শেয়ারবাজার সংশ্লিষ্ট নতুন ৫ সাংসদকে ডিবিএর অভিনন্দন

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় আহসানুল ইসলামকে (টিটু) অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালনা পর্ষদ।

টিটু ডিবিএ’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ঢাক‍া স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট।

ডিবিএর প্রেসিডেন্ট শাকিল রিজভী সংগঠনের পক্ষ থেকে এ অভিনন্দন জানিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, একই সঙ্গে একাদশ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডিবিএ উপদেষ্টামণ্ডলীর আহ্বায়ক ও সদস্য কাজী ফিরোজ রশীদ, সদস্য শফিকুর রহমান,আবদুস সালাম মুর্শেদী এবং আব্দুল মুমিন মণ্ডলকে স্বাগত জানাই।

আরও বলা হয়, শেয়ারবাজারে অভিজ্ঞ ও দূরদর্শী সম্পন্ন ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে সামনের দিনগুলোতে দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি শেয়ারবাজারের উন্নয়ন তথা সার্বিক অর্থনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৩১.৩৮ শতাংশ

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে সাপ্তাহিক লেনদেন ২১৫১ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৬৩৭ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩১.৩৮ শতাংশ বেশি।

সর্বশেষ সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২.৭২ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৭,২৯৫ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৭,৮৪৩ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৩ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২.৭২ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২০৪.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৬১.২১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৯৪১ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩৮.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১২টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি প্রতিষ্ঠানের। আর ২টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম