ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪০৮৬ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সবগুলো সূচক। এ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪০৮৬ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯৬,২২৬ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩,৯২,১৪০ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ বা ৪০৮৬ কোটি টাকা।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ২,৯১৯ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে দুই দিনে সেখানে ১০০৫ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৯০.২৬ শতাংশ বেশি।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৫৮৩ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৫০২ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৬.১০ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২৯.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১২.৫৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯৬০ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের। আর ৬টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২০৫ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে দশমিক ৭৮ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টি কোম্পানির। আর দর কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *