বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিমা সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (এপ্রিল-জুন) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৫৫ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ১.২৫ টাকা।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৮৫ টাকা। গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ২০.৪১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

সাউথ বাংলা ব্যাংকের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৩ টাকা। গত বছরের এ সময়ের প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ০.১০ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। গত বছরের এ সময়ের প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩২ টাকা।

এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.২৫ টাকা। গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর এই এনএভি ছিল ১৩.২৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশে শিগগিরই কমোডিটি এক্সচেঞ্জ চালু হবে : বিএসইসি কমিশনার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, কমোডিটি এক্সচেঞ্জ বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠায় বিএসইসি কাজ করছে।

বাংলাদেশে খুব শিগগিরই কমোডিটি এক্সচেঞ্জ চালু হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির আয়োজনে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কমোডিটি এক্সচেঞ্জ) বিধিমালা, ২০২৩’ এর খসড়া বিধিমালার ওপর মুখ্য প্রাতিষ্ঠানিক অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।

একটি সুষ্ঠু ও সুস্পষ্ট আইনি কাঠামোর মাধ্যমে কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখ করে শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, দেশের বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের প্ল্যাটফর্ম উপহার দিতে চাই আমরা। এটি বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠায় বিএসইসি কাজ করছে। বাংলাদেশে খুব শিগগিরই কমোডিটি এক্সচেঞ্জ চালু করা হবে।

তিনি বলেন, দেশের আর্থিক বাজারের জন্য কমোডিটি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের ধারণাটি নতুন এবং বাংলাদেশের মতো বৃহৎ বাজার বিবেচনায় এদেশে কমোডিটি এক্সচেঞ্জের সম্ভাবনা অনেক। কমোডিটি এক্সচেঞ্জ চালুর মাধ্যমে দেশের অর্থনীতিতে উন্নয়নের এক নতুন মাত্রা যোগ হবে।

বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এফবিসিসিআই, ডিএসই, সিএসই, সিডিবিএস, সিসিবিএল, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, বসুন্ধরা গ্রুপ ও মেঘনা গ্রুপসহ ব্যাংক এবং সংশ্লিষ্ট আরও অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে খসড়া বিধিমালার ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসইসির পরিচালক মো. আবুল কালাম ও বিএসইসির উপ-পরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত।

স্টকমার্কেটবিডি.কম/////

বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী ইতালি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইতালি বিশেষ করে দেশটির কৃষি ও সেবা খাতে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের আগ্রহ দেখিয়েছে।

গতকাল সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্যব্যবস্থা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির তিন মন্ত্রীর বৈঠক হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৈঠকে ইতালির মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে আব্দুল মোমেন বলেন, ‘ইতালি তার সেবা ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইতালির যে তিন মন্ত্রী বৈঠক করেন, তাঁরা হলেন কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিগিদা, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি ও বিচারমন্ত্রী কার্লো নর্দিও।

এফএওর সদর দপ্তরে ইন্টারন্যাশনাল ফান্ড অব অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে আরেকটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে তিনি বাংলাদেশে গম ও ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে আইএফএডির সহায়তা চেয়েছেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিন্ডি হেনসলি ম্যাককেইনও এফএওর সদর দপ্তরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ডব্লিউএফপিকে বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহ করতে বলেছেন, বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য।

স্টকমার্কেটবিডি.কম////

ফিনিক্স ইন্সুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন দুপুর ৫:৩০টায় রাজধানীর দিলকুশায় বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

বাংলাদেশের ঋণমান ‘নেতিকবাচক’ অবস্থানে : এসঅ্যান্ডপি রেটিংস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস বাংলাদেশের ঋণমান কমানোর আভাস দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস বাংলাদেশের ঋণমান স্থিতিশীল থেকে ‘নেতিকবাচক’ অবস্থানে নামিয়ে এনেছে।

এসঅ্যান্ডপির প্রত্যাশা, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির বার্ষিক প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে ৬ দশমিক ৪ শতাংশের মধ্যে হবে। তবে, ২০২৩ সালের জুনে শেষ হওয়া অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য তিন শতাংশে নেমে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডলার ঘাটতির কারণে আমদানি করা জ্বালানির অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ডলারের মজুত এক তৃতীয়াংশেরও বেশি কমে গত ১৯ জুলাই পর্যন্ত ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ছিল।

এসঅ্যান্ডপি বলছে, আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশের বহিস্থ খাতের স্থিতিশীলতার জন্য অনুকূল বাণিজ্য ও আর্থিক প্রবাহ প্রয়োজন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে সি পার্ল ; ২য় ওয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩০ কোটি ২৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৩ লাখ।

রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড ২১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৮৫ লাখ, জেমিনী সী ফুডসের ১৭ কোটি ৭১ লাখ, লিগাসি ফুটওয়ারের ১৭ কোটি ৯ লাখ, লুব-রেফ বিডির ১৬ কোটি ৮ লাখ, এশিয়া ইন্সুরেন্সের ১৫ কোটি ৫৪ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিসের ১৫ কোটি ৩২ লাখ ও এডিএন টেলিকম লিমিটেডের ১২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. সি পার্ল বিচ রিসোর্ট
  2. ফু-ওয়াং ফুডস
  3. রংপুর ডেইরী
  4. ক্রিস্টাল ইন্স্যুরেন্স
  5. জেমিনী সী ফুডস
  6. লিগাসি ফুটওয়ার
  7. লুব-রেফ বিডি
  8. এশিয়া ইন্সুরেন্স
  9. আলিফ ইন্ডাস্ট্রিস
  10. এডিএন টেলিকম।