ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মক টেস্ট সোমবার

DSE LOGOস্টকমার্কেট ডেস্ক :

স্থির মূল্যের অধীনে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের সফল লাইভের জন্য আগামী ৪ সেপ্টেম্বর সোমবার পরীক্ষামূলক অনলাইন লাইভ (মক টেস্ট) অনুষ্ঠিত হবে। এ জন্য ডিএসই যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেদিন ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ ও একচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস্, ২০১৫-এর সর্বশেষ সংশোধনী গেজেট ভুক্ত করা হয় গত ৬ জুলাই । এই সংশোধনী অনুযায়ী এখন থেকে স্থির মূল্যে সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডিএসই ও সিএসইর যৌথ নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস)-এর মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে।

৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটায় যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের এ মক টেস্ট অনুষ্ঠিত হবে। মক টেস্টের জন্য ওয়েবসাইটের ঠিকানা     http://bbsbangladesh.com:9000/

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

কারখানা মালিকদের কাছে ক্ষমা চাইলেন বিজিএমইএর সভাপতি

bgmeaবিশেষ প্রতিবেদক :

ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে দু-চারটি কারখানা কর্তৃপক্ষকে মেশিন বিক্রি করতে হয়েছে। এ জন্য পোশাক কারখানার মালিকদের কাছে ক্ষমা চেয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, ‘বিজিএমইএর সদস্যভুক্ত অধিকাংশ কারখানায় চলতি মাসের আংশিক কিংবা পূর্ণ বেতন পরিশোধ হয়েছে। শতভাগ কারখানা ঈদ বোনাস দিয়েছে। দু-চারটি ক্ষেত্রে বেতন-ভাতা পরিশোধের জন্য কিছু মেশিনারিজ (যন্ত্রপাতি) বিক্রি করতে হয়েছে। এ জন্য মালিকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি।’

বিজিএমইএর সভাপতি আরও বলেন, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে কখনো কখনো শক্ত পদক্ষেপ নিতে হয়েছে। কারণ, বিজিএমইএর সদস্য ৩ হাজার ২০০ কারখানার মধ্যে দু-চারটির সমস্যার জন্য পুরো পোশাক খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পোশাকশিল্প খাতের শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান, মোহাম্মদ নাছির, ফেরদৌস পারভেজ বিভন প্রমুখ।

সিদ্দিকুর রহমান বলেন, পোশাকশিল্পের অনেক কারখানা মালিক ২০ থেকে ২৫ বছর কারখানার চালানোর পর অবকাঠামো, রাজনীতি বা নিজের ব্যর্থতার কারণে রুগ্‌ণ হয়ে পড়েছেন। কারখানা চালাতে পারছেন না। তাঁদের জন্য জরুরি ভিত্তিতে একটি এক্সিট পলিসি বা ব্যবসা থেকে প্রস্থানের নীতিমালা করা দরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বিজিএমইএর সভাপতি।

সংগঠনটির সভাপতি আরও বলেন, ‘ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে সমস্যা করতে পারে—এমন ৮০০ কারখানা আমরা নজরদারির মধ্যে রেখেছিলাম। এর মধ্যে ৪০টি কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা করে ৪৫ হাজার শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। এসব ক্ষেত্রে সমস্যার ধরন অনুসারে ব্যাংক থেকে ঋণ নিয়ে, মালিকের সম্পত্তি, সোনার অলংকার ও জমিজমা বিক্রি এবং কারখানার মেশিন ও জেনারেটর বিক্রি করে শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের জানামতে, বিজিএমইএর শতভাগ কারখানা উৎসব ভাতা দিয়েছে। গত মাসের (জুলাই) বেতন-ওভারটাইম পরিশোধ হয়েছে। চলতি আগস্ট মাসের আংশিক বা পূর্ণ বেতন অগ্রিম হিসেবে দিয়ে দিয়েছে অধিকাংশ কারখানা।’

সরকারের নির্দেশনা অনুসারে মহাসড়কে যানজট কমানোর জন্য গত কয়েক ঈদের মতো এবারও পর্যায়ক্রমে পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে বলে জানান বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, কিছু কারখানা গত মঙ্গলবার ও কিছু কারখানা গতকাল বুধবার ছুটিতে গেছে। সব মিলিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৯০ শতাংশ কারখানা ছুটি হয়েছে। কাল শুক্রবার অবশিষ্ট কারখানায় ছুটি দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএম.

২ ও ৫ টাকার নোট কমাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

bbবিশেষ প্রতিবেদক :

ভল্টে প্রচুর ধাতব মুদ্রা জমে যাওয়ায় কাগজের নোট কমানোর লক্ষ্যে দুই ও পাঁচ টাকার কাগজের নোট বাজারে কম ছাড়তে চাইছে বাংলাদেশ ব্যাংক।

ধাতব মুদ্রার ব্যবহার বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ ও ৫ টাকার কাগজের নোট নিতে চাইলে আগে ৮০ ভাগ ধাতব মুদ্রা (কয়েন) নিতে হবে। এরপর বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগজের নোট।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের জানান, বাজার থেকে দুই ও পাঁচ টাকার কাগজের নোট কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কাগজের মুদ্রা বাজারে থাকলেও বেশির ভাগ ধাতব মুদ্রার সার্কুলেশন (বাজারে) না থেকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে পড়ে রয়েছে। ভল্টে বিপুল পরিমাণ কয়েন জমা হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে কাগজের মুদ্রার তুলনায় ধাতব মুদ্রা বেশি নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএম.

লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষ ১০এর তালিকায় শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড রয়েছে। আর তালিকায় আধিপত্য বিস্তার করেছে ব্যাংকিং খাতের কোম্পানি। আজ বৃহস্পতিবার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টিই ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শীর্ষ ১০এর তালিকায় শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড রয়েছে। এদিন কোম্পানিটির ২ হাজার ৮৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৫৩ কোটি ৬৮ লাখ টাকা। সর্বোচ্চ দর ছিল ৬১ টাকা। আর সর্বশেষ  ৬০.৭০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ৫৯.৫০ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। এদিন কোম্পানিটির ৩ হাজার ৩৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ৫৪ কোটি ৬৯ লাখ টাকা। সর্বোচ্চ ৬০.৩০ টাকা। আর সর্বশেষ ৫৮.৩০ টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ৬০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ২ হাজার ৫৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২৭ কোটি ৭৩ লাখ টাকা। সর্বোচ্চ ১৫.৫০ টাকা। আর সর্বশেষ ১৫.২০  টাকায় লেনদেন হয়। সর্বনিম্ন দর ছিল ১৪.৮০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বাজার দর ২৬ কোটি ৫৭ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বাজার দর ২৪ কোটি ৬০ লাখ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের বাজার দর ২৪ কোটি ১৬ লাখ, বিবিএস ক্যাবলস লিমিটেডের বাজার দর ১৭ কোটি ৬৪ লাখ টাকা, এবি ব্যাংক  লিমিটেডের বাজার দর ১৭ কোটি ৫৪ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রির বাজার দর ১৬ কোটি ১৪ লাখ টাকা, এমজেএল বাংলাদেশ লিমিটেডের বাজার দর ১৫ কোটি ৭৮ লাখ টাকা ও প্রাইম ব্যাংক লিমিটেডের বাজার দর ১৫ কোটি ৬৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

পরিচালকের সাড়ে ১ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

citybank_logoস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

হোসেন খালেদ নামে কোম্পানির এ পরিচালক ১ লাখ শেয়ার ক্রয় করেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন। এর আগে গত ২৮ আগস্ট তিনি এ সংখ্যক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

সিটি ব্যাংক পরিচালকের সাড়ে ৪ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

citybank_logoস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেডের এক পরিচালক (এ-ওয়ান পলিমার লিমিটেডের প্রতিনিধি) শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

হোসেন মেহমুদ নামে কোম্পানির এ পরিচালক মোট ৪ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় করেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হয় বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করেন। এর আগে গত ৬ আগস্ট তিনি এ সংখ্যক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

ইউনিয়ন ক্যাপিটালের মনোনীত পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন

unionস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং অার্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের এক মনোনীত পরিচালক শেয়ার বিক্রয় করেছেন। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

তাজরিনা শিকদার নামে কোম্পানির এ মনোনীত পরিচালক ২ লাখ শেয়ার বিক্রয় করেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে তিনি উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করেন বলে অার্থিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

এ উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করেন।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. ফরচুন সুজ
  3. এক্সিম ব্যাংক
  4. ন্যাশনাল ব্যাংক
  5. আইএফআইসি ব্যাংক
  6. বিবিএস ক্যাবলস
  7. এবি ব্যাংক
  8. ফু-ওয়াং সিরামিক
  9. এমজেএল বিডি
  10. প্রাইম ব্যাংক

৬ হাজারের মাইলফলক স্পর্শ করলো ডিএসই ‌’র প্রধান সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ছয় হাজারের কোঠায় স্পর্শ করে গড়েছে নতুন মাইলফলক। এর জন্য বেড়েছে লেনদেন, কোম্পানির শেয়ারদর ও অন্যান্য সূচক। সেখানে এদিন ৮৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর প্রধান সূচক অবস্থান করছে ৬০০৬ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এর গতকাল ডিএসইর সার্বিক সূচক ৫ হাজার ৯৭৩ ওঠেছিল।

এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সেখানে ৬২ কোটি ৮১ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৫২ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৭০ লাখ টাকা বেশি। গতকাল বুধবার সেখানে ৮০৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ৩২.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৮ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত থাকে ৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– লংকাবাংলা ফাইন্যান্স, ফরচুন সুজ, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বিবিএস ক্যাবলস, এবি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, এমজেএল বিডি ও প্রাইম ব্যাংক।

এদিকে, বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬২ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৫ কোটি ৪৭ লাখ টাকা বেশি। গতকাল বুধবার এই লেনদেন ৫৭ কোটি ৩৪ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৬.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্রাইম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

৩টি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন চালু সোমবার

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক  :

শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতের তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ও এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের লেনদেন চালু হবে আগামীকাল সোমবার । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৩১.০৮.২১৭) কোম্পানিটি রেকর্ড ডেটের জন্য লেনদেন একদিন ট্রেডিং বন্ধ রাখে। ঈদের ছুটি শেষে সোমবার থেকে পুনরায় কোম্পানির লেনদেন শুরু হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে ফান্ড দুটি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি