের ১২ কোটি ৭৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. অলিম্পিক এক্সেসরিজ
  3. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  4. সী পার্লস রিসোর্ট
  5. প্যাসিফিক ডেনিমস
  6. বিডি থাই এলুমিনিয়াম
  7. সেন্ট্রাল ফার্মা
  8. এক্সপ্রেস ইন্স্যুরেন্স
  9. কহিনূর কেমিক্যালস
  10. ইভেন্সি টেক্সটাইল।

দিনশেষে লেনদেনের সাথে সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৪৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৮৯ কোটি ৪৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত আছে ১৯৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক এক্সেসরিজ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, প্যাসিফিক ডেনিমস, বিডি থাই এলুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, কহিনূর কেমিক্যালস ও ইভেন্সি টেক্সটাইল।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩০.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া ও অলিম্পিক এক্সেসরিজ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এম এল ডায়িং ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এম এল ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেকে লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, এম এল ডায়িং ইন্ডাস্ট্রিজ গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি তিতাস গ্যাসকে লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, তিতাস গ্যাস গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি