কেউ যদি জোর করে কিছু করতে চায় করতেই পারে, নিষেধাজ্ঞা প্রশ্নে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞা প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ তো কোনো অপরাধ করেনি। কেউ যদি জোর করে কিছু করতে চায়, করতেই পারে। এটা কি হয় নাকি?

অর্থ মন্ত্রণালয়ে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘কেউ যদি জোর করে কিছু করতে চায়, করতেই পারে। বাংলাদেশেও সেটা করতে পারে। এটা কি হয় নাকি?’

তিনি আরও বলেন, ‘কেউ যদি অপরাধ করে তার শাস্তি রয়েছে। কিন্তু বাংলাদেশ তো কোনো অপরাধ করেনি।’

স্টকমার্কেটবিডি.কম//////

এক্সিম ব্যাংকের ইজিএম আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২০ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইজিএমটি এদিন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির পরিচালনা বোর্ড ব্যাংকটির নাম পরিবর্তন করে এক্সিম ব্যাংক পিএলসি করার সুপারিশ করেছে।

অনুষ্ঠিতব্য ইজিএমে এই প্রস্তাব বিবেচনা করবেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

এই ইজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনসিসি ব্যাংকের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির নতুন নাম হবে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি) পিএলসি।

সূত্রটি জানায়, ব্যাংকটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা বোর্ড।

আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) থেকে ব্যাংকটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সোস্যাল ইসলামী ব্যাংকের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির নতুন নাম হবে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

সূত্রটি জানায়, ব্যাংকটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা বোর্ড।

আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) থেকে ব্যাংকটির এই নতুন নাম কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে বিডি থাই; ২য় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৫৪ লাখ টাকা।

রূপালী ব্যাংকের ২১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১৮ কোটি ৩০ লাখ, সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ১৬ কোটি ৬৬ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ১৫ কোটি ৮৬ লাখ, ইউনিয়ন ক্যাপিটালের ১৩ কোটি ১৩ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৫৮ লাখ, সেন্ট্রাল ফার্মার ১১ কোটি ৭৫ লাখ ও অলিম্পিক এক্সেসরিজের ১১ কোটি ১৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. বিডি থাই এলুমিনিয়াম
  2. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  3. রূপালী ব্যাংক
  4. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  5. সী পার্লস রিসোর্ট
  6. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  7. ইউনিয়ন ক্যাপিটাল
  8. মিডল্যান্ড ব্যাংক
  9. সেন্ট্রাল ফার্মা
  10. অলিম্পিক এক্সেসরিজ।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের সামান্য পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৪১ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির আর অপরিবর্তিত আছে ১৮৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিডি থাই এলুমিনিয়াম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ইউনিয়ন ক্যাপিটাল, মিডল্যান্ড ব্যাংক, সেন্ট্রাল ফার্মা ও অলিম্পিক এক্সেসরিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম ও স্কয়ার ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি চলতে পারে না : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মূল্যস্ফীতি ছাড়া অর্থনীতি চলতে পারে না। যারা অর্থনীতি নিয়ে গভীরভাবে ভাবে না, তারাই মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন।

কিন্তু মূল্যস্ফীতিতো অসহনীয় পর্যায়ে চলে গেছে, এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, গত ১৫ বছরের মধ্যে ৮ থেকে ১০ বছর ৬ শতাংশের নিচে ছিল। এর থেকে ভালো অবস্থা হতে পারে না।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, নতুন সরকারের অর্থমন্ত্রী কে হবেন সেটা প্রধানমন্ত্রী ঠিক করবেন। তবে যিনিই অর্থমন্ত্রী হোক না কেন, অথর্নীতিকে আরও গতিশীল করবে সরকার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উত্তীর্ণ হয়েছিল, যা সম্প্রতিক সময়ে কমেছে। তবে আগামীতে ৩০ বিলিয়নের নিচে নামতে দেওয়া হবে না।

স্টকমার্কেটবিডি.কম//////

সংসদ সদস্য হলেন পোশাক খাতের ৭ জন উদ্যোক্তা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের রপ্তানি আয়ের শীর্ষ খাত তৈরি পোশাক ও বস্ত্র খাতের অনেক উদ্যোক্তা এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের কেউ আওয়ামী লীগের, কেউ জাতীয় পার্টির এবং কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। বিজিএমইএর তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে পোশাক খাত থেকে ১৫ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এর মধ্যে ৭ জন নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে যাঁরা এবার ভোটযুদ্ধে জয় পেয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুচ ছালাম, মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডল, এনভয় গ্রুপের কর্ণধার সালাম মুর্শেদী, নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি সেলিম ওসমান।

বাণিজ্যমন্ত্রী ও সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নৌকা প্রতীকে জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক।

নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমই এর পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ খসরু চৌধুরী এবার কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারীভাবে বিজয় হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের এস এম তোফাজ্জল হোসেন। দেশের নেতৃস্থানীয় শিল্পগোষ্ঠী ওয়েল গ্রুপের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী। শাশা ডেনিমসের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী।

আর নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জয়ী হয়েছেন এ কে এম সেলিম ওসমান।

স্টকমার্কেটবিডি.কম////

বিশ্ববাজারে ৩ শতাংশ কমেছে তেল-গ্যাসের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে প্রায় ৩ শতাংশ কমেছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তার এশীয় ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণের পর জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়ে।

বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল সোমবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিটিটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২.৮৬ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭১.৬৯ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২.৭১ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭৬.৬১ ডলার।

এদিন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের দামও ৩.৩৩ শতাংশ কমে প্রতি এমএমবিটিইউ হয় ২.৭৯ ডলার। একই দিন ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারেও গ্যাসের দাম কমেছে।

এশীয় ক্রেতাদের জন্য নিজেদের অপরিশোধিত তেলের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আরব লাইট ক্রুডের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কম্পানি আরামকো। আরামকোর সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এশীয় ক্রেতারা প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডে ১.৫ ডলার থেকে ২ ডলার পর্যন্ত ছাড় পাবেন।

গত রবিবার আরামকো এই সিদ্ধান্ত জানানোর পর সোমবারই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। সূত্র : রয়টার্স, ব্লুমবার্গ, আরটি নিউজ

স্টকমার্কেটবিডি.কম////