৭ দিন পেছালো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনের জন্য এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো যৌথ উদ্যোগে এ মেলা রাজধানীর শেরে বাংলা নগরে ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি শুরু হবে।

এবার বাণিজ্য মেলার প্রধান প্রবেশদ্বার মেট্রোরেলের আদলে করা হবে। রফতানি উন্নয়ন ব্যুরো সূত্রে এ তথ্য জানা গেছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক রমজান আলী বলেন, নির্বাচনের কারণে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি উদ্বোধন করা হবে। এ মাসের মধ্যে স্টল বরাদ্দ শেষ হবে। এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে। গতবারের থেকে এবার বিদেশিদের আগ্রহ অনেক বেশি।

মেলাকে আরও দৃষ্টিনন্দন করতে প্রধান গেট করা হবে মেট্রোরেলের আদলে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের থিম থাকবে মেলাজুড়ে। এখন মাঠ পর্যায়ে কাজ চলে গেছে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শাকিল রিজভী

IMG_6980স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল রিজভী। আগামী ২ বছর অর্থাৎ ২০২০ সালের ২৫ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

একই সময়ের জন্য সংগঠনটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হয়েছেন শরীফ আনোয়ার হোসেন (দিলীপ) এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিচার্ড ডি রোজারিও।

সোমবার (২৬ নভেম্বর) ডিবিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার (২৫ নভেম্বর) রাজধানীর একটি ক্লাবে ডিবিএ’র ৪র্থ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদের নির্বাচিত করা হয়।

ডিবিএ’র নতুন প্রেসিডেন্ট শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট এবং পরিচালক।

সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন শহিদুল্লাহ সিকিউরিটিজের এমডি। আগে তিনি ডিএসইর পরিচালক ও ডিবিএ’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন।

ডিবিএ’র বাকি পরিচালকরা হলেন- ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ রহমান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুদ্দিন, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও এমডি মফিজউদ্দিন, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেডের এমডি দিল আফরোজ কামাল, এরিস সিকিউরিটিজ লিমিটেডের এমডি মাসুদুল হক, এক্সপো ট্রেডার্স লিমিটেডের এমডি ডা. ওসমান গনি চৌধুরী, এমিন্যান্ট সিকিউরিটিজ লিমিটেডের এমডি ওমর হায়দার খান, রাস্তি সিকিউরিটিজ কনসালট্যান্ট লিমিটেডে এমডি সৈয়দ রেদওয়ানুল ইসলাম, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোহাম্মদ আলী, আদিল সিকিউরিটিজ লিমিটেডের এমডি দাস্তগীর আদিল, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডের সিইও ওয়ালি উল ইসলাম ও শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি সাজেদুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এমএল ডায়িংয়ের এজিএমের দিন পিছালো

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের বস্ত্র শিল্প খাতের কোম্পানি এমএল ডায়িং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১৮ ডিসেম্বরর এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির গত বছরের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. সায়হাম টেক্সটাইল
  2. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ব্র্যাক ব্যাংক
  5. ইনটেক লিমিটেড
  6. খুলনা পাওয়ার
  7. স্কয়ার ফার্মা
  8. ফার্মা এইডস
  9. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  10. বার্জার পেইন্টস লিমিটেড।

ডিএসইতে ৬১৫ ও সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৬১৫ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন ও সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকা।  গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫৫২ কোটি ৬৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪০টির। আর দর অপরিবর্তিত আছে ৬৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সায়হাম টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ইনটেক লিমিটেড, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, ফার্মা এইডস, ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড ও বার্জার পেইন্টস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৭৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সায়হাম কটন ও কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইউএস–বাংলায় যুক্ত হচ্ছে আরও পাঁচটি উড়োজাহাজ

373af4f14b87e4347b04606ea3671c7d-5bfa7841ef02cস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস–বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে আরও পাঁচটি নতুন উড়োজাহাজ। আগামী বছরের শুরুতে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে।

নতুন এই পাঁচটি উড়োজাহাজের মধ্যে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং তিনটি এটিআর ৭২-৬০০ মডেলের। বর্তমানে বিমান সংস্থাটির বহরে সাতটি উড়োজাহাজ রয়েছে।

ইউএস–বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে আন্তর্জাতিক রুটে গন্তব্য বাড়াবে সংস্থাটি।

ইউএস–বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর এগুলো দিয়ে ভারতের চেন্নাই, শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে রুটে উড্ডয়ন পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এ তিনটি গন্তব্যই আন্তর্জাতিক রুটে ইউএস–বাংলার জন্য নতুন গন্তব্য। এ ছাড়া নতুন উড়োজাহাজ আসার পর বিদ্যমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটেও উড্ডয়ন বাড়ানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

এমবি ফার্মাসিটিক্যালসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

ambfস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৫ নভেম্বর এ শেয়ারের দর ছিল ৫০৩ টাকা এবং গতকাল ২৫ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৭২৫ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি সার্ভিসেসের নো ডেভিডেন্ট ঘোষণা

bd serv-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫.৬৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ০.৪২ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ