আইপিও প্রকল্পে চলতি মাসেই নতুন মেশিন স্থাপন শুরু করবে ইয়াকিন পলিমার

yakinস্টকমার্কেট প্রতিবেদক :

ইয়াকিন পলিমার লিমিটেডের আইপিও প্রকল্পের নর্বনির্মিত শেডে নতুন মেশিন স্থাপন শুরু করবে। চলতি মাসেই এসব যন্ত্রপাতি স্থাপন শুরু করতে চায় কোম্পানি। এজন্য আগামী দুই মাস কারখানার উৎপাদন ব্যবহত হতে পারে বলে ধারণা করছেন কোম্পানিটির মালিকপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, এ লক্ষে ইয়াকিন পলিমার লিমিটেড আজ ২৬ ডিসেম্বর থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সীমিত সক্ষমতায় উৎপাদন কার্যক্রম চালু রাখবে।

শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্ট সবাইকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোম্পানিটির এ সংস্কারকাজ চলমান অবস্থায় আগামী দুই মাস সর্বোচ্চ ২৫ শতাংশ সক্ষমতায় উৎপাদন কার্যক্রম চালু রাখতে পারবে কোম্পানিটি। গত রবিবার বিকালে কোম্পানির ৯৯তম পর্ষদ সভায় এ পরিকল্পনা অনুমোদন হয়।

অবশ্য বিকল্প পণ্যের ব্যবহার বৃদ্ধিসহ ব্যবসায়িক অন্যান্য বাস্তবতায় আগেই কোম্পানিটির সক্ষমতা সদ্ব্যবহারের হার অনেক কমে এসেছে বলে জানা গেছে।

এদিকে ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। যা আগের বছর এই লভ্যাংশ ছিল ১০ শতাংশ বোনাস।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *