এক সপ্তাহে বাড়ল রিজার্ভ : বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘদিন পর গত সপ্তাহে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। সপ্তাহ ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে তিন কোটি ৪৮ লাখ ৬০ হাজার ডলার।

বৃহস্পতিবার সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে‍ বাংলাদেশ ব্যাংক এসব তথ্য তুলে ধরে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৩ ডিসেম্বর দিন শেষে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার (১৯ দশমিক ১৬ বিলিয়ন) ডলারে, যা আগের সপ্তাহে ছিল এক হাজার ৯১৩ কোটি ৪৩ লাখ ৬০ হাজার (১৯ দশমিক ১৩ বিলিয়ন) ডলার।

অন্যদিকে গ্রস বা মোট রিজার্ভ কমেছে। বর্তমানে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৪৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার (২৪ দশমিক ৬২ বিলিয়ন) ডলারে। এক সপ্তাহ আগে ৭ ডিসেম্বর গ্রস রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৪৬৬ কোটি ১৩ লাখ ৮০ হাজার (২৪ দশমিক ৬৬ বিলিয়ন) ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত হিসেবে জুলাই মাস থেকে মোট রিজার্ভ থেকে গঠিত তহবিল বাদ দিয়ে নিট রিজার্ভ ও গ্রস রিজার্ভের হিসাব শুরু করে বাংলাদেশ ব্যাংক, যা প্রতি সপ্তাহে প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়।

অন্যদিকে নিট রিজার্ভ থেকে চলতি দায়-দেনা বাদ দিয়ে আরও একটি প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংক, যা শুধু আইএমএফকে দেওয়া হয়।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুমোদিত ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ছাড়ের অনুমোদন হলেও এখনো বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এখনো যোগ হয়নি।

স্টকমার্কেটবিডি.কম///

কেনা হচ্ছে ৩০ লাখ টন জ্বালানি তেল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৪ সালের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১৫ লাখ ৬৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ৩০ লাখ ৬৫ হাজার টন জ্বালানিতে ব্যয় হবে প্রায় ২৬ হাজার কোটি টাকা।

গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি তেলসহ মোট ১৭টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, ২০২৪ সালে বিপিসি সৌদি আরামকো থেকে ৮ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে।

এতে ব্যয় হবে ৬ হাজার ৪০৭ কোটি টাকা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এডিএনওসি থেকে ৭ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে। এতে খরচ ধরা হয়েছে ৫ হাজার ৮০৮ কোটি টাকা। আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ১৫ লাখ ৬৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ২০২৪ সালে এ তেল আমদানি করবে বিপিসি।

স্টকমার্কেটবিডি.কম//////

আনলিমা ইয়ার্নের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৬ ডিসেম্বর শেয়ার দর ছিল ৩১.৬০ টাকা। গতকাল ১৩ ডিসেম্বর সর্বশেষ তা ৪৪.৩০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় আনলিমা ইয়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডলারের দাম ২৫ পয়সা কমল, রবিবার থেকে কার্যকর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদনের পর দেশের ব্যাংকগুলো ডলার কেনা-বেচায় ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ব্যাংকগুলো ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাড়িয়েছে। গত দুই বছরের মধ্যে টাকার বিপরীতে ডলারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যেতে দেখা যায়।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান আফজাল করিম গণমাধ্যমকে বলেন, ‘এখন ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রি করবে।’

বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ভার্চুয়াল সভা শেষে তিনি এ কথা জানান। আগামী রোববার থেকে এই নতুন হার কার্যকর হবে বলেও জানান তিনি।

গতকাল আইএমএফ বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তিতে ৬৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে। প্রথম কিস্তিতে গত ২ ফেব্রুয়ারি ৪৪৭ দশমিক আট মিলিয়ন ডলার ছাড় দেয় সংস্থাটি।

স্টকমার্কেটবিডি.কম//////

লেনদেনের শীর্ষে অলিম্পিক ; ২য় প্যাসিফিক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে প্যাসিফিক ডেনিমস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ টাকা।

ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মার ২৩ কোটি ১৩ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ১৪ কোটি ৬০ লাখ, ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ডের ১২ কোটি ১ লাখ, ইয়াকিন পলিমারের ১০ কোটি ৮৭লাখ, বিডি থাই এলুমিনিয়ামের ৮ কোটি ৮৮ লাখ, ফার্ষ্ট প্রাইম মি. ফান্ডের ৮ কোটি ৭৮ লাখ ও ফুয়াং সিরামিকসের ৮ কোটি ৩০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি
KBPPWBIL

  1. অলিম্পিক এক্সেসরিজ
  2. প্যাসিফিক ডেনিমস
  3. ওরিয়ন ইনফিউশন
  4. সেন্ট্রাল ফার্মা
  5. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  6. ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড
  7. ইয়াকিন পলিমার
  8. বিডি থাই এলুমিনিয়াম
  9. ফার্ষ্ট প্রাইম মি. ফান্ড
  10. ফুয়াং সিরামিকস।

দিনশেষে সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৬৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১০৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ১৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১১টির আর দর অপরিবর্তিত আছে ১৬৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – অলিম্পিক এক্সেসরিজ, প্যাসিফিক ডেনিমস, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড, ইয়াকিন পলিমার, বিডি থাই এলুমিনিয়াম, ফার্ষ্ট প্রাইম মি. ফান্ড ও ফুয়াং সিরামিকস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া ও অলিম্পিক এক্সেসরিজ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

খান ব্রাদার্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৯ নভেম্বর শেয়ার দর ছিল ৬৭.৬০ টাকা। গতকাল ১৩ ডিসেম্বর সর্বশেষ তা ৯৫.৫০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এস

বিদ্যুৎ বিতরণ পরিকল্পনায় সহায়তা করবে জাইকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কার্বন নিঃসরণ কমাতে ঢাকায় একটি কার্যকর বিদ্যুৎ বিতরণ পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা করবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানিয়েছে জাইকা।

চুক্তিতে সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন ও বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মো. মনোয়ার হাসান খান এবং জাইকার পক্ষে সই করেন সিনিয়র প্রতিনিধি ইজি ইয়ামাদা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ বিতরণ পরিকল্পনার ক্ষেত্রে জাইকার ডিস্ট্রিবিউশন মাস্টারপ্ল্যান ঢাকার জন্য একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে। পাশাপাশি বিতরণ পরিকল্পনার উন্নতি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং বিতরণ সুবিধা উন্নয়নের জন্য কাজ করবে তারা। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে পরিবর্তনশীল নবায়নযোগ্য জ্বালানির অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে ‘লো-কার্বন সোসাইটি’ অর্জন করার লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেবে।

জাইকার আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডেসকো ও ডিপিডিসির সঙ্গে এ বিষয়ে ৩৬ মাস একসঙ্গে কাজ করবে। তারা বিতরণ ব্যবস্থার পরিকল্পনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা উন্নত করতে সহায়তা দেবে।

স্টকমার্কেটবিডি.কম//////

মুদ্রানীতির রাশ টানার পরামর্শ আইএমএফের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। স্বল্প মেয়াদে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে নানা বিষয়ে সতর্কতার সঙ্গে মুদ্রানীতির রাশ টেনে ধরতে বলেছে তারা।

এর সঙ্গে সহায়ক নীতি হিসেবে নিরপেক্ষ রাজস্ব নীতি ও মুদ্রার বিনিময় মূল্যের ক্ষেত্রে আরো নমনীয় হতে হবে। কঠিন বাহ্যিক পরিবেশ-পরিস্থিতি সামলে নিতে ক্ষমতা বৃদ্ধির সঙ্গে এসব পদক্ষেপ নিতে বলছে সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সম্প্রতি মুদ্রানীতির কাঠামো আধুনিকায়ন করার প্রশংসা করে আইএমএফ বলছে, এর ধারাবাহিকতাও অব্যাহত রাখতে হবে। মুদ্রানীতি আধুনিক হলে তার মাধ্যমে মূল্যস্ফীতি কমার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতির প্রভাব জোরদার হবে।

বাংলাদেশের ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে ৬৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার ছাড় করেছে আইএমএফ। এরপর দেশের অর্থনীতির মূল্যায়ন করে সংস্থাটির দেওয়া বিবৃতিতে এসব পরামর্শ দেওয়া হয়েছে।

আইএমএফ পূর্বাভাস দিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের ৬ শতাংশ প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হতে পারে।

অভ্যন্তরীণ চাহিদা কমতির দিকে থাকলেও রপ্তানি ঘুরে দাঁড়াতে পারে। কঠোর মুদ্রানীতি ও নিরপেক্ষ রাজস্ব নীতির কল্যাণে মূল্যস্ফীতির হার কমে অর্থবছরের শেষে ৭.২৫ শতাংশ হতে পারে। জিডিপির ৪.৬ শতাংশের মতো রাজস্ব ঘাটতি হতে পারে।

আইএমএফের মতে, আর্থিক খাতের সংস্কার জরুরি। ব্যাংকিং খাতের ঝুঁকি কমাতে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমানোর পাশাপাশি পুঁজি পুনরুদ্ধারে বিশেষ কৌশল নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম//////