পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে ২০১৯ সাল থেকে: অর্থমন্ত্রী

7fc4f34debdd47c2982040878c4c3d5c-5a78126a57c9dস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৯ সালের জুন থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুদল মুহিত। তিনি বলেন, ‘তবে এর আগে মার্চ মাস থেকেই যান চলাচল শুরু হতে পারে।’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো মোশাররফ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। সাবেক অনুষ্ঠানে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ২০১৭ সালের ঢাকা সিটি করপোরেশনের সর্বোচ্চ আয়কর প্রদানকারী ও ঢাকা জেলার কর বাহাদুর পরিবার স্বীকৃতি দিয়েছে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *