ঢাকা ডাইংয়ের নানান অনিয়ম প্রকাশ করল নিরীক্ষক প্রতিষ্ঠান

dhakaনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের নানান রকমের অনিয়মের তথ্য প্রকাশ করেছে নিজেদের নির্বাচিত নিরীক্ষক প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর মাধ্যমে এই নিরীক্ষক জানায়, এসব অনিয়ম করে ব্যবসা পরিচালনা করছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে এ মতামত দেয় নিরীক্ষক।

বলা হয়েছে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নেট ওয়ার্কিং ক্যাপিটাল নেগেটিভ রয়েছে। কোম্পানিটি গত বছরে কোনো ঋণ ও সুদ পরিশোধ করেনি। কোম্পানিটির গ্যাস বিতরণ কোম্পানি থেকে সংযোগ বিছিন্ন রয়েছে।

ঢাকা ডাইংয়ের স্টক থেকে পণ্য বিক্রি বেশিরভাগই শেষ হয়েছে। কিন্তু কোম্পানিটি এখনও চালু রয়েছে এই ভিত্তিতে আর্থিক প্রতিবেদন তৈরী করা হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি নিকট শ্রমিক তহবিলের ৩ কোটি ১৪ লাখ ৫৩ হাজার ৬৩ টাকা থাকলেও তা বিতরণ করেনি। এর ফলে কোম্পানিটি শ্রম আইন-২০০৬ লঙ্ঘন করে আসছে।

নিরীক্ষক জানায়, কোম্পানিটি স্থায়ী সম্পদের পুর্নমূল্যায়ন ৫ বছর আগেই করেছে। কিন্তু বাংলাদেশ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডসের ১৬ ধারা অনুযায়ী সম্পদের পুর্নমূল্যায়ন সঠিক সময়ে করতে হবে। নিরীক্ষক প্রতিষ্ঠানের মতে, কোম্পানিটির পুনরায় সম্পদ পুর্নমূল্যায়ন প্রয়োজন ছিল, কিন্তু তারা তা করেনি।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

আর্গন ডেনিমস লভ্যাংশ পাঠিয়েছে

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরের লভ্যাংশ ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে ও নগদ লভ্যাংশের টাকা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

৩০ জুন পর্যন্ত ১৮ মাসে আর্গন ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এ সময়ের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ১৮ মাসে আর্গন ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ৬ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৭ টাকা ১০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

Evince-Textile-220x140স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি ইভেন্সি টেক্সটাইল মিলস লিমিটেড প্রথমবার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল ৩ জানুয়ারি মঙ্গলবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থ বছরসহ মোট ১৮ মাসে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এ আগে নতুন কোম্পানি হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. বিবিএস
  2. ডেসকো
  3. বেক্সিমকো লিমিটেড
  4. একটিভ ফাইন
  5. সিঙ্গার বিডি
  6. ইফাদ অটোস
  7. গোল্ডেন হার্ভেষ্ট
  8. দ্যা পেনিনসুলা
  9. এএফসি এগ্রো
  10. ন্যাশনাল ব্যাংক।

ডিএসইতে ১৪৪৮ কোটি টাকার লেনদেন

index hনিজস্ব প্রতিবেদক :

২০১৭ সালের দ্বিতীয় কার্য দিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১৪৪৮ কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৪৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৯৯৩ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৪১ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – বিবিএস, ডেসকো, বেক্সিমকো লিমিটেড, একটিভ ফাইন, সিঙ্গার বিডি, ইফাদ অটোস, গোল্ডেন হার্ভেষ্ট, দ্যা পেনিনসুলা, এএফসি এগ্রো ও ন্যাশনাল ব্যাংক।

এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার সেখানে ৬২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আরএসআরএম স্টীল ও বেক্সিমকো লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

এসআলম কোল্ড স্টিলসের বোর্ড সভা আহবান

s alomস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত শিল্প খাতের কোম্পানি এসআলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের বোর্ড সভা আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আগামী ৭ জানুয়ারি বেলা সাড়ে ১২ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

১৫ জানুয়ারির মধ্যে বিএসসিকে লভ্যাংশ ঘোষণার নির্দেশ

bscস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আগামী ১৫ জানুয়ারির মধ্যে করবে। পাশাপাশি সে বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলে হয়েছে, কোম্পানিটির আবেদনের প্রক্ষিতে ৩০ জুন পর্যন্ত শেষ হওয়া গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি প্রকাশের সময় সীমা ১৫ জানুয়ারি করা হয়েছে।

একই সময়ের মধ্যে চলতি বছরের প্রথম পান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটিও শেয়ারহোল্ডারদের জানানোর নির্দেশনা দিয়েছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংক ঋণ ও বীমা সংক্রান্ত ঝুঁকিতে বিডি ওয়েল্ডিং : শেয়ারের দর বৃদ্ধি

bdweldinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডেস লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটি আরো জানা তারা ব্যাংক ঋণ ও বীমা সংক্রান্ত ঝুঁকি নিয়ে ব্যবসা করছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৬ কার্যদিবসে বিডি ওয়েল্ডিং শেয়ারের দর টানা বেড়েছে। গত ২২ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১০.৪০ টাকা এবং গতকাল ১ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশৈষ বেড়ে দাঁড়ায় ১৩.৪০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডেস জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

কোম্পানি আরো জানায়, কোম্পানিটি ব্যাংক থেকে প্রত্যাশিত ঋণটি অনুমোদন নিতে পারছে না। অন্য দিকে গত বছরের বন্যাজনিত ক্ষতিবাবদ বীমার অনুদানটি ছাড় করতে পারছে না।

স্টকমার্কেটবিডি.কম/

মাইডাস ফাইন্যান্সিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

midasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ কার্যদিবসে মাইডাস ফাইন্যান্সিং শেয়ার দর টানা বেড়েছে। গত ১৮ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ২২ টাকা এবং গতকাল ১ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশৈষ বেড়ে দাঁড়ায় ২৮ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে মাইডাস ফাইন্যান্সিং জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

৮ কার্যদিবস টানা বাড়ছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

Shurid-Industries-Logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৮ কার্যদিবসে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর টানা বেড়েছে। গত ২০ ডিসেম্বর এ শেয়ারের দর ছিল ১০.৫০ টাকা এবং গতকাল ১ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশৈষ বেড়ে দাঁড়ায় ১৪.৪০ টাকা।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সুহৃদ ইন্ডাস্ট্রিজ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/