জাপান বাংলাদেশের অটোমোবাইল শিল্পে বিনিয়োগে আগ্রহী

bidaস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাপান বাংলাদেশের অটোমোবাইল শিল্পে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সাথে বিডা’র কার্যালয়ে বাংলাদেশে জাপান দূতাবাসের কাউন্সিলর আসুহারু শিন্তো ও ফার্স্ট সেক্রেটারি তাকিশি শিমোকিওদা সাক্ষাতকালে এক বৈঠকে এ আগ্রহ ব্যক্ত করেন।

এই শিল্পে বিনিয়োগের ব্যাপারে তারা বাংলাদেশের সম্ভাব্য সকল প্রণোদনা ও তথ্য সংগ্রহের পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সার্বিক সহযোগিতাও কামনা করেন।

এ সময় বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, অটোমোবাইল শিল্পে বিনিয়োগ বর্তমানে সময়োপযোগি একটি সিদ্ধান্ত। বাংলাদেশ বিশ্ববাজারে এ শিল্পের জন্য যথার্থ ভাবমূর্তি তৈরি করতেও আগ্রহী। বাংলাদেশের বাজার অটোমোবাইল শিল্পের জন্য যথেষ্ট পরিণত বলেও তিনি উল্লেখ করেন।

কাজী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তাদের সাথে শুধুমাত্র অটোমোবাইল শিল্পের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার ব্যাপারে আলোচনা হয়েছে। এ ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান অটোমোবাইল শিল্পে জাপানের বিনিয়োগের ব্যাপারে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

নিউ লাইন ক্লোথিং আইপিওতে ২৮ গুন আবেদন : লটারি ২৪ মার্চ

new lineস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিউ লাইন ক্লোথিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাহিদার বিপরীতে ২৭ দশমিক ৭৪ গুন আবেদন জমা পড়েছে। এসব আবেদনের লটারি ড্র অনুষ্ঠিত হবে আগামী ২৪ মার্চ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির আইপিওতে মোট ১১ লাখ ৩৯ হাজার ৮৯৫ টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের মূল্য দাঁড়িয়েছে ৮৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। যা চাহিদার ২৭ দশমিক ৭৪ ‍গুন বেশি।

চাহিদার বিপরীতে বেশি আবেদন জমা পড়ায় কোম্পানিটি লটারির মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেবে। আর এ লক্ষ্যে আগামী ২৪ মার্চ সকাল ১০ টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সষ্টিটিউট মিলনায়তনে কোম্পানির লটারির ড্র অনুষ্ঠিত হবে।

মোট আবেদনের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের আবেদন পড়েছে ১১ লাখ ৩৮ হাজার ৯৯৬টি। এসব আবেদনের মূল্য ৫৬৯ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন জমা হয়েছে ৮৯৯ টি আবেদন। এসব আবেদনের মূল্য ২৬২ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা।

এর আগে নিউ লাইনের আইপিওতে আবেদন ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু পরবর্তীতে কোম্পানির আইপিও আবেদন জমা দেয়ার সময় একদিন বাড়ানো হয়েছিল।

শেয়ারবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করার কথা রয়েছে কোম্পানির। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

১৭ মার্চ বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্মদিন উপলক্ষে আগামীকাল ৭ মার্চ দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের দিন সোমবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

নিজ দেশের মানুষকে ধোকা দেওয়ার জন্যই রিজলের মানহানির মামলা : আইন মন্ত্রী

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি) নিজ দেশের মানুষকে ধোকা দেওয়ার জন্যই বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে।

এ মানহানির মামলার ক্ষেত্রে আরসিবিসি কর্মকর্তারা সত্যিকার অর্থে কোন আইনি আচরণ মেনেছেন বলেও তিনি মনে করেন না। আইনমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমির সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আনিসুল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনার জন্য আচরণগত (কন্ডাক্ট) কারণেই ফিলিপাইনের সরকার এবং সিনেট আরসিবিসিকে দায়ি করেছিল। এ জন্য বাংলাদেশ ব্যাংক আইনীপন্থায় রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের বিরুদ্ধে কোন মামলা করলে মানহানিকর কিছু হবে না বলেও তিনি উল্লেখ করেন।

জাপানী রাষ্ট্রদূতেরর সাথে কী বিষয়ে আলোচনা হয়েছে- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এর বিচারপতি নির্বাচনে জাপান প্রার্থী হতে চায়। সেই নির্বাচনে তারা বাংলাদেশের সমর্থন চান। আমি তাকে বলেছি, যেহেতু বাংলাদেশ থেকে এই নির্বাচনে কোন প্রার্থী দেওয়া হবে না,তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে জাপানের প্রতি সমর্থনের বিষয়টি তাদেরকে জানাবো।’

হলি আর্টিজানের মামলার ঘটনার আপডেট সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই মামলাটি এখন বিচারাধীন। এখন পর্যন্ত ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ মামলার বিচার অনেক দূর এগিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

নতুন করে গ্যাসের দাম বাড়লে আন্দোলন : গণফোরাম

gonoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন করে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের কথা ভাবছে সরকার। এ দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে গণফোরাম বলেছে, দাম বাড়ানো হলে তারা কর্মসূচি দেবে।

গণমাধ্যমে পাঠানো গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। তাঁরা বলেন, গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

গ্যাসের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিয়ে কামাল হোসেন ও মোস্তফা মোহসীন মন্টু বলেন, সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, উৎপাদন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এ ছাড়া শিল্পকারখানা ও পরিবহনব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে জানান তাঁরা।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

নূরানী ডায়িংয়ের ৬৯ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন

nuraniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ পরিচালক ৬৯ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এসকে নূর মোহাম্মদ আজগর ৫ লাখ ১০ হাজার ৫১০টি বোনাস শেয়ার, কর্পোরেট পরিচালক দাউদপুর রাইস মিলস (প্রা:) লিমিটেড ২৮ লাখ ৭৩ হাজার বোনাস শেয়ার, উদ্যোক্তা পরিচালক মিসেস রেহানা আলম ১৬ লাখ ৫৭ হাজার ৫০০টি বোনাস শেয়ার এবং উদ্যোক্তা পরিচালক এসকে নুরুল আলম ১৮ লাখ ৮৭ হাজার ৩৪০টি বোনাস শেয়ার বিক্রি করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালকরা উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

shepard-300x150স্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি’ । আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’ ।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৪ জানুয়ারি পর্যন্ত হালনাগাদ আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা রেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বিএটিবিসি
  2. ব্র্যাক ব্যাংক
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ডাচ-বাংলা ব্যাংক
  5. মুন্নু সিরামিকস
  6. স্কয়ার ফার্মা
  7. সিঙ্গার বিডি
  8. বাটা সুজ
  9. মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
  10. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

শেষদিন সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৫ কোটি টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬২১ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৫ পয়েন্টে।

গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪২টির। আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা, সিঙ্গার বিডি, বাটা সুজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩৫১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৫২ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীনফোন লিমিটেড ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গাড়ি আমদানি না করে তৈরি করতে বললেন শিল্পমন্ত্রী

mojidস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমদানি না করে নিজেরাই গাড়ি তৈরি করতে হবে। আমরা অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। নিজেরা নিজেদের গাড়ি তৈরি করবো। অনেক সেনাপতি তৈরি করেছি। এবার শিল্পপতি বানাবো।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সেমস গ্লোবাল আয়োজিত ১৪তম ঢাকা মোটর শো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার ফিটনেসবিহীন গাড়ি নিয়ে অনেকে অনেক কথা বলেন, যানজটের জন্য এসব গাড়িকে দায়ী করেন। কিন্তু যদি আমরা ফিটনেসবিহীন গাড়ি ধরতে অভিযান চালাই, তাহলে এতো গাড়ি ডাম্পিং করার জায়গা নেই।
তিনি আরও বলেন, শিল্পক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। মূলত তা বঙ্গবন্ধুর অবদান। তিনি যদি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রতিষ্ঠা না করতেন, তাহলে আজ দেশ শিল্পে এগিয়ে যেতে পারতো না।

স্টকমার্কেটবিডি.কম/এম