অর্ধবার্ষিকীতে ডিবিএইচের ইপিএস ৪.৭৬ টাকা

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) অর্ধবার্ষিকীতে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে । বৃহস্পতিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি অর্ধবার্ষিকী (জানু, ১৭- জুন, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতি শেয়ারে আয় হয়েছে ৪.৭৬ টাকা । আগের বছর একই সময়ে যা ছিল ৪.৯ টাকা।

অনিরীক্ষিত আর্থিক এই প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ৩২.৭৩ টাকা।

এদিকে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১.৭৩ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ১.৪৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

ছয় খাতে শতভাগ কোম্পানির দরবৃদ্ধি

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ছয় খাতের কোম্পানির ১০০% দরবৃদ্ধি পেয়েছে।

খাতগুলো হলো : আইটি, জুট, সিমেন্ট, সিরামিক, টেলিযোগাযোগ এবং পেপার ও প্রিন্টিং খাত।

আইটি খাতে থাকা ৭টি কোম্পানির মধ্যে ১টি কোম্পানি বাদে ৬ কোম্পানির শেয়ার দরবৃদ্ধি পেয়েছে। এগুলো হলো – আমরা টেকের ১.১০ টাকা, অগ্নি সিস্টেমের ০.৫০ টাকা, বিডিকমের ২.২০ টাকা, ডেফোডিল কম্পিউটারের ৩.৮০ টাকা, ইনটেক অনলাইনের ০.৬০ টাকা এবং আইটিসির ০.৯০ টাকা। আর ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াকের শেয়ার দর অপরিবর্তত ছিল।

জুট খাতে থাকা ৩ কোম্পনির মধ্যে জুট স্পির্নাসের ০.৬০ টাকা, নদার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৬০ টাকা এবং সোনালি আঁশের ০.৯০ টাকা শেয়ার দর বেড়েছে।

সিমেন্ট খাতে থাকা ৭টি কোম্পানির মধ্যে আরামিট সিমেন্টের শেয়ার দর বেড়েছে ০.৪০ টাকা, কনফিডেন্স সিমেন্টের ৫ টাকা, হাইডেলবার্গ সিমেন্টের ৩.৫০ টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের ০.৭০ টাকা, মেঘনা সিমেন্টের ১.৯০ টাকা, এমআই সিমেন্টের ২.৪০ টাকা এবং প্রিমিয়াম সিমেন্টের ০.২০ টাকা।

সিরামিক খাতে থাকা ৫ কোম্পানির মধ্যে ১টি কোম্পানি বাদে ৪ কোম্পানির শেয়ার দরবৃদ্ধি পেয়েছে। এগুলো হলো- ফু-ওয়াং সিরামিকের ০.৭০ টাকা, মুন্নু সিরামিকের ০.৯০ টাকা, আরএকে সিরামিকের ০.১০ টাকা এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ১.৩০ টাকা। আর শাইনপুকুর সিরামিকের শেয়ার দর অপরিবর্তত ছিল।

টেলিযোগাযোগ খাতের ২ কোম্পানির মধ্যে গ্রামীনফোনের বেড়েছে ১২.৬০ টাকা এবং বাংলাদেশ সাবমেরিন কেবলের ০.৪০ টাকা শেয়ার দরবৃদ্ধি পেয়েছে।
পেপার ও প্রিন্টিং খাতে থাকা ২ কোম্পানির মধ্যে হাক্কানী পাম্পের ১.৯০ টাকা আর খান ব্রার্দাস পিপি ওভেন ব্যাগের ০.৮০ টাকা বৃদ্ধি পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ.

‘গবাদি পশু পালনকারীদের ৫ শতাংশ সুদে ঋণ সুবিধা দেবে সরকার’

pmস্টকমার্কেট ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার এখন থেকে ছাগল,ভেড়া এবং মহিষ লালন পালনকারিদেরকেও গবাদিপশু লালন পালনকারীদের ন্যায় ৫ শতাংশ হারে ব্যাংক ঋণ সুবিধা প্রদানের চিন্তা-ভাবনা করছে।

তিনি আজ তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বলেন, গাভী পালনে আমরা যদি ৫ শতাংশ সুদে ঋণ দিতে পারি তাহলে ভেড়া, ছাগল,এবং মহিষ এগুলিতে দিতে পারবো না কেন? দিলে মানুষ আরো উৎসাহিত হবে।

সকালে কটন ও জুট সিষ্টেমে ভেড়ার পশম মিশিয়ে সুতা এবং সেই মিশ্রনে প্রস্তুতকৃত বস্ত্র সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন।
সরকার প্রধান বলেন, তবে শুধু উৎপাদন করলেইতো হবে না। সেগুলি যদি সাথে সাথে বাজারজাতকরণের ব্যবস্থা যদি না করে দেই তাহলে কিন্তু কোনটাই টিকবে না। স্থায়ী হবে না।

তিনি বলেন, আমাদের কিন্তু গরু ও ছাগল কোরবানি দেওয়ারই রেওয়াজটা আছে। এখনো ভেড়া কোরবানীর ব্যাপারে কোন আগ্রহ কারো নেই, দেয়ও না।

তিনি বলেন, এগুলো আস্তে আস্তে উৎসাহিত করা যায়।

মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইসস্টিটিউট (বিএলআরআই) ও কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ভেড়ার পশম, পাট ও সুতার মিশ্রনে কম্বল,শাল,পাপস,জায়নামাজ সহ অন্যান্য গৃহস্থলী সামগ্রী তৈরী করে প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী সায়েদুল হক,প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হক এবং বিএলআরআই মহাপরিচালক তালুকদার নুরুন নাহার বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন থেকে ছাগল, ভেড়া এবং মহিষ লালন পালনকারিদেরকে নিন্ম সুদে এই ঋণ সুবিধা প্রদানের জন্য তিনি অর্থমন্ত্রীর সংগেও কথা বলবেন।

কর্মকর্তারা জানান, দেশে প্রতিপালিত ভেড়ার সংখ্যা প্রায় ৩৪ লাখ এবং যা থেকে প্রতিবছর ৩৪০০ মে.ট. উল উৎপাদন হয়। কিন্তুু কারিগরি জ্ঞানের অভাবে এগুলোর যথাযথ অর্থনৈতিক ব্যবহার হচ্ছে না।

বঙ্গবন্ধুর সময় সমবায়ের ভিত্তিতে মিল্ক ভিটা তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতের পাশাপাশি সমবায় ভিত্তিতে করলে তারা বাজারজাতকরণের সুবিধা পাবে।

তিনি বলেন, যদি আমরা কো-অপারেটিভের মাধ্যমে দিতে পারি তাহলে সেটার বাজারজাতকরণের সুবিধাটাও তারা পাবে। কাজেই আমি মনে করি ওভাবে আমাদের একটা উদ্যোগ নেয়া উচিৎ। তাতে মানুষ আরো উৎসাহিত হবে।

উল্লেখ্য, ভেড়ার মাংসে ছাগলের চেয়ে চর্বির পরিমান কম থাকার কারনে হৃদরোগের ঝুঁকিও কম। এছাড়া ছাগলের চেয়ে কষ্টসহিঞ্চু পরিবেশে বেড়ে উঠা ভেড়ার লোম ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য তৈরিতে।

বিশ্বের বিভিন্ন দেশে ভেড়ার মাংসের চাহিদা বাড়লেও বাংলাদেশে এখনো তেমন জনপ্রিয় হয়নি। ভেড়ার চাষও তুলনামুলকভাবে কম।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ইউনিয়ন ক্যাপিটালের বোনাস শেয়ার বিও একাউন্টে জমা

unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য বোনাস শেয়ারের ভগ্নাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওর্য়াকের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডার বিও একাউন্টে জমা দিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব শেয়ারহোল্ডারদের বিইএফটিএন একাউন্ট নেই তাদের শেয়ার বিক্রির প্রক্রিয়া আগামী ১৬ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত কোম্পানি রেজিস্ট্রার কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করতে হবে।

অ-সংগ্রহকৃত ওয়ারেন্টস আগামী ২৩ জুলাই স্ব-স্ব শেয়ারহোল্ডারদের নিবন্ধিত ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠানাে হবে।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। বোনাস শেয়ার কোম্পানির শেয়ারহোল্ডারদের বিও হিসাবে ৯ জুলাই জমা দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

লংকাবাংলা ফাইন্যান্সের ঋণমান প্রকাশ

lankaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্রাব)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে ক্রাব। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ৩’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’ এসেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

গ্লোবাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা ১৮ জুলাই

global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ইসলামি ইন্স্যুরেন্সের বোর্ডসভা আহবান

Islami-Insu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা দেড়টায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

  1. গ্রামীণফোন
  2. কেয়া কসমেটিক্স লি.
  3. ইফাদ অটোস
  4. ইউনাইটেড পাওয়ার জেনারেশ এন্ড ডিস্ট্রিবিশন কো. লি.
  5. জেনারেশন নেক্সট টেক্সটাইল
  6. ডরিন পাওয়ার
  7. ড্যাফোডিল কম্পিউটারস লি.
  8. অগ্নি সিস্টেমস লি.
  9. ফুয়াং ফুডস
  10. বেক্সিমকো ফার্মাসিটিক্যালস

শেষদিন আবারো উর্ধ্বমূখী দুই শেয়ারবাজার

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন সেখানে বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরণের মূল্য সূচক ও শেয়ারের দর বেড়েছে। তবে কমেছে দিনের লেনদেন। এই সপ্তাহের প্রথম চারদিনে বাজারে ঊর্ধ্বগতি লক্ষ করা গেলেও গতকাল সূচকসহ সবকিছুতেই ছিল নিম্নমুখী প্রবণতা। আজ বাজার অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০০৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০৫ কোটি টাকা বেশি । গতকাল বুধবার সেখানে ৯১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৪.০৭পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৩৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩১ পয়েন্টে।

গতকাল ২৩২ টি বা ৭০ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছিল। আজ তার উল্টো চিত্র। দর বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– গ্রামীণফোন, কেয়া কসমেটিক্স লি., ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশ এন্ড ডিস্ট্রিবিশন কো. লি.,  জেনারেশন নেক্সট টেক্সটাইল,  ডরিন পাওয়ার, ড্যাফোডিল কম্পিউটারস লি., অগ্নি সিস্টেমস লি. ফুয়াং ফুডস ও বেক্সিমকো ফার্মাসিটিক্যালস ।

এদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গতকালের চেয়ে সামান্য কমেছে। বৃহস্পতিবার দিনশেষে ৫৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গতকাল বুধবার এই লেনদেন ৫৬ কোটি ৯৯ লাখ টাকা ছিল। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ২ কোটি ৬৫ লাখ টাকা কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। গতকাল ২১২টি কোম্পানির শেয়ার দর কমেছিল।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক কেয়া কসমেটিক্স লি. ও জাহিন স্পিনিং লি. ।

স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

রূপালী লাইফের দুটি বোর্ড সভা ১৯ জুলাই

RliBannerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দুই বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমার চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বোর্ড সভায় কোম্পানিটির চলমান ২০১৭ বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের ও ৩০ জুন  পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ জানানাে হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভাগুলো এদিন বেলা সাড়ে ৩টায় কাকরাইল রূপালী টাওয়ারে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক