ডেল্টা লাইফের নিট বীমা তহবিল বেড়েছে

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট বীমা তহবিল ৪০ কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকা বেড়ে ৩ হাজার ৫১০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকায় উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগের বছর একই সময়ে কোম্পানিটির তহবিল বেড়েছিল ৩৪ কোটি ১৯ লাখ ৯০ হাজার টাকা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডেল্টা লাইফ, সম্প্রতি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ডেল্টা লাইফ। ২০১৪ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

বস্ত্রখাতে বৈদেশিক মুদ্রা ২৬.৪৬ বিলিয়ন মার্কিন ডলার অর্জিত : পাটমন্ত্রী

jute ministerনিজস্ব প্রতিবেদক :

বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, চলতি অর্থবছরে মে মাস পর্যন্ত বস্ত্রখাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ২৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি দলের সদস্য রহিম উল্লাহ’র তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বস্ত্র ও পার্ট মন্ত্রণালয়ের বস্ত্র পরিদফতর তৈরি পোশাক খাতে কতিপয় সেবা দিয়ে থাকে। সেবাসমূহের মধ্যে রেজিস্ট্রেশন, মেশিন ছাড়করণের সুপারিশ, অনাপত্তিপত্র, ইমপোর্ট পারমিট ও ওয়ার্ক পারমিট।

সরকারি দলের সদস্য সোহরাব উদ্দিনের তারকা চিহ্নিত অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, পাট উৎপাদন মৌসুমে উচ্চ ফলনশীল ও মানসম্পন্ন পাট বীজ কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদফতর উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে নির্বাচিত পাট চাষীদের ভিত্তি ও প্রত্যায়িত পাট বীজ, রাসায়নিক সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ ও চাষীদের উন্নত পাট ও পাট বীজ উৎপাদনের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

আইপিও বিধিমালার সংশোধন চূড়ান্ত

ipoনিজস্ব প্রতিবেদক :

নির্দিষ্ট মূল্য পদ্ধতি বা বুক বিল্ডিং-আইপিওর উভয় ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন থেকে এককভাবে সংশ্লিষ্ট কোটার সর্বোচ্চ দুই শতাংশের বেশি শেয়ার পাওয়ার আবেদন করতে পারবে না। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বিধিমালার সংশোধন প্রস্তাবে এমন বিধান রাখা হয়েছে। এ মঙ্গলবার বিধিমালার চূড়ান্ত অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি আরও জানান, এখন থেকে বুক বিল্ডিং প্রক্রিয়ায় কোনো কোম্পানি মূলধন উত্তোলন করতে চাইলে কমপক্ষে ৫০ কোটি টাকার মূলধন তুলতে হবে। এছাড়া পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম হলে কোনো কোম্পানি এ প্রক্রিয়ায় মূলধন উত্তোলন করতে পারবে না। আগের আইনে পরিশোধিত মূলধন ১৫ কোটি টাকা হলেই বুক বিল্ডিং প্রক্রিয়ায় মূলধন সংগ্রহ করতে পারত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে আইপিও বিধিমালার সংশোধন প্রস্তাবের কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো_ নির্দিষ্ট মূল্য পদ্ধতিতে আইপিও আবেদনের পূর্ববর্তী দুই বছরে কর-পরবর্তী নিট মুনাফায় এবং নিট পরিচালন অর্থপ্রবাহে (ক্যাশ-ফ্লো) প্রবৃদ্ধি থাকার বাধ্যতামূলক ছিল। এখন তা সর্বশেষ বছরে প্রবৃদ্ধি থাকলেই চলবে। এছাড়া এ পদ্ধতিতে শেয়ার পেতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আবেদন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

বোল্ড বিভির ১২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের এক স্পন্সর শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বোল্ড বি.ভি. নামে কোম্পানিটির এই পরিচালক ১২ লাখ শেয়ার বিক্রয় করবেন। প্রতিষ্ঠানটির হাতে সিঙ্গারের মোট ৩ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৯৪১ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় করবেন।

এই ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

আমানতের ওপর আবগারি শুল্ক হার কমানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেটে প্রস্তাবিত ব্যাংক আমানতের ওপর আরোপিত আবগারি শুল্ক হার কিছুটা কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আবগারি শুল্ক কত কমানো হতে পারে?- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘সংসদে বাজেট পেশ করা হয়েছে। এখন এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।?

গত মঙ্গলবার সংসদে অর্থপ্রতিমন্ত্রী আবগারি শুল্ক প্রত্যাহারের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘হি ইজ নট রেসপনসিবল পারসন।’

তিনি আরও বলেন, ‘এ শুল্ক আগেও ছিল। তবে এবার হারটা বাড়ানো হয়েছে। এরপর থেকেই আপনারা কথা বলা শুরু করেছেন। বাজেটে এ শুল্ক বহাল থাকবে কিন্তু হারটা কিছুটা কমানো হতে পারে।’

উল্লেখ্য, গত ১ জুন জাতীয সংসদে জাতীয় বাজেট উপস্থাপনের পর থেকেই ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করার প্রস্তাব করার পর থেকেই দেশব্যাপী আলোচনায় আসে বিষয়টি। ওই প্রস্তাবে বলা হয়েছে, বছরের যেকোনও সময় ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি স্থিতি থাকলে আবগারি শুল্ক বিদ্যমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হবে। পাশাপাশি ১০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত এক হাজার ৫০০ টাকার বদলে দুই হাজার ৫০০ টাকা, এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত সাত হাজার ৫০০ টাকার বদলে ১২ হাজার টাকা এবং পাঁচ কোটি টাকার বেশি লেনদেনে ১৫ হাজার টাকার বদলে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বিএটিবিসি
  2. সেন্ট্রাল ফার্মা
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. আর্গন ডেনিমস
  5. বিডি ফাইন্যান্স
  6. লংকাবাংলা ফাইন্যান্স
  7. এ্যাকটিভ ফাইন
  8. মবিল যমুনা
  9. আমরা টেকনোলজি
  10. সিএমসি কামাল।

ডিএসইতে সূচকের মিশ্রাবস্থায় ১৪৭ কোটি টাকার লেনদেন বৃদ্ধি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেন ১৪৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এদিন মূল্য সূচকের মিশ্রাবস্থায় ছিল। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, বুধবার দিনের শেষে ডিএসইতে ৫৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৪০০ কোটি ৭০ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ১৪৭ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বিএটিবিসি, সেন্ট্রাল ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেনিমস, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, এ্যাকটিভ ফাইন, মবিল যমুনা, আমরা টেকনোলজি ও সিএমসি কামাল।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৩৬ কোটি ৯৫ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইডিএলসি ও হামিদ ফ্রেব্রিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

কেয়া কসমেটিকসের ৩য় প্রান্তিকের বোর্ড সভা

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ জুন আহবান করা হয়েছে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

রসায়ন খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ২টা ৩০ মিনিটে গুলশানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় পরিচালনা বোর্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ইউসিবিএল ৭০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) পরিচালনা বোর্ড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ৪১০তম বোর্ড সভায় ৭০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রে মতে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করা হবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। টায়ার-২ রেগুলেটরি মূলধন বাড়াতে এই বন্ড ইস্যু করা হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ বন্ড ছাড়া হবে।

উল্লেখ্য, এ বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভারটেবল, নন-লিস্টেট এবং রিডেমেবল ইউসিবি-৩ সাব-অর্ডিন্টে। অর্থাৎ এ বন্ড ইস্যুর বিপরীতে কোনো জামানত রাখবে না ইস্যুকারী প্রতিষ্ঠান; নির্দিষ্ট মেয়াদ শেষে এটি অবসায়িত হবে; কোনোভাবেই এটি শেয়ারে রূপান্তরিত হবে না।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আমরা নেটওয়ার্কস আইপিও অনুমোদন : কাট অফ প্রাইস ৩৯ টাকা

amranetনিজস্ব প্রতিবেদক :

আমরা নেটওয়ার্কস লিমিটেডের প্রাথমিক গন প্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬০৬তম সভায় বুক বিল্ডিং পদ্ধতিতে এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্রে জানা যায়, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১ কোটি ৫০ লাখ ৪১ হাজার ২০৯টি সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে ইস্যু করে ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলনের প্রস্তাবে অনুমোদন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিং এর মাধ্যমে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা ফেসভ্যালুর সাধারণ শেয়ারের কাট অফ প্রাইস ৩৯ টাকায় নির্ধারণ করা হয়েছে। মোট ইস্যুকৃত শেয়ারের ৬০ শতাংশ অর্থাৎ ৯০ লাখ ১৪ হাজার ৪২৩টি সাধারণ শেয়ার যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুকূলে প্রতিটি শেয়ার ৩৯ টাকায় ইস্যু করা হবে। সাধারন বিনিয়োগকারীদের অবশিষ্ট ৪০ শতাংশ অর্থাৎ ৬০ লাখ ২৬ হাজার ৭৮৬টি সাধারণ শেয়ার ১০ শতাংশ ডিসকাউন্টে অর্থাৎ ৩৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এই আইপিও এর মাধ্যমে কোম্পানিটি ৫৬ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করে ব্যাংক ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডাটা সেন্টার ও ওয়াই-ফাই হটস্পট স্থাপন এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) ২১.৯৮ টাকা এবং বিগত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ