বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী জাপানি ব্যাংক

muhitবিশেষ প্রতিবেদক :

বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক জাপানি ব্যাংক সুমিটোমো মিৎসুয়ি ব্যাংকিং করপোরেশন। পদ্মা সেতু ছাড়া অন্য মেগা প্রকল্প যেমন রেল ভিত্তিক মেগা প্রকল্প, পায়রা সমুদ্র বন্দর প্রকল্প এবং এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করবে ব্যাংকটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন ব্যাংকের এশিয়া অঞ্চলের ব্যাংকিং বিনিয়োগ বিভাগের প্রধান রাজীব খান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের চলমান মেগা প্রকল্পগুলোতে টাকা প্রয়োজন। তাই আমরা চাই এসব প্রকল্পে জাপানি ব্যাংকটি বিনিয়োগ করুক। আমরা এসব মেগা প্রকল্পে তাদের বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। তারা আগ্রহ দেখিয়েছে।’

আমাদের কোন কোন মেগা প্রকল্পে তারা আগ্রহ দেখিয়েছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘চলমান পদ্মা সেতু প্রকল্প ছাড়া বাকি মেগা প্রকল্পগুলো সম্পর্কে তারা অবহিত।’

প্রকল্পগুলোতে ব্যাংকটি কত বিনিয়োগ করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিনিয়োগের পরিমানের বিষয়ে কোনও আলোচনা হয়নি। আজ প্রাথমিক আলোচনা করলাম।’

ঋণের সুদের হার কতো হবে- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের সুদের হার কম। বিশ্বের মধ্যে কম সুদে ঋণ দেয় যথাক্রমে কোরিয়া, জাপান ও চীন। তবে এ ব্যাংকের সফট লোনের সুদের হার দশমিক ৭৫ শতাংশ।’

সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় ব্যাংকের এক্সপোর্ট অ্যান্ড এজেন্সি ফাইন্যান্স বিভাগের এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রেমরাজ সুমন সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশকে যে ঋণ দেবো তা বাণিজ্যিক ঋণ। তবে এর হার সফট লোনের সুদ হারের চেয়ে কিছুটা বেশি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গ্যাস ও বিদ্যুৎ খাতে এ ব্যাংকটির এক বিলিয়ন ডলার বিনিয়োগ আছে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *