এমআই সিমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য নেই

mi cementনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেডের অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, গত ১৮ নভেম্বর কোম্পানি শেয়ারের দর ছিল ৬৪.১০ টাকা। এরপর গত ৬ ডিসেম্বর দর বেড়ে লেনদেন হয় ৯৪.০০ টাকায়। এই সময়ে এ কোম্পানিটির শেয়ার দর উঠানামা করে। তবে দর বৃদ্দিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

এর আগে এমআই সিমেন্টের কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এমএ

এমডির পদত্যাগপত্র সিএসইতে গৃহীত

Wali-ul-Maruf-Matinনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি-উল-মারুফ মতিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে প্রতিষ্টানটি। রবিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগপত্র গৃহীত হয়।

সম্প্রতি সিএসইর সভাপতি আবদুল মজিদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকেও পদত্যাগের একটি কপি দেওয়া হয়েছে।

জানতে চাইলে সিএসইর সভাপতি মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘এমডির পদত্যাগপত্র আমার হাতে এসেছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছে।’ এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

পদত্যাগের কারণ সম্পর্কে জানতে চাইলে ওয়ালি উল মারুফ মতিন বলেন, ‘আমি আমার পদত্যাগপত্রে কারণ উল্লেখ করেছি। যার কপি নিয়ন্ত্রক সংস্থাকেও দেওয়া হয়েছে।’ এর বেশি আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে বিএসইসি ও সিএসইর একাধিক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, পরিচালনা পর্ষদের সঙ্গে মতপার্থক্য ও ব্যবস্থাপনা পরিচালকের বিভিন্ন সিদ্ধান্তে পর্ষদের প্রভাবশালী সদস্যদের অযাচিত হস্তক্ষেপের কারণে তিনি দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

  1. কাসেম ড্রাইসেল
  2. বিএসআরএম স্টিলস
  3. স্কয়ার ফার্মা
  4. এমআই সিমেন্ট
  5. ডেল্টা লাইফ
  6. সাইফ পাওয়ারটেক
  7. বেক্সিমকো ফার্মা
  8. কেডিএস এক্সেসরিজ
  9. খুলনা পাওয়ার
  10. সামিট পাওয়ার।

প্রথম দিনে সূচকের উত্থানে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দুই স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ার। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩.৭ পয়েন্ট বেড়ে ৪৬৫৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ১.২৫ পয়েন্ট বেড়ে ১১২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে ১৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৪ কোটি টাকা।

এদিন ডিএসইতে মোট ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত আছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- কাসেম ড্রাইসেল, বিএসআরএম স্টিলস, স্কয়ার ফার্মা, এমআই সিমেন্ট, ডেল্টা লাইফ, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সেসরিজ, খুলনা পাওয়ার কোম্পানি ও সামিট পাওয়ার।

অপরদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫.১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএএসপিআই সূচক ৮.৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২২২ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক .৯৮ পয়েন্ট বেড়ে ৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত আছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

হাক্কানি পাল্পের প্রকল্প ব্যয় বাড়বে

hakkaniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প ও পেপার মিলস লিমিটেডের প্রকল্প ব্যয় বাড়ছে। ব্যয় বৃদ্ধির বিষয়টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, হাক্কানী পাল্পের প্রস্তাবিত টিস্যু কাগজ উৎপাদনের প্রকল্প ব্যায় ১৬ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২২ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার টাকা নির্ধারণ করে। এতে খরচ আরো বাড়ছে ৬ কোটি ৪ লাখ ৩৩ হাজার ৮ শত টাকা।

এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিনের উৎপাদন ক্ষমতা ১০ টন থেকে বেড়ে ২০ টন হবে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

কেডিএস এক্সেসরিজের মেশিন আমদানি

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেড নতুন মেশিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে এসব মেশিন আনবে। যার আর্থিক মূল্য ১৬ লাখ মার্কিন ডলার।

এসব মেশিন কোম্পানির ইউনিট-৩ এ যুক্ত করা হবে। বিনিয়োগকারী যার প্রুতিশ্রুতি দিয়ে আইপিও অর্থ উত্তোলন করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

এক্সিম ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত

exim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ৪০০ কোটি টাকার মুদারারাব সাবঅর্ডিনেট বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুযায়ী, টায়ার-২ মূলধনের শর্ত পূরণে ৭ বছর মেয়াদি এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করবে ব্যাংকটি।

বর্তমানে এক্সিম ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে