৬০ কোটি টাকার লক্ষমাত্রা নিয়ে স্টার সিরামিকসের রোড শো

star ceraস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিওতে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে ৬০ কোটি টাকা উত্তোলন করতে চায় স্টার সিরামিকস লিমিটেড। এলক্ষে একটি রোড শো করবে বলে জানিয়েছে কোম্পানিটি। আগামী ২৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর রেডিসন হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে।

এই রোড শোতে অংশগ্রহণ করবে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলারস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্য প্রতিষ্ঠানসমূহ।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড।

উত্তোলিত টাকা স্যানিটারি পণ্য প্রকল্পটি সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির গত ৩০ ডিসেম্বর ২০১৭ সালের নিরিক্ষীত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩৮ টাকা এবং এ অর্থবছরে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *